অনলাইন ডেস্ক
বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্ব জুড়েই বাড়ছে শঙ্কা। করোনার নতুন ধরন ওমিক্রনে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে একজনের মৃত্যু হয়েছে। এটিই অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম মৃত্যুর ঘটনা। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিডনির হাসপাতালে ওমিক্রনে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বয়স ৮০। এজ কেয়ার ফেসিলিটিতে ছিলেন ওই বৃদ্ধ। সেখানেই ওমিক্রন হয় তাঁর। তবে কর্তৃপক্ষ এ মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। ওমিক্রনে অস্ট্রেলিয়ায় শনাক্ত বাড়তে শুরু করলেও হাসপাতালে রোগী ভর্তির হার কম হওয়ায় এখনই কোনো বিধিনিষেধ আরোপের পথে হাঁটছে না কর্তৃপক্ষ।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, লকডাউনের পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছিল অস্ট্রেলিয়া। কিন্তু এই মৃত্যুটি অস্ট্রেলিয়াকে নতুন করে ভাবিয়ে তুলল।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এটি করোনার আগের ধরনের তুলনায় বেশি সংক্রামক হলেও কম মারাত্মক। এরই মধ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। কিন্তু অস্ট্রেলিয়া সরকার এখনো বিদেশ থেকে কোয়ারেন্টিন ছাড়াই ফিরে আসার অনুমতি দিয়ে রেখেছে। যা মহামারিটির সর্বোচ্চ সংখ্যায় নিয়ে গেছে।
নিউ সাউথ ওয়েলসের মহামারি বিশেষজ্ঞ ক্রিস্টিন সেলভি বলেছেন, এটিই অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম মৃত্যুর ঘটনা।
উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার ৮৩ জনের। করোনায় মোট মৃত্যু হয়েছে ২ হাজার ১৯৬ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৮৫৬ জন।
বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্ব জুড়েই বাড়ছে শঙ্কা। করোনার নতুন ধরন ওমিক্রনে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে একজনের মৃত্যু হয়েছে। এটিই অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম মৃত্যুর ঘটনা। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিডনির হাসপাতালে ওমিক্রনে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বয়স ৮০। এজ কেয়ার ফেসিলিটিতে ছিলেন ওই বৃদ্ধ। সেখানেই ওমিক্রন হয় তাঁর। তবে কর্তৃপক্ষ এ মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। ওমিক্রনে অস্ট্রেলিয়ায় শনাক্ত বাড়তে শুরু করলেও হাসপাতালে রোগী ভর্তির হার কম হওয়ায় এখনই কোনো বিধিনিষেধ আরোপের পথে হাঁটছে না কর্তৃপক্ষ।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, লকডাউনের পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছিল অস্ট্রেলিয়া। কিন্তু এই মৃত্যুটি অস্ট্রেলিয়াকে নতুন করে ভাবিয়ে তুলল।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এটি করোনার আগের ধরনের তুলনায় বেশি সংক্রামক হলেও কম মারাত্মক। এরই মধ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। কিন্তু অস্ট্রেলিয়া সরকার এখনো বিদেশ থেকে কোয়ারেন্টিন ছাড়াই ফিরে আসার অনুমতি দিয়ে রেখেছে। যা মহামারিটির সর্বোচ্চ সংখ্যায় নিয়ে গেছে।
নিউ সাউথ ওয়েলসের মহামারি বিশেষজ্ঞ ক্রিস্টিন সেলভি বলেছেন, এটিই অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম মৃত্যুর ঘটনা।
উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার ৮৩ জনের। করোনায় মোট মৃত্যু হয়েছে ২ হাজার ১৯৬ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৮৫৬ জন।
ইসলাম থেকে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর প্রাণনাশের আশঙ্কায় ইরান থেকে পালিয়েছিলেন ২৭ বছর বয়সী নারী আর্টেমিস ঘাসেমজাদেহ। পরে তিনি দেশ থেকে পালিয়ে আশ্রয়ের আশায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পৌঁছান। কিন্তু আশ্রয় পাওয়ার পরিবর্তে আর্টেমিসকে হাতকড়া পরিয়ে পানামায় পাঠিয়ে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। সে
৩৮ মিনিট আগে২০২০ সালের শুরুর দিকে করোনা মহামারির সময় সীমান্ত বন্ধ করে উত্তর কোরিয়া নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছিল। ২০২৪ সালে দেশটি শুধুমাত্র রুশ পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করেছিল। আর গত মাসে পশ্চিমা পর্যটকেরাও দেশটির পূর্বাঞ্চলীয় শহর রাসোনে প্রবেশের অনুমতি পেয়েছিল।
২ ঘণ্টা আগেএকটি সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য ইউক্রেনে ইতিমধ্যেই সৈন্য মোতায়েনের ইচ্ছা প্রকাশ করেছে ফ্রান্স ও যুক্তরাজ্য। এবার বৃহত্তর শান্তিরক্ষী মিশনের অংশ হিসেবে প্রয়োজন হলে ইউক্রেনে সৈন্য মোতায়েন করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কও।
২ ঘণ্টা আগেইউরোপের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য পাঁচ ধাপে বাস্তবায়নযোগ্য একটি পরিকল্পনা ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন। কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়ন গত মঙ্গলবার ৮৬০ কোটি তথা ৮৬ হাজার কোটি ডলারের বেশি অর্থের এই প্যাকেজের পরিকল্পনার কথা ঘোষণা করেন।
৪ ঘণ্টা আগে