Ajker Patrika

ইন্দোনেশিয়ায় রোহিঙ্গাবিরোধী বিক্ষোভ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ২২: ১০
ইন্দোনেশিয়ায় রোহিঙ্গাবিরোধী বিক্ষোভ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

ইন্দোনেশিয়ায় রোহিঙ্গা শরণার্থীবিরোধী বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমনকি একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরে ঢুকে সেখানকার সবকিছু তছনছ করে দেন তাঁরা। শতাধিক রোহিঙ্গা শরণার্থীদের একটি ট্রাকেও তুলে দেন তাঁরা। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর বান্দা আচেহে গতকাল বুধবার এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভের পাশাপাশি স্থানীয় একটি রোহিঙ্গা শরণার্থীশিবিরে হামলা চালান। সেখানকার একটি সরকারি ভবনে ১৩৭ জন রোহিঙ্গা শরণার্থীকে থাকার জায়গা দেওয়া হয়েছিল। 

শিক্ষার্থীরা সেখানে গিয়ে প্রথমে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে তাঁরা শরণার্থীশিবিরে ঢুকে পড়ে অভিবাসীদের একটি ট্রাকে তুলে অন্য এক জায়গায় পাঠানোর ব্যবস্থা করেন। হাতের কাছে যা আছে তা নিয়েই দুটি ট্রাকে উঠতে বাধ্য হন অভিবাসীরা। এদিকে, এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিও থেকে দেখা যায় কেউ কেউ কাঁদতে কাঁদতে সহায়সম্বলহীনভাবে ট্রাকে উঠছেন, কেউ বা প্রার্থনা করছেন। 

শিক্ষার্থীদের অভিযোগ, অভিবাসীদের একটি সরকারি দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে ওই অভিবাসীদের ফেরত পাঠাতে হবে ইন্দোনেশিয়া সরকারকে। তাদের আর ইন্দোনেশিয়ায় থাকতে দেওয়া যাবে না। 
 
এদিকে, ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে—ইন্টারনেটে ভুয়া নিউজ বা ভুয়া খবর ছড়িয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। ভুয়া খবর এমনভাবে ছড়ানো হয়েছে, যাতে শিক্ষার্থীদের উত্তেজিত করে একত্র করা যায়। ভুয়া খবরের ওপর ভিত্তি করেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাত্ররা এই বিক্ষোভের প্রস্তুতি নিয়েছেন। প্রশ্ন উঠছে, প্রশাসন আগেই কেন কোনো ব্যবস্থা নিল না! 

পুরো ঘটনার তীব্র নিন্দা জানিয়েছ জাতিসংঘের শরণার্থীসংক্রান্ত সংস্থা ইউএনএইচআরসি। তারা জানিয়েছে, অবিলম্বে ওই অভিবাসীদের আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। ইউএনএইচসিআর জানিয়েছে, ভুয়া খবরের ওপর ভিত্তি করে এই গোটা ঘটনা ঘটেছে। 

মিয়ানমার থেকে প্রচুর অভিবাসী ইন্দোনেশিয়ায় পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন। ইন্দোনেশিয়ার বেশ কিছু শহরে তাদের অস্থায়ী আশ্রয়শিবিরে থাকতে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত