অনলাইন ডেস্ক
চলতি বছরের শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। রিখটার স্কেলে ৭.৫ মাত্রার এই ভূমিকম্প তাৎক্ষণিকভাবে দেশটিতে আতঙ্কের সৃষ্টি করেছিল। অনেকেই ভেবেছিলেন ২০১১ সালের মতো আবারও ভয়াবহ সুনামির কবলে পড়বে দেশটি।
শেষ পর্যন্ত বড় ধরনের সুনামি না হলেও ক্ষয়-ক্ষতি কম হয়নি জাপানের। এবারের ভূমিকম্পে দেশটির কয়েক হাজার বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ২১৩ জন। আহতের সংখ্যা কয়েকগুণ বেশি। পানি ও বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল বহু পরিবার। ২৫ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছিলেন বিভিন্ন শিবিরে।
তবে জাপানের নোটো উপদ্বীপে যা ঘটল—তা কিছুটা ব্যতিক্রম। কারণ ভূমিকম্পের পর সেখানকার উপকূলবর্তী একটি এলাকায় পানির নিচ থেকে বেরিয়ে এসেছে নতুন ভূমি। আগের উপকূলীয় সীমান্তের সঙ্গে অন্তত ২৫০ মিটার নতুন জমি যোগ হয়েছে। অর্থাৎ ওই উপকূলের বাসিন্দাদের কাছ থেকে সমুদ্র সিকি কিলোমিটার দূরে সরে গেছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের তীব্রতার জন্যই এমনটা ঘটেছে। বেরিয়ে আসা নতুন ভূমি প্রায় দুটি ফুটবল মাঠের সমান।
জাপানের ভূ-স্থানিক তথ্য বিভাগ ভূমিকম্পের পর নোটো উপদ্বীপের একটি প্রাথমিক উপগ্রহ বিশ্লেষণ প্রকাশ করেছে। এতে ভূমিকম্পের পরের দিনের ছবিগুলোর সঙ্গে ২০২৩ সালের জুনের স্যাটেলাইট চিত্রগুলোর তুলনা করে নতুন ভূমি জেগে ওঠার বিষয়টিকে নিশ্চিত করা হয়।
জলের নিচ থেকে নতুন ভূমি বেরিয়ে আসায় ওই এলাকাটির সমুদ্র বন্দর এখন শুকনো খটখটে। টোকিয়ো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞেরা জানিয়েছেন, নোটো উপদ্বীপের উত্তর-পশ্চিম উপকূলে অনুসন্ধান চালিয়ে তারা অন্তত ১০টি স্থানে নতুন জমি জেগে ওঠার প্রমাণ পেয়েছেন।
চলতি বছরের শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। রিখটার স্কেলে ৭.৫ মাত্রার এই ভূমিকম্প তাৎক্ষণিকভাবে দেশটিতে আতঙ্কের সৃষ্টি করেছিল। অনেকেই ভেবেছিলেন ২০১১ সালের মতো আবারও ভয়াবহ সুনামির কবলে পড়বে দেশটি।
শেষ পর্যন্ত বড় ধরনের সুনামি না হলেও ক্ষয়-ক্ষতি কম হয়নি জাপানের। এবারের ভূমিকম্পে দেশটির কয়েক হাজার বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ২১৩ জন। আহতের সংখ্যা কয়েকগুণ বেশি। পানি ও বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল বহু পরিবার। ২৫ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছিলেন বিভিন্ন শিবিরে।
তবে জাপানের নোটো উপদ্বীপে যা ঘটল—তা কিছুটা ব্যতিক্রম। কারণ ভূমিকম্পের পর সেখানকার উপকূলবর্তী একটি এলাকায় পানির নিচ থেকে বেরিয়ে এসেছে নতুন ভূমি। আগের উপকূলীয় সীমান্তের সঙ্গে অন্তত ২৫০ মিটার নতুন জমি যোগ হয়েছে। অর্থাৎ ওই উপকূলের বাসিন্দাদের কাছ থেকে সমুদ্র সিকি কিলোমিটার দূরে সরে গেছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের তীব্রতার জন্যই এমনটা ঘটেছে। বেরিয়ে আসা নতুন ভূমি প্রায় দুটি ফুটবল মাঠের সমান।
জাপানের ভূ-স্থানিক তথ্য বিভাগ ভূমিকম্পের পর নোটো উপদ্বীপের একটি প্রাথমিক উপগ্রহ বিশ্লেষণ প্রকাশ করেছে। এতে ভূমিকম্পের পরের দিনের ছবিগুলোর সঙ্গে ২০২৩ সালের জুনের স্যাটেলাইট চিত্রগুলোর তুলনা করে নতুন ভূমি জেগে ওঠার বিষয়টিকে নিশ্চিত করা হয়।
জলের নিচ থেকে নতুন ভূমি বেরিয়ে আসায় ওই এলাকাটির সমুদ্র বন্দর এখন শুকনো খটখটে। টোকিয়ো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞেরা জানিয়েছেন, নোটো উপদ্বীপের উত্তর-পশ্চিম উপকূলে অনুসন্ধান চালিয়ে তারা অন্তত ১০টি স্থানে নতুন জমি জেগে ওঠার প্রমাণ পেয়েছেন।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
২ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৩ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
৪ ঘণ্টা আগে