অনলাইন ডেস্ক
আফগানিস্তানে নারীদের জন্য বিশেষায়িত একমাত্র রেডিও স্টেশনটি বন্ধ করে দিয়েছে তালেবান। মঙ্গলবার কাবুলভিত্তিক রেডিও বেগম-এর কার্যালয়ে অভিযান চালিয়ে তালেবান কর্মকর্তারা স্টেশনটির কার্যক্রম স্থগিত করেন।
২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে তালেবান সরকার নারীদের জনজীবন ও সমাজ থেকে নির্বাসিত করে চলেছে। রেডিও স্টেশনটি বন্ধ করে দেওয়া সেই প্রক্রিয়ারই সর্বশেষ সংযোজন।
বুধবার সিএনএন জানিয়েছে—রেডিও বেগম নারীদের জন্য শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করত। তালেবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই স্টেশনের কর্মীদের আটকে রেখে কার্যালয়ে তল্লাশি চালান। অভিযানের সময় তাঁরা স্টেশনের কম্পিউটার, হার্ডড্রাইভ, ফাইল এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। এ ছাড়াও প্রতিষ্ঠানটির দুই পুরুষ কর্মীকে আটক করা হয়। যদিও এই দুজন কোনো উচ্চপদে ছিলেন না।
অভিযানের পর তালেবান প্রশাসনও রেডিও স্টেশন বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা অভিযোগ করেছে, স্টেশনটি সম্প্রচার নীতিমালা লঙ্ঘনের পাশাপাশি অবৈধভাবে বিদেশি টিভি চ্যানেলগুলোকে রসদ সরবরাহ করেছে। তবে বিদেশি কোন টিভি চ্যানেলের সঙ্গে স্টেশনটি কাজ করছিল, সেই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
তালেবানের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (আরএসএফ)। তারা অবিলম্বে স্টেশনটির কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছে।
রেডিও বেগম প্রতিদিন ছয় ঘণ্টা ধরে পাঠদানসহ স্বাস্থ্য, মনস্তত্ত্ব এবং আধ্যাত্মিকতা বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করত। স্টেশনটি জানায়, এটি আফগান নারীদের জন্য শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে আসছিল এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিল না।
রেডিও বেগমের সহপ্রতিষ্ঠানগুলোও অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করত, যা ফ্রান্সের প্যারিসে অবস্থিত স্টুডিও থেকে সম্প্রচারিত হতো। টেলিভিশনের মাধ্যমে পাঠদান কার্যক্রমটি আফগানিস্তানের নারীদের জন্য শিক্ষার একটি সুযোগ এনে দিয়েছিল। দেশটিতে ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ করেছে তালেবান সরকার।
২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের গণমাধ্যমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে তালেবান। প্রথমদিকে তারা তুলনামূলকভাবে উদার নীতির প্রতিশ্রুতি দিলেও ধীরে ধীরে নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। তারা নারীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, এনজিওতে কাজ করা এমনকি জাতিসংঘের মতো সংস্থাগুলোতেও কাজ করা নিষিদ্ধ করেছে। এ ছাড়া পুরুষ অভিভাবক ছাড়া নারীদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের জন্য পার্ক ও জিমের দরজাও বন্ধ করে দেওয়া হয়েছে।
২০২৩ সালে তালেবান সরকার কমপক্ষে ১২টি সরকারি ও বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। রিপোর্টার্স উইদাউট বর্ডারসের সর্বশেষ সংবাদ স্বাধীনতা সূচকে আফগানিস্তান ১৮০টি দেশের মধ্যে ১৭৮ তম স্থানে রয়েছে।
তালেবান সরকারের কঠোর বিধিনিষেধের ফলে নারীদের জন্য গণমাধ্যম কার্যক্রম পরিচালনা আরও কঠিন হয়ে পড়েছে। এমনকি নারীদের কণ্ঠস্বর জনসমক্ষে প্রচার করাও নিষিদ্ধ করা হয়েছে। গান গাওয়া, আবৃত্তি করা বা পাঠ্যপুস্তক উচ্চ স্বরে পড়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে রেডিও বেগমের মতো নারীদের জন্য কাজ করা মিডিয়া হাউসগুলোর কার্যক্রম চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
আফগানিস্তানে নারীদের জন্য বিশেষায়িত একমাত্র রেডিও স্টেশনটি বন্ধ করে দিয়েছে তালেবান। মঙ্গলবার কাবুলভিত্তিক রেডিও বেগম-এর কার্যালয়ে অভিযান চালিয়ে তালেবান কর্মকর্তারা স্টেশনটির কার্যক্রম স্থগিত করেন।
২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে তালেবান সরকার নারীদের জনজীবন ও সমাজ থেকে নির্বাসিত করে চলেছে। রেডিও স্টেশনটি বন্ধ করে দেওয়া সেই প্রক্রিয়ারই সর্বশেষ সংযোজন।
বুধবার সিএনএন জানিয়েছে—রেডিও বেগম নারীদের জন্য শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করত। তালেবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই স্টেশনের কর্মীদের আটকে রেখে কার্যালয়ে তল্লাশি চালান। অভিযানের সময় তাঁরা স্টেশনের কম্পিউটার, হার্ডড্রাইভ, ফাইল এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। এ ছাড়াও প্রতিষ্ঠানটির দুই পুরুষ কর্মীকে আটক করা হয়। যদিও এই দুজন কোনো উচ্চপদে ছিলেন না।
অভিযানের পর তালেবান প্রশাসনও রেডিও স্টেশন বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা অভিযোগ করেছে, স্টেশনটি সম্প্রচার নীতিমালা লঙ্ঘনের পাশাপাশি অবৈধভাবে বিদেশি টিভি চ্যানেলগুলোকে রসদ সরবরাহ করেছে। তবে বিদেশি কোন টিভি চ্যানেলের সঙ্গে স্টেশনটি কাজ করছিল, সেই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
তালেবানের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (আরএসএফ)। তারা অবিলম্বে স্টেশনটির কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছে।
রেডিও বেগম প্রতিদিন ছয় ঘণ্টা ধরে পাঠদানসহ স্বাস্থ্য, মনস্তত্ত্ব এবং আধ্যাত্মিকতা বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করত। স্টেশনটি জানায়, এটি আফগান নারীদের জন্য শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে আসছিল এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিল না।
রেডিও বেগমের সহপ্রতিষ্ঠানগুলোও অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করত, যা ফ্রান্সের প্যারিসে অবস্থিত স্টুডিও থেকে সম্প্রচারিত হতো। টেলিভিশনের মাধ্যমে পাঠদান কার্যক্রমটি আফগানিস্তানের নারীদের জন্য শিক্ষার একটি সুযোগ এনে দিয়েছিল। দেশটিতে ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ করেছে তালেবান সরকার।
২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের গণমাধ্যমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে তালেবান। প্রথমদিকে তারা তুলনামূলকভাবে উদার নীতির প্রতিশ্রুতি দিলেও ধীরে ধীরে নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। তারা নারীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, এনজিওতে কাজ করা এমনকি জাতিসংঘের মতো সংস্থাগুলোতেও কাজ করা নিষিদ্ধ করেছে। এ ছাড়া পুরুষ অভিভাবক ছাড়া নারীদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের জন্য পার্ক ও জিমের দরজাও বন্ধ করে দেওয়া হয়েছে।
২০২৩ সালে তালেবান সরকার কমপক্ষে ১২টি সরকারি ও বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। রিপোর্টার্স উইদাউট বর্ডারসের সর্বশেষ সংবাদ স্বাধীনতা সূচকে আফগানিস্তান ১৮০টি দেশের মধ্যে ১৭৮ তম স্থানে রয়েছে।
তালেবান সরকারের কঠোর বিধিনিষেধের ফলে নারীদের জন্য গণমাধ্যম কার্যক্রম পরিচালনা আরও কঠিন হয়ে পড়েছে। এমনকি নারীদের কণ্ঠস্বর জনসমক্ষে প্রচার করাও নিষিদ্ধ করা হয়েছে। গান গাওয়া, আবৃত্তি করা বা পাঠ্যপুস্তক উচ্চ স্বরে পড়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে রেডিও বেগমের মতো নারীদের জন্য কাজ করা মিডিয়া হাউসগুলোর কার্যক্রম চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজার আরও অঞ্চল দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, হামাস যদি বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে গড়িমসি করে তবে গাজা দখল করে নেওয়া হবে। লেবাননের...
৩৩ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আমদানি করা গাড়ির ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। কেবল গাড়ি নয়, গাড়ির খুচরা যন্ত্রপাতির ওপরও এই একই পরিমাণ শুল্ক আরোপ করা হলো। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, এর মধ্যে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাণিজ্য যুদ্ধের আশঙ্কাকেই বাড়িয়ে তুললেন।
১ ঘণ্টা আগেবিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের স্বার্থ ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় সামরিক হুমকি চীন। বিশেষ করে তাইওয়ানের ওপর বেইজিংয়ের ‘জবরদস্তিমূলক চাপ’ এবং ‘মার্কিন লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে বিস্তৃত সাইবার অভিযানের’ মতো বিষয়গুলো উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড আমেরিকার জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান হু
৯ ঘণ্টা আগেইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের সময়সূচি ও বিস্তারিত তথ্য ব্যক্তিগত বার্তায় পাঠিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আজ বুধবার মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মার্চ হুতিদের বিরুদ্ধে চালানো মার্কিন বিমান হামলা শুরুর সময়...
১১ ঘণ্টা আগে