Ajker Patrika

সংখ্যাগরিষ্ঠতা না পেলে ফেউ থাইয়ের প্রার্থীকে সমর্থন দেবেন পিটা 

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৬: ৩৭
সংখ্যাগরিষ্ঠতা না পেলে ফেউ থাইয়ের প্রার্থীকে সমর্থন দেবেন পিটা 

থাইল্যান্ডে জাতীয় নির্বাচন হয়ে গেছে বেশ কয়েক মাস হলো। কিন্তু জোট গঠন করেও প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় প্রধানমন্ত্রী হতে পারছেন না সবচেয়ে বেশি আসন পাওয়া মুভ ফরোয়ার্ড পার্টির নেতা পিটা লিমজারোয়েনরাত। এ অবস্থায় তিনি জানিয়েছেন, দ্বিতীয় দফায় চেষ্টা করেও তিনি প্রধানমন্ত্রী না হতে পারলে জোটের অন্যতম সহযোগী ফেউ থাই পার্টির প্রার্থীকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য সমর্থন দেবেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার পিটা লিমজারোয়েনরাত জানিয়েছেন, তিনি যদি এককভাবে লড়াই করে প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পান তবে তিনি জোট গঠন করে সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন এবং ফেউ থাই পার্টির নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য সমর্থন জানাবেন।

গত ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে পিটার নেতৃত্বাধীন প্রগতিশীল মুভ ফরোয়ার্ড ব্যাপক সাফল্য দেখায়। তবে তিনি এককভাবে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা চালিয়ে গত বৃহস্পতিবার দেশটির ৭৪৯ আসন বিশিষ্ট পার্লামেন্টে প্রয়োজনীয়সংখ্যক সদস্যের সমর্থন পেতে ব্যর্থ হন। 
 
তবে এখনই জোট গঠনের ইচ্ছা নেই তার। জোট গঠনের সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি আগামী বুধবার দ্বিতীয় দফায় একক প্রচেষ্টায় প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা চালাবেন। পিটা জানিয়েছেন, সেই দফায় সফল না হলে তিনি নির্বাচনে আসন পাওয়ার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দল ফেউ থাই পার্টির সঙ্গে জোট গঠনের প্রস্তাব দেবেন।

পিটা বলেছেন,‘যদি এটি স্পষ্ট হয়ে যায় যে মুভ ফরোয়ার্ড পার্টি এককভাবে বাস্তবসম্মত উপায়ে সরকার গঠন করতে সক্ষম নয়, তবে আমি...যে দলটি দ্বিতীয় হয়েছে, যেটি ফেউ থাই পার্টি তাদের সঙ্গে জোট বাঁধতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘মুভ ফরোয়ার্ড পার্টির সকল পার্লামেন্ট সদস্য ফেউ থাই পার্টির প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দিতে প্রস্তুত।’

উল্লেখ্য, ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে থাকসিন সিনাওয়াত্রার কন্যা পায়েটংটার্ন সিনাওয়াত্রার নেতৃত্বে ফেউ থাই পার্টি ১৪১টি আসন পায়। ফেউ থাইয়ের চেয়ে ১০টি বেশি আসন পেয়ে শীর্ষে রয়েছে পিটার মুভ ফরোয়ার্ড পার্টি। এরই মধ্যে ফেউ থাই এবং মুভ ফরোয়ার্ড অন্য আরও ৬টি দলের সঙ্গে মিলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে পেরেছেন। থাই পার্লামেন্টের নিম্নকক্ষের ৫০০ আসনের মধ্যে ৩১২টি আসন পেয়েছে।

পিটা লিমজারোয়েনরাত যদি প্রধানমন্ত্রী না হতে পারেন তবে ফেউ থাই পার্টি থেকে সম্ভাব্য দুই প্রার্থী হতে পারেন রিয়েল এস্টেট টাইকুন শ্রেট্ঠা থাভিসিন এবং পায়েটংটার্ন সিনাওয়াত্রা। পায়েটংটার্ন প্রধানমন্ত্রী হলে তাকে নিয়ে সিনাওয়াত্রা পরিবারের মোট তিনজন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হবেন। তার আগে তার বাবা থাকসিন সিনাওয়াত্রা এবং ফুফু ইংলাক সিনাওয়াত্রা থাই প্রধানমন্ত্রী ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত