উইঘুর নিয়ে জাতিসংঘের আলোচনায় অংশ না নিতে চীনের আহ্বান

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ মে ২০২১, ১৩: ৩১
Thumbnail image

ঢাকা: চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘু অত্যাচারের বিষয়ে জাতিসংঘ, জার্মানি এবং ব্রিটেনের উদ্যোগে একটি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে অংশ না নিতে জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চীন। এ সংক্রান্ত একটি নোটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এমনটি জানিয়েছে।

জাতিসংঘের চীন মিশনের একটি নোটে বলা হয়, রাজনৈতিকভাবে অনুপ্রাণিত হয়ে অনুষ্ঠানটি করা হচ্ছে। আমরা চীনবিরোধী এই অনুষ্ঠানে অংশ না নিতে জাতিসংঘের দেশগুলোকে অনুরোধ জানাচ্ছি ।

চীন অভিযোগ করছে যে এই অনুষ্ঠানের আয়োজকরা মানবাধিকার ইস্যুটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে বিভেদ তৈরি করছে । পাশাপাশি দেশটির উন্নয়নে বাধা তৈরি করছে।

এ নিয়ে জাতিসংঘের চীনা দূতাবাসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে বুধবার উইঘুর মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে জাতিসংঘের একটি ভার্চ্যুয়াল আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ব্রিটেনের রাষ্ট্রদূত । ওই অনুষ্ঠানে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক কেন রথ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ডও বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

চীনের জিনজিয়াং প্রদেশে প্রায় এক কোটি উইঘুর মুসলিমের বসবাস। সেখানে অন্তত ১০ লাখ উইঘুরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে বলে অভিযোগ করে আসছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। অবশ্য চীন বরাবরই সেসব ডিটেনশন সেন্টারকে পুনঃশিক্ষা কেন্দ্র বলে দাবি করে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত