Ajker Patrika

ভারত ও মালদ্বীপ সফরে ডোনাল্ড লু, আলোচনা হবে যেসব বিষয়ে

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ২১: ১৮
ভারত ও মালদ্বীপ সফরে ডোনাল্ড লু, আলোচনা হবে যেসব বিষয়ে

দক্ষিণ এশিয়া সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। গতকাল শুক্রবার তাঁর সফর শুরু হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দক্ষিণ এশিয়া সফরে প্রথম গন্তব্য ভারত। ভারত সফর শেষে তিনি যাবেন দ্বীপ দেশ মালদ্বীপে। 

স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ২৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ভারত ও মালদ্বীপ সফর করবেন। এ দুই দেশের সঙ্গেই ডোনাল্ড লু মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় নিয়ে কথা বলবেন। 

স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ভারত সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু নয়াদিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্র ফোরামের বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ফর এনার্জি রিসোর্সেস জিওফ্রে আর পিয়াটও এই বৈঠকে অংশ নেবেন। 

বিবৃতি অনুসারে, ডোনাল্ড লু ও পিয়াটের নেতৃত্বে প্রতিনিধিদলটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে অংশীদারত্বের সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন। এ ছাড়া তাঁরা ভারতীয় সরকারি কর্মকর্তা, বেসরকারি খাতের নেতৃত্ব, শিক্ষাবিদ ও গণমাধ্যম নেতৃত্বের সঙ্গেও মতবিনিময় করবেন। 

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে অনুসারে, ভারত সফর শেষে ডোনাল্ড লু ও প্রতিনিধিদল মালদ্বীপ যাবেন। সেখানে তাঁরা যুক্তরাষ্ট্র-মালদ্বীপ সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে এবং মালেতে একটি স্থায়ী মার্কিন দূতাবাস স্থাপনের বিষয়টি এগিয়ে নেওয়ার জন্য মালদ্বীপের জ্যেষ্ঠ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া প্রতিনিধিদলটি মালদ্বীপের নাগরিক সমাজের সদস্য ও উচ্চশিক্ষাবিষয়ক কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ