অনলাইন ডেস্ক
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলের দিকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। গত সপ্তাহে উত্তর কোরিয়া তাদের ‘সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছিল। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী উত্তরের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের (জেসিএস) বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে স্থানীয় সময় ১২টা ৩ মিনিটের দিকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। জাপানের কোস্টগার্ডও একই ধরনের কথা জানিয়ে বলেছে, উৎক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।
জেসিএস আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৭৮০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল এবং সেটির পাল্লা ছিল ৪৭০ কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটির গতিবেগ ছিল মাক ১১। অর্থাৎ শব্দের বেগের চেয়ে ১১ গুণ বেশি গতিতে উড়েছিল ক্ষেপণাস্ত্রটি।
উত্তর কোরিয়ার এই পরীক্ষা চলতি বছরে ১৪তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এই পরীক্ষাটি দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট রক্ষণশীল ঘরানার ইউন সুক-ইওল দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের কম সময়ের মধ্যে চালানো হলো। এর আগে, পিয়ংইয়ং গত মাসে প্রথম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের (আইসিবিএম) পরীক্ষা করেছে।
এদিকে, দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংকে অবিলম্বে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহ্বান জানিয়েছে। দেশটি জানিয়েছে, উত্তরের এমন পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন। এই পরীক্ষা কোরীয় উপদ্বীপ ও এর আশপাশের অঞ্চলের শান্তিকে ক্ষতিগ্রস্ত করার মতো একটি গুরুতর হুমকি বলে বিবেচনা করছে দেশটি।
এই পরীক্ষার প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেসিএস বলেছে, ‘আমাদের সামরিক বাহিনী অতিরিক্ত উৎক্ষেপণের সম্ভাবনার বিরুদ্ধে প্রস্তুতির জন্য সংশ্লিষ্ট গতিবিধি ট্র্যাকিং এবং পর্যবেক্ষণ করছে এবং এটি একটি সম্পূর্ণ প্রস্তুতি বজায় রাখছে।’
এর আগে, গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তাঁর দেশের পারমাণবিক অস্ত্রের উন্নয়ন ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলের দিকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। গত সপ্তাহে উত্তর কোরিয়া তাদের ‘সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছিল। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী উত্তরের ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের (জেসিএস) বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে স্থানীয় সময় ১২টা ৩ মিনিটের দিকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। জাপানের কোস্টগার্ডও একই ধরনের কথা জানিয়ে বলেছে, উৎক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।
জেসিএস আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৭৮০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল এবং সেটির পাল্লা ছিল ৪৭০ কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটির গতিবেগ ছিল মাক ১১। অর্থাৎ শব্দের বেগের চেয়ে ১১ গুণ বেশি গতিতে উড়েছিল ক্ষেপণাস্ত্রটি।
উত্তর কোরিয়ার এই পরীক্ষা চলতি বছরে ১৪তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এই পরীক্ষাটি দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট রক্ষণশীল ঘরানার ইউন সুক-ইওল দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের কম সময়ের মধ্যে চালানো হলো। এর আগে, পিয়ংইয়ং গত মাসে প্রথম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের (আইসিবিএম) পরীক্ষা করেছে।
এদিকে, দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংকে অবিলম্বে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহ্বান জানিয়েছে। দেশটি জানিয়েছে, উত্তরের এমন পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর স্পষ্ট লঙ্ঘন। এই পরীক্ষা কোরীয় উপদ্বীপ ও এর আশপাশের অঞ্চলের শান্তিকে ক্ষতিগ্রস্ত করার মতো একটি গুরুতর হুমকি বলে বিবেচনা করছে দেশটি।
এই পরীক্ষার প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেসিএস বলেছে, ‘আমাদের সামরিক বাহিনী অতিরিক্ত উৎক্ষেপণের সম্ভাবনার বিরুদ্ধে প্রস্তুতির জন্য সংশ্লিষ্ট গতিবিধি ট্র্যাকিং এবং পর্যবেক্ষণ করছে এবং এটি একটি সম্পূর্ণ প্রস্তুতি বজায় রাখছে।’
এর আগে, গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তাঁর দেশের পারমাণবিক অস্ত্রের উন্নয়ন ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
পূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
৮ মিনিট আগেসংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা জভি কোগানকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে অভিযুক্তদের কোনো পরিচয় বা হত্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
১২ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য এক নির্বাহী আদেশ নিয়ে দেশটির ট্রান্সজেন্ডার তথা এলজিবিটিকিউআইএ+ সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন একটি আদেশ জারির পরিকল্পনা করছেন, যার ফলে মার্কিন সেনাবাহিনী থেক
১৪ মিনিট আগেউত্তর প্রদেশের সাম্ভালে একটি মসজিদের সমীক্ষা নিয়ে সহিংসতায় চারজন নিহত হওয়ার পর ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। বন্ধ করা হয়েছে স্কুলের পাঠদান কার্যক্রম। গতকাল রোববার সকালে মুঘল যুগের শাহী জামা মসজিদে আদালতের নির্দেশে সমীক্ষা চালানো হলে স্থানীয় বাসিন্দা ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মসজিদটি...
২৩ মিনিট আগে