Ajker Patrika

ভারত থেকে ভুয়া ডিগ্রি নিয়ে চীনের হাতে ধরা নেপালি এমপি 

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১৪: ১৫
ভারত থেকে ভুয়া ডিগ্রি নিয়ে চীনের হাতে ধরা নেপালি এমপি 

নেপালের কংগ্রেসের এমপি সুনীল কুমার শর্মার বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। পরে তাঁকে গ্রেপ্তারও করা হয়েছে। সুনীলের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারতের বিহার রাজ্য থেকে একটি জাল সনদ কিনেছিলেন এবং সেটি ব্যবহার করে চীনে উচ্চশিক্ষা অর্জন করতে চেয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গতকাল বৃহস্পতিবার নেপাল পুলিশের সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরোর (সিআইবি) একটি দল সুনীল শর্মাকে গ্রেপ্তার করে। সুনীল নেপালের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য। তিনি দেশটির বর্তমান ক্ষমতাসীন নেপালি কংগ্রেস দলের একজন সদস্য। 

মোরাঙ-৩ আসন থেকে নির্বাচিত সুনীল শর্মা নেপালি কংগ্রেস দলের নেতা শেখর কৈরালার ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁর সনদ জালিয়াতির ঘটনায় ক্ষমতাসীন জোটে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। 

সুনীল কুমার শর্মা এমন এক সময়ে গ্রেপ্তার হলেন, যার মাত্র কয়েক দিন আগেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণ কাজী শ্রেষ্ঠা ও অর্থমন্ত্রী প্রকাশ শরণ মাহাতোর পদত্যাগ দাবি করেছে বিরোধীরা। এই দুজনের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা অন্তত ১০০ কেজি সোনা পাচার করেছেন এবং সেগুলো আবার গত মাসে এক অভিযানের সময় জব্দ হয়েছে। উল্লেখ্য, সুনীল শর্মা নিজেই বেশ কয়েকটি মেডিকেল কলেজ ও প্রাইভেট কলেজের মালিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত