অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় আজ বুধবার সকালে গুনসানের কাছে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
তবে দুর্ঘটনায় কবলিত যুদ্ধবিমানের পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এক ঘণ্টা পরে তাঁকে উদ্ধার করা হয়। তাঁর চেতনা রয়েছে এবং দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মার্কিন বিমানবাহিনীর একটি ইউনিট জানিয়েছে, মাত্র এক মাসের মধ্যে এটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার দ্বিতীয় ঘটনা। ইউনিটটি এক বিবৃতিতে বলেছে, অষ্টম ফাইটার উইংয়ে নিযুক্ত একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন সমুদ্রের ওপর ‘জরুরি পরিস্থিতির’ সম্মুখীন হয়ে একপর্যায়ে বিধ্বস্ত হয়।
অষ্টম ফাইটার উইংয়ের কমান্ডার কর্নেল ম্যাথিউ গেটকে দক্ষিণ কোরিয়ার উদ্ধারকারীদের ধন্যবাদ জানিয়েছেন। পাইলটকে খুঁজে বের করতে তারা মার্কিন সেনাবাহিনীর সঙ্গে কাজে যোগ দিয়েছিলেন। কর্নেল ম্যাথিউ গেটকে বলেছেন, সমুদ্র থেকে বিমানটি খুঁজে বের করা এবং পুনরুদ্ধার করার দিকেই এখন তারা মনোযোগ দিয়েছেন।
দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক বাহিনী দ্বারা ব্যবহৃত দুটি প্রধান বিমান ঘাঁটির একটি পশ্চিম উপকূলীয় শহর গুনসানে অবস্থিত। গত ডিসেম্বরে, প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছিল একটি এফ-১৬ যুদ্ধবিমান। সেবারও পাইলটকে উদ্ধার করা হয়।
গুনসান পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল খতিয়ে দেখছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় থাকা মার্কিন বাহিনী এএফপিকে জানায়, তারা দ্রুত এই ঘটনার বিস্তারিত জানাবে।
দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় আজ বুধবার সকালে গুনসানের কাছে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
তবে দুর্ঘটনায় কবলিত যুদ্ধবিমানের পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এক ঘণ্টা পরে তাঁকে উদ্ধার করা হয়। তাঁর চেতনা রয়েছে এবং দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মার্কিন বিমানবাহিনীর একটি ইউনিট জানিয়েছে, মাত্র এক মাসের মধ্যে এটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার দ্বিতীয় ঘটনা। ইউনিটটি এক বিবৃতিতে বলেছে, অষ্টম ফাইটার উইংয়ে নিযুক্ত একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন সমুদ্রের ওপর ‘জরুরি পরিস্থিতির’ সম্মুখীন হয়ে একপর্যায়ে বিধ্বস্ত হয়।
অষ্টম ফাইটার উইংয়ের কমান্ডার কর্নেল ম্যাথিউ গেটকে দক্ষিণ কোরিয়ার উদ্ধারকারীদের ধন্যবাদ জানিয়েছেন। পাইলটকে খুঁজে বের করতে তারা মার্কিন সেনাবাহিনীর সঙ্গে কাজে যোগ দিয়েছিলেন। কর্নেল ম্যাথিউ গেটকে বলেছেন, সমুদ্র থেকে বিমানটি খুঁজে বের করা এবং পুনরুদ্ধার করার দিকেই এখন তারা মনোযোগ দিয়েছেন।
দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক বাহিনী দ্বারা ব্যবহৃত দুটি প্রধান বিমান ঘাঁটির একটি পশ্চিম উপকূলীয় শহর গুনসানে অবস্থিত। গত ডিসেম্বরে, প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছিল একটি এফ-১৬ যুদ্ধবিমান। সেবারও পাইলটকে উদ্ধার করা হয়।
গুনসান পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল খতিয়ে দেখছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় থাকা মার্কিন বাহিনী এএফপিকে জানায়, তারা দ্রুত এই ঘটনার বিস্তারিত জানাবে।
অস্ট্রেলিয়ায় হ্যারিসন ‘সোনালি বাহুর অধিকারী মানুষ’ হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর রক্তে বিরল একটি অ্যান্টিবডি (অ্যান্টি-ডি) ছিল। এই অ্যান্টিবডি এমন ওষুধ তৈরিতে ব্যবহৃত হতো, যা গর্ভবতী মায়েদের শরীরে প্রয়োগ করা হয়। মূলত যেসব মায়ের রক্ত অনাগত শিশুর রক্তের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তাঁদের শরীরেই এই ওষুধটি দেওয়া
২ ঘণ্টা আগেএখন পর্যন্ত প্রায় অর্ধশত প্রতারিত নারীর তথ্য পেয়েছে দ্য গার্ডিয়ান। যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে শঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগীদের বয়ান ও স্বাধীনভাবে তদন্তের পর এই ইস্যু নিয়ে গত বৃহস্পতিবার থেকে অনুসন্ধানী প্রতিবেদনের সিরিজ ‘স্পাই কপস’ প্রচার শুরু করেছে ব্রিটিশ গণমাধ্যমটি। আর এরপরই এ নিয়ে শুরু হয়
৩ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘নাৎসি’ আখ্যা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, ইহুদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম ক্রাসনায়া জভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন লাভরভ। জেলেনস্কি রুশ সংস্কৃতিকে সম্মান করেন না বলে
৩ ঘণ্টা আগেগাজা ইস্যুতে আবারও জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আরব দেশগুলো। আগামীকাল মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত হবে বৈঠক। আলোচনা হবে, যুদ্ধবিরতি, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের হুমকি, মার্কিন প্রেসিডেন্টের গাজা দখল সংক্রান্ত হুমকিসহ ফিলিস্তিনের সার্বিক ইস্যু নিয়েই।
৩ ঘণ্টা আগে