Ajker Patrika

‘তালেবান নিষ্ঠুর’

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১২: ১৫
‘তালেবান নিষ্ঠুর’

আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী তালেবানকে নিষ্ঠুর গোষ্ঠী আখ্যায়িত করেছেন মার্কিন জেনারেল মার্ক মিলি। তিনি বলেছেন, তালেবান যে আদৌ পরিবর্তন নিয়ে আসবে তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার আফগানযুদ্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এমনটি বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে গত মঙ্গলবার আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার কার্যক্রম শেষ হয়েছে। খুব শিগগিরই আফগানিস্তানে তালেবান নতুন সরকার ঘোষণা করতে যাচ্ছে।

জেনারেল মিলি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে আফগানিস্তান থেকে শেষ সেনা প্রত্যাহারে পর বুধবারই প্রথম জনসম্মুখে বক্তব্য রাখেন। আফগানিস্তান থেকে লোকজন সরানো নিয়ে বিশ্বব্যাপী সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে আফগানিস্তান থেকে সফলভাবে লোকজন সরানোর কাজে যে সব সেনারা নিয়োজিত ছিল তাদের প্রশংসা করেছেন মার্কিন জেনারেল মিলি ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

মার্কিন জেনারেল মার্ক মিলিপ্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তালেবানের সঙ্গে কাজ করা নিয়ে বলেন, আমরা তালেবানের সঙ্গে খুব সংকীর্ণ ইস্যুতে কাজ করছিলাম এবং সেটা ছিল যতটা সম্ভব মানুষকে বের করে আনার জন্য।

আইএস খোরাসানের বিরুদ্ধে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রে একসঙ্গে কাজ করার করতে পারেও বলে জানান জেনারেল মিলি।

আইএস খোরাসান কাবুলে হামলা চালিয়ে ১৭০ জনের মতো মানুষকে হত্যা করেছে। যেখানে যুক্তরাষ্ট্রের ১৩ সেনা সদস্যও নিহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত