অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন দেশটির প্রয়াত প্রেসিডেন্ট সুহার্তোর জামাতা প্রাবোও সুবিয়ান্তো। আজ রোববার (২০ অক্টোবর) পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
এর মধ্য দিয়ে বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছ থেকে দেশ শাসনের ভার নিলেন ৭৩ বছর বয়সী প্রাবোও। ১৯৪৫ সালে স্বাধীনতা অর্জনকারী ইন্দোনেশিয়ার অষ্টম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন প্রাবোও।
নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজধানী জাকার্তাকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়। এ সময় দাঙ্গা পুলিশ, স্নাইপার ইউনিট ও ড্রোন বিধ্বংসী ইউনিটের প্রায় এক লাখ পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়।
জাতীয়তাবাদী রাজনীতির ধারক হিসেবেও পরিচিত প্রাবোও। শপথ নেওয়ার পর, ‘ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন, সংবিধান সমুন্নত রাখা ও সব ধরনের আইনও ও নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের’ অঙ্গীকার করেন তিনি।
৭৩ বছর বয়সী প্রাবোও সুবিয়ান্তো চলতি বছরের ফেব্রুয়ারিতে ভূমিধস বিজয়ের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর আগে তিনি উইদোদোর মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সুবিয়ান্তো আজ শপথ গ্রহণের পর প্রেসিডেন্সিয়াল প্যালেসে যান এবং সেখানে বিদায়ী প্রেসিডেন্ট তাঁকে থেকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এক আবেগপ্রবণ অভিষেক ভাষণে তিনি রাজনৈতিক পার্থক্য উপেক্ষা করে সমস্ত ইন্দোনেশিয়ানের নেতা হওয়ার এবং দেশের সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীর সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল প্রাবোও জাতীয় ঐক্য এবং খাদ্যনিরাপত্তাকে তাঁর প্রশাসনের শীর্ষ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।
সেই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, ইন্দোনেশিয়ার সমস্ত প্রাকৃতিক সম্পদ জনগণের বৃহত্তর কল্যাণের জন্য ব্যবস্থাপনা করা হবে এবং তাঁর পূর্বসূরির নীতি অব্যাহত থাকবে। যার মধ্যে রয়েছে খনির পণ্যের শিল্পায়ন এবং কাঁচা খনিজ ও আকরিকের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা।
সুবিয়ান্তো বলেন, ‘আমরা এই শপথ যথাসাধ্য এবং দায়িত্বশীলতার সঙ্গে পালন করব। সমস্ত মানুষের অগ্রাধিকার নিশ্চিত করব। এমনকি যারা আমাদের জন্য ভোট দেয়নি, তাদের অধিকারও।’
এদিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ৩৭ বছর বয়সী গিব্রান রাকাবুমিং রাকা। যিনি সদ্য সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে।
প্রাবোও সুবিয়ান্তো ১৯৮৩ সালে দেশটির প্রয়াত প্রেসিডেন্ট সুহার্তোর দ্বিতীয় কন্যা তিতিক সুহার্তোকে বিয়ে করেন। তবে পূর্ব তিমুরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ১৯৯৮ সালে তাঁর ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলাসহ ২০ থেকে ৩০ জন বিদেশি কূটনীতিক অংশ নেন।
আমেরিকান প্রতিনিধিদলের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেনের পক্ষে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড এবং ইন্দো-প্যাসিফিক কমান্ডের মার্কিন কমান্ডার অ্যাডমিরাল স্যামুয়েল পাপারোও।
ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন দেশটির প্রয়াত প্রেসিডেন্ট সুহার্তোর জামাতা প্রাবোও সুবিয়ান্তো। আজ রোববার (২০ অক্টোবর) পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
এর মধ্য দিয়ে বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছ থেকে দেশ শাসনের ভার নিলেন ৭৩ বছর বয়সী প্রাবোও। ১৯৪৫ সালে স্বাধীনতা অর্জনকারী ইন্দোনেশিয়ার অষ্টম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন প্রাবোও।
নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজধানী জাকার্তাকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়। এ সময় দাঙ্গা পুলিশ, স্নাইপার ইউনিট ও ড্রোন বিধ্বংসী ইউনিটের প্রায় এক লাখ পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়।
জাতীয়তাবাদী রাজনীতির ধারক হিসেবেও পরিচিত প্রাবোও। শপথ নেওয়ার পর, ‘ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন, সংবিধান সমুন্নত রাখা ও সব ধরনের আইনও ও নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের’ অঙ্গীকার করেন তিনি।
৭৩ বছর বয়সী প্রাবোও সুবিয়ান্তো চলতি বছরের ফেব্রুয়ারিতে ভূমিধস বিজয়ের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর আগে তিনি উইদোদোর মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সুবিয়ান্তো আজ শপথ গ্রহণের পর প্রেসিডেন্সিয়াল প্যালেসে যান এবং সেখানে বিদায়ী প্রেসিডেন্ট তাঁকে থেকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এক আবেগপ্রবণ অভিষেক ভাষণে তিনি রাজনৈতিক পার্থক্য উপেক্ষা করে সমস্ত ইন্দোনেশিয়ানের নেতা হওয়ার এবং দেশের সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীর সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল প্রাবোও জাতীয় ঐক্য এবং খাদ্যনিরাপত্তাকে তাঁর প্রশাসনের শীর্ষ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।
সেই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, ইন্দোনেশিয়ার সমস্ত প্রাকৃতিক সম্পদ জনগণের বৃহত্তর কল্যাণের জন্য ব্যবস্থাপনা করা হবে এবং তাঁর পূর্বসূরির নীতি অব্যাহত থাকবে। যার মধ্যে রয়েছে খনির পণ্যের শিল্পায়ন এবং কাঁচা খনিজ ও আকরিকের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা।
সুবিয়ান্তো বলেন, ‘আমরা এই শপথ যথাসাধ্য এবং দায়িত্বশীলতার সঙ্গে পালন করব। সমস্ত মানুষের অগ্রাধিকার নিশ্চিত করব। এমনকি যারা আমাদের জন্য ভোট দেয়নি, তাদের অধিকারও।’
এদিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ৩৭ বছর বয়সী গিব্রান রাকাবুমিং রাকা। যিনি সদ্য সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে।
প্রাবোও সুবিয়ান্তো ১৯৮৩ সালে দেশটির প্রয়াত প্রেসিডেন্ট সুহার্তোর দ্বিতীয় কন্যা তিতিক সুহার্তোকে বিয়ে করেন। তবে পূর্ব তিমুরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ১৯৯৮ সালে তাঁর ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলাসহ ২০ থেকে ৩০ জন বিদেশি কূটনীতিক অংশ নেন।
আমেরিকান প্রতিনিধিদলের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেনের পক্ষে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড এবং ইন্দো-প্যাসিফিক কমান্ডের মার্কিন কমান্ডার অ্যাডমিরাল স্যামুয়েল পাপারোও।
গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৩৫ মিনিট আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
১ ঘণ্টা আগেআগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
৩ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে আগামীকাল রোববার থেকে যুদ্ধবিরতি হতে যাচ্ছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুযায়ী তিন ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। আজ শনিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তি অনুমোদিত হওয়ার পর ইসরায়েলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে তাঁরা
৪ ঘণ্টা আগে