অনলাইন ডেস্ক
মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে তেল উৎপাদক দুটি দেশ ইরান ও ভেনেজুয়েলা ২০ বছরের সহযোগিতা পরিকল্পনা সই করেছে। স্থানীয় সময় শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরান সফর করেছেন। তাঁর সফরকালে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, সম্পর্ক উন্নয়নে দুই দেশের কর্মকর্তাদের একাগ্রতার প্রতিফলন ঘটেছে এই চুক্তিতে।
তেহরানে একটি যৌথ সংবাদ সম্মেলনে মাদুরো বলেছেন, ‘এই সহযোগিতা চুক্তির মধ্যে জ্বালানি খাত, আর্থিক খাত ও প্রতিরক্ষা খাতে এক সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে।’
ভেনেজুয়েলার অন্যতম মিত্র দেশ রাশিয়া, চীন, কিউবা, তুরস্ক ও ইরান। এদিকে ইরান ও ভেনেজুয়েলার ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে।
সংবাদ সম্মেলনে রাইসি বলেন, ‘ভেনেজুয়েলা কঠিন সময় পার করেছে। কিন্তু আমাদের জনগণ, কর্মকর্তা এবং প্রেসিডেন্ট এ নিষেধাজ্ঞা (মার্কিন নিষেধাজ্ঞা) প্রতিহত করার ব্যাপারে দৃঢ় সংকল্প। এটা খুবই ভালো লক্ষণ যে আমরা একটি চুক্তি সাক্ষর করতে পেরেছি। এটিই প্রমাণ করে যে শত্রুরা পিছু হটতে বাধ্য হবে।’
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ২০ বছরের চুক্তি ছাড়াও ইরান ও ভেনেজুয়েলার রাজনৈতিক, সাংস্কৃতিক, পর্যটন, অর্থনৈতিক, তেল ও পেট্রোকেমিকেল খাতে সহযোগিতা সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেছেন।
জ্বালানি, বায়োকেমিকেল, তেল ও গ্যাস শোধনাগারের ক্ষেত্রে ইরান ও ভেনেজুয়েলার মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে বলে মাদুরো জানিয়েছেন।
ভেনেজুয়েলার প্রয়াত সমাজতান্ত্রিক নেতা হুগো শ্যাভেজের সময়ে দুই তেল উৎপাদনকারী দেশের মধ্যে বেশ শক্তিশালী সম্পর্ক ছিল। শ্যাভেজের উত্তরসূরি মাদুরো সে সম্পর্ককে আরও জোরদার করেছেন।
মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে তেল উৎপাদক দুটি দেশ ইরান ও ভেনেজুয়েলা ২০ বছরের সহযোগিতা পরিকল্পনা সই করেছে। স্থানীয় সময় শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরান সফর করেছেন। তাঁর সফরকালে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, সম্পর্ক উন্নয়নে দুই দেশের কর্মকর্তাদের একাগ্রতার প্রতিফলন ঘটেছে এই চুক্তিতে।
তেহরানে একটি যৌথ সংবাদ সম্মেলনে মাদুরো বলেছেন, ‘এই সহযোগিতা চুক্তির মধ্যে জ্বালানি খাত, আর্থিক খাত ও প্রতিরক্ষা খাতে এক সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে।’
ভেনেজুয়েলার অন্যতম মিত্র দেশ রাশিয়া, চীন, কিউবা, তুরস্ক ও ইরান। এদিকে ইরান ও ভেনেজুয়েলার ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে।
সংবাদ সম্মেলনে রাইসি বলেন, ‘ভেনেজুয়েলা কঠিন সময় পার করেছে। কিন্তু আমাদের জনগণ, কর্মকর্তা এবং প্রেসিডেন্ট এ নিষেধাজ্ঞা (মার্কিন নিষেধাজ্ঞা) প্রতিহত করার ব্যাপারে দৃঢ় সংকল্প। এটা খুবই ভালো লক্ষণ যে আমরা একটি চুক্তি সাক্ষর করতে পেরেছি। এটিই প্রমাণ করে যে শত্রুরা পিছু হটতে বাধ্য হবে।’
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ২০ বছরের চুক্তি ছাড়াও ইরান ও ভেনেজুয়েলার রাজনৈতিক, সাংস্কৃতিক, পর্যটন, অর্থনৈতিক, তেল ও পেট্রোকেমিকেল খাতে সহযোগিতা সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেছেন।
জ্বালানি, বায়োকেমিকেল, তেল ও গ্যাস শোধনাগারের ক্ষেত্রে ইরান ও ভেনেজুয়েলার মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে বলে মাদুরো জানিয়েছেন।
ভেনেজুয়েলার প্রয়াত সমাজতান্ত্রিক নেতা হুগো শ্যাভেজের সময়ে দুই তেল উৎপাদনকারী দেশের মধ্যে বেশ শক্তিশালী সম্পর্ক ছিল। শ্যাভেজের উত্তরসূরি মাদুরো সে সম্পর্ককে আরও জোরদার করেছেন।
কানাডা সরকারের কর্মকর্তারা অভিযোগ করেছেন, অমিত শাহ কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে সহিংসতা ও ভয় দেখানোর ষড়যন্ত্রের পেছনে রয়েছেন। এ সংক্রান্ত প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
১ ঘণ্টা আগেসর্বনিম্ন মজুরির পরিমাণ বাড়িয়েছে ব্রিটিশ সরকার। আগামী বছরের এপ্রিল থেকে এই নতুন সর্বনিম্ন মজুরি কার্যকর হবে। ব্রিটিশ অর্থমন্ত্রী বা চ্যান্সেলর অব এক্সচেকার র্যাচেল রিভস আজ বুধবার এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সরকারের ওয়েবসাইট থেকে এই তথ্য জানা
১ ঘণ্টা আগেএকটি মানব পাচার চক্র ভেঙে দিয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ। দেশটির দক্ষিণ আচেহকে কেন্দ্র করে পরিচালিত হতো এই মানবপাচার চক্রটি। এরা অবৈধভাবে রোহিঙ্গা শরণার্থী ও আচেহের বাসিন্দাদের প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে মালয়েশিয়ায় পাচার করছিল। এই চক্রটির বিস্তৃতি আছে বাংলাদেশেও
২ ঘণ্টা আগেগত সেপ্টেম্বর মাসে পাকিস্তানের ১৪৫ জন নাগরিককে দীর্ঘ মেয়াদে বসবাসের জন্য ভিসা দিয়েছে ভারত। সাধারণত এসব দীর্ঘমেয়াদি ভিসার মেয়াদ হয় পাঁচ বছর। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য হিন্দুকে এই তথ্য জানিয়েছেন
২ ঘণ্টা আগে