অনলাইন ডেস্ক
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে সেই ফেসবুক কর্তৃপক্ষ সেই পোস্ট সরিয়ে ফেলেছে। এতে ক্ষেপে গিয়ে মেটা কর্তৃপক্ষকে ‘কাপুরুষ’ বলে আখ্যা দিয়েছেন আনোয়ার ইব্রাহিম।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়া রাষ্ট্রীয়ভাবে সব সময়ই ফিলিস্তিনের পক্ষাবলম্বন করেছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুরু থেকেই গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করে এসেছেন।
তারই ধারাবাহিকতায় আনোয়ার ইব্রাহিম ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে হামাস নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন। সেই ফোনকলের একটি ভিডিও রেকর্ড তিনি ফেসবুকে শেয়ার করেছিলেন। সেই পোস্ট পরে মার্ক জাকারবার্গের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা সরিয়ে ফেলে। একই ধরনের পোস্ট মেটার আরেক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও শেয়ার করেছিলেন আনোয়ার ইব্রাহিম। সেটিও সরিয়ে ফেলা হয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মেটার এই হস্তক্ষেপকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে বলেন, ‘মেটাকে আমি পরিষ্কার ও দ্ব্যর্থহীনভাবে এই বার্তাটি দিতে চাই যে: কাপুরুষতার এই প্রদর্শন বন্ধ করুন এবং নিপীড়ক ইহুদিবাদী ইসরায়েলি শাসনের হাতিয়ার হিসেবে কাজ করা বন্ধ করুন।’
মেটা কর্তৃপক্ষ আনোয়ার ইব্রাহিমের পোস্টগুলো অপসারণ করে সেগুলোতে লেবেল দিয়ে বলেছে, ‘বিপজ্জনক ব্যক্তিত্ব ও সংগঠন’। মূলত হামাস ও ইসমাইল হানিয়াকে যথাক্রমে বিপজ্জনক সংগঠন ও ব্যক্তিত্ব বলেছে মেটা কর্তৃপক্ষ। উল্লেখ্য, মেটা অনেক আগেই গাজা শাসনকারী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে ‘বিপজ্জনক সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে এবং গোষ্ঠীটির প্রশংসাকারী সব ধরনের কনটেন্ট তাদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ করেছে। তবে আনোয়ার ইব্রাহিমের প্রতিক্রিয়ার জবাবে কোনো মন্তব্য করেনি মেটা।
আনোয়ার ইব্রাহিম চলতি বছরের মে মাসে কাতারে হানিয়ার সঙ্গে দেখা করেছিলেন। তিনি জানিয়েছেন, হামাসের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক আছে তবে সামরিক স্তরে কোনো সম্পর্ক নেই। হামাসের রাজনৈতিক নেতা হিসেবে হানিয়া বেশ কয়েকবার মালয়েশিয়া সফর করেছিলেন।
মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাদজিল বলেছেন, এই বিষয়ে মেটার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং এটি স্পষ্ট নয় যে, পোস্টগুলো মেটা কর্তৃপক্ষ নিজে নিজে সরিয়েছে না কি কারও রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরিয়ে নেওয়া হয়েছিল।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে সেই ফেসবুক কর্তৃপক্ষ সেই পোস্ট সরিয়ে ফেলেছে। এতে ক্ষেপে গিয়ে মেটা কর্তৃপক্ষকে ‘কাপুরুষ’ বলে আখ্যা দিয়েছেন আনোয়ার ইব্রাহিম।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়া রাষ্ট্রীয়ভাবে সব সময়ই ফিলিস্তিনের পক্ষাবলম্বন করেছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুরু থেকেই গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করে এসেছেন।
তারই ধারাবাহিকতায় আনোয়ার ইব্রাহিম ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে হামাস নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন। সেই ফোনকলের একটি ভিডিও রেকর্ড তিনি ফেসবুকে শেয়ার করেছিলেন। সেই পোস্ট পরে মার্ক জাকারবার্গের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা সরিয়ে ফেলে। একই ধরনের পোস্ট মেটার আরেক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও শেয়ার করেছিলেন আনোয়ার ইব্রাহিম। সেটিও সরিয়ে ফেলা হয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মেটার এই হস্তক্ষেপকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে বলেন, ‘মেটাকে আমি পরিষ্কার ও দ্ব্যর্থহীনভাবে এই বার্তাটি দিতে চাই যে: কাপুরুষতার এই প্রদর্শন বন্ধ করুন এবং নিপীড়ক ইহুদিবাদী ইসরায়েলি শাসনের হাতিয়ার হিসেবে কাজ করা বন্ধ করুন।’
মেটা কর্তৃপক্ষ আনোয়ার ইব্রাহিমের পোস্টগুলো অপসারণ করে সেগুলোতে লেবেল দিয়ে বলেছে, ‘বিপজ্জনক ব্যক্তিত্ব ও সংগঠন’। মূলত হামাস ও ইসমাইল হানিয়াকে যথাক্রমে বিপজ্জনক সংগঠন ও ব্যক্তিত্ব বলেছে মেটা কর্তৃপক্ষ। উল্লেখ্য, মেটা অনেক আগেই গাজা শাসনকারী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে ‘বিপজ্জনক সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে এবং গোষ্ঠীটির প্রশংসাকারী সব ধরনের কনটেন্ট তাদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ করেছে। তবে আনোয়ার ইব্রাহিমের প্রতিক্রিয়ার জবাবে কোনো মন্তব্য করেনি মেটা।
আনোয়ার ইব্রাহিম চলতি বছরের মে মাসে কাতারে হানিয়ার সঙ্গে দেখা করেছিলেন। তিনি জানিয়েছেন, হামাসের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক আছে তবে সামরিক স্তরে কোনো সম্পর্ক নেই। হামাসের রাজনৈতিক নেতা হিসেবে হানিয়া বেশ কয়েকবার মালয়েশিয়া সফর করেছিলেন।
মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাদজিল বলেছেন, এই বিষয়ে মেটার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং এটি স্পষ্ট নয় যে, পোস্টগুলো মেটা কর্তৃপক্ষ নিজে নিজে সরিয়েছে না কি কারও রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরিয়ে নেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্রে বৈচিত্র্য, ন্যায়সংগত সুযোগ এবং অন্তর্ভুক্তি (ডিইআইএ) কার্যক্রম বন্ধে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আজ বুধবার সন্ধ্যার মধ্যে ডিইআইএ ফেডারেল কর্মীদের পেইড লিভে যেতে ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
২৬ মিনিট আগেবুধবার বিবিসি জানিয়েছে, দাঙ্গায় অভিযুক্ত পামেলা হেমফিল নিজের দোষ স্বীকার করে ইতিমধ্যে ৬০ দিনের কারাদণ্ড ভোগ করেছেন। তিনি মনে করেন, ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গার জন্য কোনো ক্ষমাই গ্রহণ করা উচিত নয়।
৩৫ মিনিট আগেভারতের জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার একটি প্রত্যন্ত গ্রাম বুধাল। এই গ্রামেই অজানা এক রোগে মাত্র এক মাসে ১৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনা গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বর্তমানে বিশেষজ্ঞরা এর কারণ উদ্ঘাটনে তৎপর হয়েছেন।
২ ঘণ্টা আগেমূলত ১৫ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে যারা প্রথমবার বিদেশ ভ্রমণ করছেন তাঁদের ওপরই বাড়তি নজরদারি করা হচ্ছে। পাকিস্তানের ৯টি প্রধান শহরের বিমানবন্দরগুলোতে ইমিগ্রেশন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন তাঁরা এই বয়সসীমার ভ্রমণকারীদের ভ্রমণ নথি ও কার্যক্রম আরও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেন।
২ ঘণ্টা আগে