অনলাইন ডেস্ক
ঢাকা: গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পাশাপাশি চলমান এই সহিংসতার জন্য হামাসকে দায়ী করেছেন তিনি । গতকাল শনিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এমনটি জানান।
ভাষণে নেতানিয়াহু বলেন, এই লড়াইয়ের জন্য দায়ী আমরা নই, যারা আক্রমণ চালাচ্ছে এই দায় তাদের। আমরা এখনো এই অপারেশনের মাঝে রয়েছি, এটি এখনো শেষ হয়ে যায়নি । যতক্ষণ প্রয়োজন এই হামলা অব্যাহত থাকবে। বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতি কম হওয়ার জন্য আমরা সব চেষ্টা করে যাচ্ছি।
গতকাল শনিবার গাজায় হামলা চালিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কার্যালয় ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আল-জালা নামের ১২ তলা বিশিষ্ট ভবনটিতে আল-জাজিরা, এপিসহ কিছু মিডিয়া অফিসের কার্যালয় ছিল। ছিল কিছু আবাসিক অ্যাপার্টমেন্টও।
এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে আল জাজিরা এবং এপি। একটি বিবৃতিতে বার্তা সংস্থা এপির পক্ষ থেকে বলা হয়, এই ভবনটিতে ১৫ বছর ধরে এপির ব্যুরো অফিস ছিল। হামাস সদস্যরা যে এই ভবনে রয়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে ছিল না।
আল-জাজিরা ও এপির কার্যালয়ে হামলার পেছনে অজুহাত দিয়ে ইসরায়েল বলছে, এ ভবনের সাথে হামাসের সংশ্লিষ্টতা রয়েছে।
এ ঘটনার পর আলাদাভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন জো বাইডেন। নেতানিয়াহুর সাথে কথোপকথনে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানান বাইডেন।
গাজাকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত হামাস ইসরায়েলের দিকে ২ হাজারেরও বেশি রকেট ছুড়েছে বলে জানিয়েছে রয়টার্স। এর পাল্টা ইসরায়েলও একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। বিমান হামলায় ৩৯ শিশুসহ অন্তত ১৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসকরা। অপরদিকে হামাসের রকেটে ইসরায়েলে ২ শিশুসহ ৯ জনের প্রাণ গেছে বলে জানিয়েছে তেল আবিব।
আরও পড়ুন:
ঢাকা: গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পাশাপাশি চলমান এই সহিংসতার জন্য হামাসকে দায়ী করেছেন তিনি । গতকাল শনিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এমনটি জানান।
ভাষণে নেতানিয়াহু বলেন, এই লড়াইয়ের জন্য দায়ী আমরা নই, যারা আক্রমণ চালাচ্ছে এই দায় তাদের। আমরা এখনো এই অপারেশনের মাঝে রয়েছি, এটি এখনো শেষ হয়ে যায়নি । যতক্ষণ প্রয়োজন এই হামলা অব্যাহত থাকবে। বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতি কম হওয়ার জন্য আমরা সব চেষ্টা করে যাচ্ছি।
গতকাল শনিবার গাজায় হামলা চালিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কার্যালয় ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আল-জালা নামের ১২ তলা বিশিষ্ট ভবনটিতে আল-জাজিরা, এপিসহ কিছু মিডিয়া অফিসের কার্যালয় ছিল। ছিল কিছু আবাসিক অ্যাপার্টমেন্টও।
এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে আল জাজিরা এবং এপি। একটি বিবৃতিতে বার্তা সংস্থা এপির পক্ষ থেকে বলা হয়, এই ভবনটিতে ১৫ বছর ধরে এপির ব্যুরো অফিস ছিল। হামাস সদস্যরা যে এই ভবনে রয়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে ছিল না।
আল-জাজিরা ও এপির কার্যালয়ে হামলার পেছনে অজুহাত দিয়ে ইসরায়েল বলছে, এ ভবনের সাথে হামাসের সংশ্লিষ্টতা রয়েছে।
এ ঘটনার পর আলাদাভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন জো বাইডেন। নেতানিয়াহুর সাথে কথোপকথনে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানান বাইডেন।
গাজাকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত হামাস ইসরায়েলের দিকে ২ হাজারেরও বেশি রকেট ছুড়েছে বলে জানিয়েছে রয়টার্স। এর পাল্টা ইসরায়েলও একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। বিমান হামলায় ৩৯ শিশুসহ অন্তত ১৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসকরা। অপরদিকে হামাসের রকেটে ইসরায়েলে ২ শিশুসহ ৯ জনের প্রাণ গেছে বলে জানিয়েছে তেল আবিব।
আরও পড়ুন:
ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনে বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো। গতকাল মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত জরুরি আরব সম্মেলনে বিকল্প প্রস্তাবটি উত্থাপন করে মিসর; যা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। সম্মেলনের সমাপনী বক্তব্যে মিসরের...
১০ মিনিট আগেহোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ব্যাপক বাগ্বিতণ্ডার পর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া খনিজ চুক্তি ভেস্তে গিয়েছিল। তবে ট্রাম্প প্রশাসন ও ইউক্রেনের কর্মকর্তারা ফের সেই খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরের পরিকল্
৩৯ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী কানাডা ও মেক্সিকো তাদের পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক শুল্ক আরোপের কঠোর সমালোচনা করেছে। ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক শুল্ক নীতি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে চীন থেকে আমদানি করা পণ্যের ওপরও শুল্ক বাড়ানো হয়েছে, যা তাৎক্ষণিকভাবে বেইজিং
৯ ঘণ্টা আগেদুই মাস ধরে টেক মোগল ইলন মাস্ক জার্মানির উগ্র ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’কে (এএফডি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তিনি দলটির পক্ষে প্রচারণার জন্য ৭০টির বেশি পোস্ট দিয়েছেন। তাঁর ২১৯ মিলিয়ন ফলোয়ারকে বলেছেন, এই দলই জার্মানির ‘একমাত্র ভরসা’।
১০ ঘণ্টা আগে