Ajker Patrika

হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ মে ২০২১, ১৩: ২০
হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু

ঢাকা: গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পাশাপাশি চলমান এই সহিংসতার জন্য হামাসকে দায়ী করেছেন তিনি । গতকাল শনিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এমনটি জানান।

ভাষণে নেতানিয়াহু বলেন, এই লড়াইয়ের জন্য দায়ী আমরা নই, যারা আক্রমণ চালাচ্ছে এই দায় তাদের। আমরা এখনো এই অপারেশনের মাঝে রয়েছি, এটি এখনো শেষ হয়ে যায়নি । যতক্ষণ প্রয়োজন এই হামলা অব্যাহত থাকবে। বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতি কম হওয়ার জন্য আমরা সব চেষ্টা করে যাচ্ছি।

গতকাল শনিবার গাজায় হামলা চালিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কার্যালয় ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আল-জালা নামের ১২ তলা বিশিষ্ট ভবনটিতে আল-জাজিরা, এপিসহ কিছু মিডিয়া অফিসের কার্যালয় ছিল। ছিল কিছু আবাসিক অ্যাপার্টমেন্টও।

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে আল জাজিরা এবং এপি। একটি বিবৃতিতে বার্তা সংস্থা এপির পক্ষ থেকে বলা হয়, এই ভবনটিতে ১৫ বছর ধরে এপির ব্যুরো অফিস ছিল। হামাস সদস্যরা যে এই ভবনে রয়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে ছিল না।

আল-জাজিরা ও এপির কার্যালয়ে হামলার পেছনে অজুহাত দিয়ে ইসরায়েল বলছে, এ ভবনের সাথে হামাসের সংশ্লিষ্টতা রয়েছে।

এ ঘটনার পর আলাদাভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন জো বাইডেন। নেতানিয়াহুর সাথে কথোপকথনে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানান বাইডেন।

গাজাকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত হামাস ইসরায়েলের দিকে ২ হাজারেরও বেশি রকেট ছুড়েছে বলে জানিয়েছে রয়টার্স। এর পাল্টা ইসরায়েলও একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। বিমান হামলায় ৩৯ শিশুসহ অন্তত ১৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসকরা। অপরদিকে হামাসের রকেটে ইসরায়েলে ২ শিশুসহ ৯ জনের প্রাণ গেছে বলে জানিয়েছে তেল আবিব।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত