Ajker Patrika

সীমান্তে কিরগিজস্তান-তাজিকিস্তান সংঘর্ষ, নিহত ২৪ 

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১২: ৪৬
সীমান্তে কিরগিজস্তান-তাজিকিস্তান সংঘর্ষ, নিহত ২৪ 

কিরগিজস্তান ও তাজিকিস্তানের মধ্যে সীমান্তে তীব্র সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৮০ জনেরও বেশি মানুষ। ওই এলাকা থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

কিরগিজস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার ভোরে বলেছে, তাজিকিস্তানের সীমান্তবর্তী বাটকেন অঞ্চলের হাসপাতালে ২৪টি মৃতদেহ পৌঁছে দেওয়া হয়েছে। এই সংঘর্ষে আহত হয়েছে ৮৭ জন।

প্রতিবেশী দুই দেশের সীমান্তে এ সপ্তাহের শুরুতে সংঘর্ষ হয়। শুক্রবারের মধ্যে সংঘর্ষটি ট্যাংক, কামান ও রকেট লঞ্চারসহ বড় ধরনের লড়াইয়ে পরিণত হয়। তাজিক বাহিনী রকেট দিয়ে আঞ্চলিক রাজধানী বাটকেনে হামলা চালিয়েছে।

কিরগিজস্তানের জরুরি মন্ত্রণালয় বলেছে, সংঘাতপূর্ণ এলাকা থেকে ১ লাখ ৩৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে রয়টার্স জানিয়েছে, মধ্য এশিয়ার এ দুটি দেশের সীমান্তে কী কারণে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শুক্রবার একটি যুদ্ধবিরতির চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। পরদিন আবার কামানের গোলাবর্ষণ শুরু হয়। কিছু এলাকায় তীব্র যুদ্ধ চলছে।

শুক্রবার এক বিবৃতিতে কিরগিজ সীমান্ত সার্ভিস বলেছে, তাদের বাহিনী তাজিক হামলা প্রতিহত করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।

এদিকে তাজিকিস্তান সীমান্ত রক্ষী বাহিনীর উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি সংবাদমাধ্যম বলেছে, কিরগিজ বাহিনী তাদের অবস্থান শক্তিশালী করছে এবং তিনটি সীমান্ত গ্রামে গুলি চালিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ