অনলাইন ডেস্ক
থাইল্যান্ডে জাতীয় নির্বাচন হয়ে গেছে বেশ কয়েক মাস হলো। কিন্তু জোট গঠন করেও প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় প্রধানমন্ত্রী হতে পারছেন না সবচেয়ে বেশি আসন পাওয়া মুভ ফরোয়ার্ড পার্টির নেতা পিটা লিমজারোয়েনরাত। এ অবস্থায় তিনি জানিয়েছেন, দ্বিতীয় দফায় চেষ্টা করেও তিনি প্রধানমন্ত্রী না হতে পারলে জোটের অন্যতম সহযোগী ফেউ থাই পার্টির প্রার্থীকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য সমর্থন দেবেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার পিটা লিমজারোয়েনরাত জানিয়েছেন, তিনি যদি এককভাবে লড়াই করে প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পান তবে তিনি জোট গঠন করে সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন এবং ফেউ থাই পার্টির নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য সমর্থন জানাবেন।
গত ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে পিটার নেতৃত্বাধীন প্রগতিশীল মুভ ফরোয়ার্ড ব্যাপক সাফল্য দেখায়। তবে তিনি এককভাবে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা চালিয়ে গত বৃহস্পতিবার দেশটির ৭৪৯ আসন বিশিষ্ট পার্লামেন্টে প্রয়োজনীয়সংখ্যক সদস্যের সমর্থন পেতে ব্যর্থ হন।
তবে এখনই জোট গঠনের ইচ্ছা নেই তার। জোট গঠনের সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি আগামী বুধবার দ্বিতীয় দফায় একক প্রচেষ্টায় প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা চালাবেন। পিটা জানিয়েছেন, সেই দফায় সফল না হলে তিনি নির্বাচনে আসন পাওয়ার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দল ফেউ থাই পার্টির সঙ্গে জোট গঠনের প্রস্তাব দেবেন।
পিটা বলেছেন,‘যদি এটি স্পষ্ট হয়ে যায় যে মুভ ফরোয়ার্ড পার্টি এককভাবে বাস্তবসম্মত উপায়ে সরকার গঠন করতে সক্ষম নয়, তবে আমি...যে দলটি দ্বিতীয় হয়েছে, যেটি ফেউ থাই পার্টি তাদের সঙ্গে জোট বাঁধতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘মুভ ফরোয়ার্ড পার্টির সকল পার্লামেন্ট সদস্য ফেউ থাই পার্টির প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দিতে প্রস্তুত।’
উল্লেখ্য, ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে থাকসিন সিনাওয়াত্রার কন্যা পায়েটংটার্ন সিনাওয়াত্রার নেতৃত্বে ফেউ থাই পার্টি ১৪১টি আসন পায়। ফেউ থাইয়ের চেয়ে ১০টি বেশি আসন পেয়ে শীর্ষে রয়েছে পিটার মুভ ফরোয়ার্ড পার্টি। এরই মধ্যে ফেউ থাই এবং মুভ ফরোয়ার্ড অন্য আরও ৬টি দলের সঙ্গে মিলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে পেরেছেন। থাই পার্লামেন্টের নিম্নকক্ষের ৫০০ আসনের মধ্যে ৩১২টি আসন পেয়েছে।
পিটা লিমজারোয়েনরাত যদি প্রধানমন্ত্রী না হতে পারেন তবে ফেউ থাই পার্টি থেকে সম্ভাব্য দুই প্রার্থী হতে পারেন রিয়েল এস্টেট টাইকুন শ্রেট্ঠা থাভিসিন এবং পায়েটংটার্ন সিনাওয়াত্রা। পায়েটংটার্ন প্রধানমন্ত্রী হলে তাকে নিয়ে সিনাওয়াত্রা পরিবারের মোট তিনজন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হবেন। তার আগে তার বাবা থাকসিন সিনাওয়াত্রা এবং ফুফু ইংলাক সিনাওয়াত্রা থাই প্রধানমন্ত্রী ছিলেন।
থাইল্যান্ডে জাতীয় নির্বাচন হয়ে গেছে বেশ কয়েক মাস হলো। কিন্তু জোট গঠন করেও প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় প্রধানমন্ত্রী হতে পারছেন না সবচেয়ে বেশি আসন পাওয়া মুভ ফরোয়ার্ড পার্টির নেতা পিটা লিমজারোয়েনরাত। এ অবস্থায় তিনি জানিয়েছেন, দ্বিতীয় দফায় চেষ্টা করেও তিনি প্রধানমন্ত্রী না হতে পারলে জোটের অন্যতম সহযোগী ফেউ থাই পার্টির প্রার্থীকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য সমর্থন দেবেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার পিটা লিমজারোয়েনরাত জানিয়েছেন, তিনি যদি এককভাবে লড়াই করে প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পান তবে তিনি জোট গঠন করে সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন এবং ফেউ থাই পার্টির নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য সমর্থন জানাবেন।
গত ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে পিটার নেতৃত্বাধীন প্রগতিশীল মুভ ফরোয়ার্ড ব্যাপক সাফল্য দেখায়। তবে তিনি এককভাবে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা চালিয়ে গত বৃহস্পতিবার দেশটির ৭৪৯ আসন বিশিষ্ট পার্লামেন্টে প্রয়োজনীয়সংখ্যক সদস্যের সমর্থন পেতে ব্যর্থ হন।
তবে এখনই জোট গঠনের ইচ্ছা নেই তার। জোট গঠনের সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি আগামী বুধবার দ্বিতীয় দফায় একক প্রচেষ্টায় প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা চালাবেন। পিটা জানিয়েছেন, সেই দফায় সফল না হলে তিনি নির্বাচনে আসন পাওয়ার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দল ফেউ থাই পার্টির সঙ্গে জোট গঠনের প্রস্তাব দেবেন।
পিটা বলেছেন,‘যদি এটি স্পষ্ট হয়ে যায় যে মুভ ফরোয়ার্ড পার্টি এককভাবে বাস্তবসম্মত উপায়ে সরকার গঠন করতে সক্ষম নয়, তবে আমি...যে দলটি দ্বিতীয় হয়েছে, যেটি ফেউ থাই পার্টি তাদের সঙ্গে জোট বাঁধতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘মুভ ফরোয়ার্ড পার্টির সকল পার্লামেন্ট সদস্য ফেউ থাই পার্টির প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দিতে প্রস্তুত।’
উল্লেখ্য, ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে থাকসিন সিনাওয়াত্রার কন্যা পায়েটংটার্ন সিনাওয়াত্রার নেতৃত্বে ফেউ থাই পার্টি ১৪১টি আসন পায়। ফেউ থাইয়ের চেয়ে ১০টি বেশি আসন পেয়ে শীর্ষে রয়েছে পিটার মুভ ফরোয়ার্ড পার্টি। এরই মধ্যে ফেউ থাই এবং মুভ ফরোয়ার্ড অন্য আরও ৬টি দলের সঙ্গে মিলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে পেরেছেন। থাই পার্লামেন্টের নিম্নকক্ষের ৫০০ আসনের মধ্যে ৩১২টি আসন পেয়েছে।
পিটা লিমজারোয়েনরাত যদি প্রধানমন্ত্রী না হতে পারেন তবে ফেউ থাই পার্টি থেকে সম্ভাব্য দুই প্রার্থী হতে পারেন রিয়েল এস্টেট টাইকুন শ্রেট্ঠা থাভিসিন এবং পায়েটংটার্ন সিনাওয়াত্রা। পায়েটংটার্ন প্রধানমন্ত্রী হলে তাকে নিয়ে সিনাওয়াত্রা পরিবারের মোট তিনজন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হবেন। তার আগে তার বাবা থাকসিন সিনাওয়াত্রা এবং ফুফু ইংলাক সিনাওয়াত্রা থাই প্রধানমন্ত্রী ছিলেন।
লাতাকিয়ার জাবলে শহরের কাছে নিরাপত্তাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় সশস্ত্র একদল মানুষ। দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। শহরটি ক্ষমতাচ্যুত আসাদ সরকারের মদদপুষ্ট আলভি মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের ‘ডেরা’ হিসেবে পরিচিত। প্রশাসনের অভিযোগের তির তাদের দিকেই। বলা হচ্ছে, এ হামলার জন্য দায়ী আলভি গোষ্ঠীই।
২৩ মিনিট আগেভারতের শেয়ারবাজারে কয়েক মাসের টানা পতনে লাখো মধ্যবিত্ত বিনিয়োগকারী বিপাকে পড়েছেন। বিদেশি বিনিয়োগ প্রত্যাহার, অতিমূল্যায়িত শেয়ার ও দুর্বল মুনাফার কারণে বাজার থেকে প্রায় ৯০০ বিলিয়ন ডলার উধাও হয়েছে। নতুন বিনিয়োগকারীদের অনেকেই ফিনফ্লুয়েন্সারদের প্রভাবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করেছেন এবং বড় ক্ষতির সম্মুখীন...
১ ঘণ্টা আগেইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অবস্থান নিয়ে উত্তেজনা বাড়ছে। সর্বশেষ আজ বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে এক হয়েছেন ইউরোপের নেতারা। জেলেনস্কিকে তাঁরা বলেছেন—ইউরোপ রাশিয়ার চেয়ে শক্তিশালী। ইউক্রেনকে রক্ষা করতে তাঁরা প্রস্তুত।
১০ ঘণ্টা আগেএপ্রিলের শুরুতেই এই পদক্ষেপ কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিদায়ের আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অভিবাসীদের সুরক্ষায় এই অস্থায়ী আইনি মর্যাদা অনুমোদন করেন। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য বিরোধ শুরু হওয়ার আগে থেকেই...
১১ ঘণ্টা আগে