অনলাইন ডেস্ক
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রধান ইলন মাস্কের অর্জনে গর্বিত নন তাঁর বাবা। ইলন মাস্কের বাবা এরল মাস্ক জানিয়েছেন, দীর্ঘ সময় ধরেই তাঁর পরিবার অনেক কিছুই অর্জন করেছে। ফলে এককভাবে মাস্কের অর্জন নিয়ে গর্বিত হওয়ার কিছু নেই।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার অস্ট্রেলিয়ার একটি এমএফ রেডিও স্টেশন কেআইআইএস–এর ‘কেইল অ্যান্ড জ্যাকি ও’স শো’–নামক একটি প্রোগ্রামে অংশ নিয়ে এই তথ্য জানিয়েছেন ৭৬ বছর বয়স্ক এরল মাস্ক। তিনি এ সময় তাঁর ছোট ছেলে কিম্বাল মাস্ককে নিয়েও কথা বলেন। এ ছাড়া তিনি ইলন মাস্কের কৃতিত্বকে খাটো করে উপস্থাপন করেন।
উপস্থাপক জ্যাকি এরল মাস্ককে প্রশ্ন করেন, ‘আপনার সন্তান একজন প্রতিভাবান। তিনি প্রচুর অর্থের মালিক এবং অনেক কিছু নতুন করে সৃষ্টি করেছেন—এটি তো আপনি অস্বীকার করতে পারেন না। আপনি কি তাঁকে নিয়ে গর্বিত?’ জবাবে এরল মাস্ক বলেন, ‘না। তবে আপনার হয়তো জানা নেই, আমরা এমন একটি পরিবার যারা দীর্ঘদিন ধরে অনেক কিছুই অর্জন করেছি। আমরা হঠাৎ করে কিছু করতে শুরু করেছি এমনটা নয়।’
এরল মাস্ক আরও বলেন, ‘আমার প্রথম স্ত্রী মায়ে মাস্কের গর্ভের সন্তান ইলন, টোসকা ও কিম্বাল ছোটবেলা থেকেই তাঁর সঙ্গে বিশ্বের স্থানে ঘুরে বেড়িয়েছেন। তাঁরা চীন এবং আমাজনের মতো জায়গায় গিয়েছে। তাঁরা অনেক কিছুই দেখেছে, একসঙ্গে অনেক কিছুই করেছে। তবে ইলন খুব অল্প সময়ের মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে।’
এরল আরও বলেন, যদিও ইলনের বয়স ৫০ কিন্তু আমার মনে হয় এখনো আমার কাছে শিশু। কিন্তু সে প্রকৃতপক্ষে ৫০ বছরেরই বৃদ্ধ।
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রধান ইলন মাস্কের অর্জনে গর্বিত নন তাঁর বাবা। ইলন মাস্কের বাবা এরল মাস্ক জানিয়েছেন, দীর্ঘ সময় ধরেই তাঁর পরিবার অনেক কিছুই অর্জন করেছে। ফলে এককভাবে মাস্কের অর্জন নিয়ে গর্বিত হওয়ার কিছু নেই।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার অস্ট্রেলিয়ার একটি এমএফ রেডিও স্টেশন কেআইআইএস–এর ‘কেইল অ্যান্ড জ্যাকি ও’স শো’–নামক একটি প্রোগ্রামে অংশ নিয়ে এই তথ্য জানিয়েছেন ৭৬ বছর বয়স্ক এরল মাস্ক। তিনি এ সময় তাঁর ছোট ছেলে কিম্বাল মাস্ককে নিয়েও কথা বলেন। এ ছাড়া তিনি ইলন মাস্কের কৃতিত্বকে খাটো করে উপস্থাপন করেন।
উপস্থাপক জ্যাকি এরল মাস্ককে প্রশ্ন করেন, ‘আপনার সন্তান একজন প্রতিভাবান। তিনি প্রচুর অর্থের মালিক এবং অনেক কিছু নতুন করে সৃষ্টি করেছেন—এটি তো আপনি অস্বীকার করতে পারেন না। আপনি কি তাঁকে নিয়ে গর্বিত?’ জবাবে এরল মাস্ক বলেন, ‘না। তবে আপনার হয়তো জানা নেই, আমরা এমন একটি পরিবার যারা দীর্ঘদিন ধরে অনেক কিছুই অর্জন করেছি। আমরা হঠাৎ করে কিছু করতে শুরু করেছি এমনটা নয়।’
এরল মাস্ক আরও বলেন, ‘আমার প্রথম স্ত্রী মায়ে মাস্কের গর্ভের সন্তান ইলন, টোসকা ও কিম্বাল ছোটবেলা থেকেই তাঁর সঙ্গে বিশ্বের স্থানে ঘুরে বেড়িয়েছেন। তাঁরা চীন এবং আমাজনের মতো জায়গায় গিয়েছে। তাঁরা অনেক কিছুই দেখেছে, একসঙ্গে অনেক কিছুই করেছে। তবে ইলন খুব অল্প সময়ের মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে।’
এরল আরও বলেন, যদিও ইলনের বয়স ৫০ কিন্তু আমার মনে হয় এখনো আমার কাছে শিশু। কিন্তু সে প্রকৃতপক্ষে ৫০ বছরেরই বৃদ্ধ।
ইসলাম থেকে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর প্রাণনাশের আশঙ্কায় ইরান থেকে পালিয়েছিলেন ২৭ বছর বয়সী নারী আর্টেমিস ঘাসেমজাদেহ। পরে তিনি দেশ থেকে পালিয়ে আশ্রয়ের আশায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পৌঁছান। কিন্তু আশ্রয় পাওয়ার পরিবর্তে আর্টেমিসকে হাতকড়া পরিয়ে পানামায় পাঠিয়ে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। সে
২২ মিনিট আগে২০২০ সালের শুরুর দিকে করোনা মহামারির সময় সীমান্ত বন্ধ করে উত্তর কোরিয়া নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছিল। ২০২৪ সালে দেশটি শুধুমাত্র রুশ পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করেছিল। আর গত মাসে পশ্চিমা পর্যটকেরাও দেশটির পূর্বাঞ্চলীয় শহর রাসোনে প্রবেশের অনুমতি পেয়েছিল।
২ ঘণ্টা আগেএকটি সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য ইউক্রেনে ইতিমধ্যেই সৈন্য মোতায়েনের ইচ্ছা প্রকাশ করেছে ফ্রান্স ও যুক্তরাজ্য। এবার বৃহত্তর শান্তিরক্ষী মিশনের অংশ হিসেবে প্রয়োজন হলে ইউক্রেনে সৈন্য মোতায়েন করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কও।
২ ঘণ্টা আগেইউরোপের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য পাঁচ ধাপে বাস্তবায়নযোগ্য একটি পরিকল্পনা ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন। কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়ন গত মঙ্গলবার ৮৬০ কোটি তথা ৮৬ হাজার কোটি ডলারের বেশি অর্থের এই প্যাকেজের পরিকল্পনার কথা ঘোষণা করেন।
৪ ঘণ্টা আগে