গত ৫ অক্টোবর সন্ধ্যায় দ্বীপরাষ্ট্র সামোয়ার উপোলু আইল্যান্ডের দক্ষিণ উপকূল থেকে মাত্র এক নটিক্যাল মাইল গিয়েছিল নিউজিল্যান্ডের নৌবাহিনীর ওই জাহাজটি। তীব্র বাতাস আর উত্তাল সাগরের মধ্যে মূলত একটি জরিপ কাজ পরিচালনা করছিল এটি। এ সময়ই ঘটে বিপত্তি! ৬ অক্টোবর ভোরে জাহাজটিতে আগুন ধরে গেলে ক্যাপটেন ইভন গ্রে সবাইকে এটি ত্যাগ করার নির্দেশ দেন। সাতজন বিজ্ঞানী এবং চারজন বিদেশি সেনা কর্মকর্তা সহ মোট ৭৫ জন সেদিন চারটি জীবন রক্ষাকারী ভেলা এবং দুটি স্পিডবোট নিয়ে জাহাজটি ত্যাগ করেন। পরে প্রতিকূল আবহাওয়ার মাঝে দীর্ঘ পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় তাঁদের উদ্ধার করে তীরে নিয়ে আসতে সক্ষম হয় নিউজিল্যান্ডের নৌবাহিনী।
সেদিন ক্রুরা ত্যাগ করে যাওয়ার এক ঘণ্টা পরই নিউজিল্যান্ডের নৌবাহিনীর এইচএমএনজেডএস-মানাওয়ানুই জাহাজটি পানিতে তলিয়ে যায়। এই জাহাজের বিষয়ে সামোয়ার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী তুয়ালা তেভাগা ইওসেফো পনিফাসিও এক বিবৃতিতে বলেছেন, ‘এইচএমএনজেডএস-মানাওয়ানুই উদ্ধার করা আর সম্ভব নয়। এটি সাগরে ডুবে গেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম অনিচ্ছাকৃতভাবে নিউজিল্যান্ডের কোনো জাহাজ ডুবে যাওয়ার ঘটনা এটি। ডুবে যাওয়ার সময় জাহাজটিতে ৯৫০ টন ডিজেল ছিল। এই তেল সমুদ্রে ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ এখন এই জাহাজ ডুবির কারণ অনুসন্ধান করছে।
এদিকে জাহাজটির ক্যাপ্টেন ইভন গ্রে একজন নারী হওয়ায় ঘটনার পর থেকেই তাঁকে নিয়ে নানা ধরনের ট্রল শুরু হয়েছে। অনলাইনে কমান্ডার গ্রেকে ব্যঙ্গ বিদ্রূপ এবং আক্রমণ করা হচ্ছে। অনেকেই যুক্তি দিচ্ছেন, একজন নারী এমন কঠিন কাজের জন্য উপযুক্ত নন। তবে নারী ক্যাপটেন নিয়ে ট্রলকারীদের তীব্র ভাষায় কটাক্ষ করেছে নিউজিল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী জুডিথ কলিন্স নারী হিসেবে একজন ক্যাপটেনকে খাটো করে দেখার বিষয়টিকে ‘খুব অশোভন’ বলে চিহ্নিত করেছেন। তিনি নিজেও নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম নারী প্রতিরক্ষা মন্ত্রী।
জুডিথ কলিন্স বলেছেন, ‘কীভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে তা বের করার জন্য তদন্ত দল গঠন করা হয়েছে।’
শুধু নারী বলে ক্যাপটেনের সমালোচকদের ‘আর্মচেয়ার অ্যাডমিরাল’ আখ্যা দিয়ে জুডিথ বলেন, ‘তারা জাহাজের ক্যাপ্টেন কমান্ডার ইভন গ্রেকে ঘটনার জন্য দায়ী করার ষড়যন্ত্র করেছে। কারণ তিনি একজন নারী।’
তিনি আরও বলেন, ‘একটি জিনিস, যা আমরা ইতিমধ্যেই জানি যে, ক্যাপটেনের লিঙ্গের কারণে জাহাজটি ডুবে যায়নি।’
মন্ত্রী জানান, তিনি ক্যাপটেন গ্রের বিরুদ্ধে অনলাইনে কিছু মন্তব্য দেখে আতঙ্কিত হয়েছিলেন। সমালোচকদের উদ্দেশ্যে জুডিথ বলেন, ‘নিউজিল্যান্ডের মানুষ এর চেয়ে ভালো। ভালো হয়ে যাও।’
জানা গেছে, কমান্ডার ইভন গ্রে ২০১৯ সাল থেকেই ডুবে যাওয়া জাহাজটির ক্যাপটেন ছিলেন। জাহাজটি ডুবে যাওয়ার মুখে প্রাণহানি রোধ করার জন্য তিনি প্রশংসিতও হয়েছেন। নিউজিল্যান্ডের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল গ্যারিন গোল্ডিং তাঁকে অত্যন্ত অভিজ্ঞ, দক্ষ কমান্ডার হিসেবে উল্লেখ করেছেন।
গত ৫ অক্টোবর সন্ধ্যায় দ্বীপরাষ্ট্র সামোয়ার উপোলু আইল্যান্ডের দক্ষিণ উপকূল থেকে মাত্র এক নটিক্যাল মাইল গিয়েছিল নিউজিল্যান্ডের নৌবাহিনীর ওই জাহাজটি। তীব্র বাতাস আর উত্তাল সাগরের মধ্যে মূলত একটি জরিপ কাজ পরিচালনা করছিল এটি। এ সময়ই ঘটে বিপত্তি! ৬ অক্টোবর ভোরে জাহাজটিতে আগুন ধরে গেলে ক্যাপটেন ইভন গ্রে সবাইকে এটি ত্যাগ করার নির্দেশ দেন। সাতজন বিজ্ঞানী এবং চারজন বিদেশি সেনা কর্মকর্তা সহ মোট ৭৫ জন সেদিন চারটি জীবন রক্ষাকারী ভেলা এবং দুটি স্পিডবোট নিয়ে জাহাজটি ত্যাগ করেন। পরে প্রতিকূল আবহাওয়ার মাঝে দীর্ঘ পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় তাঁদের উদ্ধার করে তীরে নিয়ে আসতে সক্ষম হয় নিউজিল্যান্ডের নৌবাহিনী।
সেদিন ক্রুরা ত্যাগ করে যাওয়ার এক ঘণ্টা পরই নিউজিল্যান্ডের নৌবাহিনীর এইচএমএনজেডএস-মানাওয়ানুই জাহাজটি পানিতে তলিয়ে যায়। এই জাহাজের বিষয়ে সামোয়ার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী তুয়ালা তেভাগা ইওসেফো পনিফাসিও এক বিবৃতিতে বলেছেন, ‘এইচএমএনজেডএস-মানাওয়ানুই উদ্ধার করা আর সম্ভব নয়। এটি সাগরে ডুবে গেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম অনিচ্ছাকৃতভাবে নিউজিল্যান্ডের কোনো জাহাজ ডুবে যাওয়ার ঘটনা এটি। ডুবে যাওয়ার সময় জাহাজটিতে ৯৫০ টন ডিজেল ছিল। এই তেল সমুদ্রে ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ এখন এই জাহাজ ডুবির কারণ অনুসন্ধান করছে।
এদিকে জাহাজটির ক্যাপ্টেন ইভন গ্রে একজন নারী হওয়ায় ঘটনার পর থেকেই তাঁকে নিয়ে নানা ধরনের ট্রল শুরু হয়েছে। অনলাইনে কমান্ডার গ্রেকে ব্যঙ্গ বিদ্রূপ এবং আক্রমণ করা হচ্ছে। অনেকেই যুক্তি দিচ্ছেন, একজন নারী এমন কঠিন কাজের জন্য উপযুক্ত নন। তবে নারী ক্যাপটেন নিয়ে ট্রলকারীদের তীব্র ভাষায় কটাক্ষ করেছে নিউজিল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী জুডিথ কলিন্স নারী হিসেবে একজন ক্যাপটেনকে খাটো করে দেখার বিষয়টিকে ‘খুব অশোভন’ বলে চিহ্নিত করেছেন। তিনি নিজেও নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম নারী প্রতিরক্ষা মন্ত্রী।
জুডিথ কলিন্স বলেছেন, ‘কীভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে তা বের করার জন্য তদন্ত দল গঠন করা হয়েছে।’
শুধু নারী বলে ক্যাপটেনের সমালোচকদের ‘আর্মচেয়ার অ্যাডমিরাল’ আখ্যা দিয়ে জুডিথ বলেন, ‘তারা জাহাজের ক্যাপ্টেন কমান্ডার ইভন গ্রেকে ঘটনার জন্য দায়ী করার ষড়যন্ত্র করেছে। কারণ তিনি একজন নারী।’
তিনি আরও বলেন, ‘একটি জিনিস, যা আমরা ইতিমধ্যেই জানি যে, ক্যাপটেনের লিঙ্গের কারণে জাহাজটি ডুবে যায়নি।’
মন্ত্রী জানান, তিনি ক্যাপটেন গ্রের বিরুদ্ধে অনলাইনে কিছু মন্তব্য দেখে আতঙ্কিত হয়েছিলেন। সমালোচকদের উদ্দেশ্যে জুডিথ বলেন, ‘নিউজিল্যান্ডের মানুষ এর চেয়ে ভালো। ভালো হয়ে যাও।’
জানা গেছে, কমান্ডার ইভন গ্রে ২০১৯ সাল থেকেই ডুবে যাওয়া জাহাজটির ক্যাপটেন ছিলেন। জাহাজটি ডুবে যাওয়ার মুখে প্রাণহানি রোধ করার জন্য তিনি প্রশংসিতও হয়েছেন। নিউজিল্যান্ডের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল গ্যারিন গোল্ডিং তাঁকে অত্যন্ত অভিজ্ঞ, দক্ষ কমান্ডার হিসেবে উল্লেখ করেছেন।
ডোনাল্ড ট্রাম্পে ঘোষিত শুল্কের পাল্টা পদক্ষেপ হিসেবে চীন যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে আমদানি করা সব পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এই ঘোষণা বিশ্বকে পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের দিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে। আজ শুক্রবার চীনের এই ঘোষণার পর বিশ্বজুড়ে শেয়ারবাজারে পতন আরও ত্বরান্বিত হয়েছে।
৫ মিনিট আগেকানাডার ক্রমশ উদার হয়ে ওঠা আইনের অধীনে মেডিকেল অ্যাসিস্ট্যান্স ইন ডায়িং (মেইড) প্রক্রিয়ায় মৃত্যুবরণ করবেন তিনি। দুই বছর আগে ২০২৩ সালের মার্চে মেইডের জন্য আবেদন করেছিলেন এপ্রিল। জন্ম থেকেই মেরুদণ্ডের জটিল রোগ ‘স্পাইনা বিফিডা’য় আক্রান্ত এপ্রিল। সময়ের সঙ্গে সঙ্গে আরও জটিলতা বেড়েছে। মেরুদণ্ডের গোড়ায়
১৯ মিনিট আগেভারত বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্ক চায়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার নিজে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে এ কথা বলেন।
৪০ মিনিট আগেকংগ্রেসের এমপি এবং দলের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ বলেছেন, বিজেপি সরকারের নেতৃত্বে ভারতীয় পার্লামেন্টে যে ওয়াক্ফ বিল পাস হয়েছে তা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে তাঁর দল। তিনি বলেন, স্থানীয় আজ শুক্রবার ভোরে পার্লামেন্টে পাস হওয়া ওয়াক্ফ (সংশোধনী) বিল সংবিধান সম্মত কি না তা জানতে সুপ্রিম...
৫ ঘণ্টা আগে