অনলাইন ডেস্ক
বিদেশি সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে কিছু সেনা রাখার পরিকল্পনা করছে তুরস্ক। এ ব্যাপারে আজ তুরস্ককে সতর্ক করে দিয়েছে তালেবান। এই সিদ্ধান্তকে ‘নিন্দনীয়’ বলে অভিহিত করে এর জন্য ‘পরিণতি’ বরণ করতে হবে বলেও সতর্ক করে দিয়েছে তারা।
ন্যাটো সেনা প্রত্যাহারের পর রাজধানী কাবুলের বিমানবন্দর পরিচালনা ও নিরাপত্তার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেয় আঙ্কারা। সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর্থিক, রাজনৈতিক ও লজিস্টিক সহায়তা নিয়েও আলোচনায় চলছে।
তুরস্ক বলেছে, আফগানিস্তানের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তার জন্য কাবুল বিমানবন্দর অবশ্যই চালু রাখতে হবে। যেখানে আজ মঙ্গলবারও বোমার বিস্ফোরণে কেঁপে উঠেছে কাবুল। দেশজুড়ে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে।
তুরস্কের পরিকল্পনার বিষয়ে তালেবান এক বিবৃতিতে বলেছে, ইসলামিক আমিরাত অব আফগানিস্তান এই নিন্দনীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে। যদি তুর্কি কর্মকর্তারা তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে ব্যর্থ হন এবং আমাদের দেশে দখলদারিত্ব অব্যাহত রাখেন, তবে ইসলামিক আমিরাত...তাঁদের বিরুদ্ধে অবস্থান নেবে।
এর পরিণতির দায় যারা দখলদারিত্বের সঙ্গে আছেন তাঁদের কাঁধে পড়বে বলেও হুঁশিয়ার করে দিয়েছে তালেবান।
মার্কিন আগ্রাসনের আগে পর্যন্ত ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান শাসন করেছে তালেবান। কাবুলে পশ্চিমা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে নতুনভাবে ইসলামি শাসন কায়েমের জন্য ২০ বছর ধরে লড়াই করে আসছে তারা। সেপ্টেম্বরের মধ্যে বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণার পর তালেবান নতুন করে উৎসাহ পেয়েছে। তারা গুরুত্বপূর্ণ শহর এবং অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে। এরই মধ্যে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তারা।
গত সোমবার সন্ধ্যায় তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার মন্ত্রিপরিষদের বৈঠকের পরে সাংবাদিকদের বলেছেন, কাবুল বিমানবন্দর পরিচালনার বিষয়ে তুরস্ক যুক্তরাষ্ট্রের সহযোগীদের সঙ্গে কয়েকটি বিষয়ে একমত হয়েছে। বিমানবন্দরটি চালু থাকতে হবে, পরিচালিত (তৃতীয়পক্ষের মাধ্যমে) হতে হবে। সব দেশই এটি বলছে। বিমানবন্দরটি যদি নিরাপদ ও সচল না থাকে তবে সবাইকে সেখান থেকে কূটনৈতিক মিশন প্রত্যাহার করতে হবে।
বিদেশি সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে কিছু সেনা রাখার পরিকল্পনা করছে তুরস্ক। এ ব্যাপারে আজ তুরস্ককে সতর্ক করে দিয়েছে তালেবান। এই সিদ্ধান্তকে ‘নিন্দনীয়’ বলে অভিহিত করে এর জন্য ‘পরিণতি’ বরণ করতে হবে বলেও সতর্ক করে দিয়েছে তারা।
ন্যাটো সেনা প্রত্যাহারের পর রাজধানী কাবুলের বিমানবন্দর পরিচালনা ও নিরাপত্তার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেয় আঙ্কারা। সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর্থিক, রাজনৈতিক ও লজিস্টিক সহায়তা নিয়েও আলোচনায় চলছে।
তুরস্ক বলেছে, আফগানিস্তানের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তার জন্য কাবুল বিমানবন্দর অবশ্যই চালু রাখতে হবে। যেখানে আজ মঙ্গলবারও বোমার বিস্ফোরণে কেঁপে উঠেছে কাবুল। দেশজুড়ে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে।
তুরস্কের পরিকল্পনার বিষয়ে তালেবান এক বিবৃতিতে বলেছে, ইসলামিক আমিরাত অব আফগানিস্তান এই নিন্দনীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছে। যদি তুর্কি কর্মকর্তারা তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে ব্যর্থ হন এবং আমাদের দেশে দখলদারিত্ব অব্যাহত রাখেন, তবে ইসলামিক আমিরাত...তাঁদের বিরুদ্ধে অবস্থান নেবে।
এর পরিণতির দায় যারা দখলদারিত্বের সঙ্গে আছেন তাঁদের কাঁধে পড়বে বলেও হুঁশিয়ার করে দিয়েছে তালেবান।
মার্কিন আগ্রাসনের আগে পর্যন্ত ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান শাসন করেছে তালেবান। কাবুলে পশ্চিমা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে নতুনভাবে ইসলামি শাসন কায়েমের জন্য ২০ বছর ধরে লড়াই করে আসছে তারা। সেপ্টেম্বরের মধ্যে বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণার পর তালেবান নতুন করে উৎসাহ পেয়েছে। তারা গুরুত্বপূর্ণ শহর এবং অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে। এরই মধ্যে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তারা।
গত সোমবার সন্ধ্যায় তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার মন্ত্রিপরিষদের বৈঠকের পরে সাংবাদিকদের বলেছেন, কাবুল বিমানবন্দর পরিচালনার বিষয়ে তুরস্ক যুক্তরাষ্ট্রের সহযোগীদের সঙ্গে কয়েকটি বিষয়ে একমত হয়েছে। বিমানবন্দরটি চালু থাকতে হবে, পরিচালিত (তৃতীয়পক্ষের মাধ্যমে) হতে হবে। সব দেশই এটি বলছে। বিমানবন্দরটি যদি নিরাপদ ও সচল না থাকে তবে সবাইকে সেখান থেকে কূটনৈতিক মিশন প্রত্যাহার করতে হবে।
যুক্তরাষ্ট্রের মিনেসোটার রিপাবলিকান আইনপ্রণেতারা একটি বিল উত্থাপন করেছেন। এই বিলে ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম’ বা টিডিএস-কে মানসিক রোগ হিসেবে রাজ্যের আইনে সংজ্ঞায়িত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি টেসলার শোরুম, চার্জিং স্টেশন এবং কিছু ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। সাইবার ট্রাক জ্বালিয়ে দেওয়া, বুলেট ও পেট্রলবোমা নিক্ষেপ করার এই ঘটনাগুলো মূলত টেসলার বিরুদ্ধে মানুষের ক্রমবর্ধমান সহিংসতার ইঙ্গিত দিচ্ছে। যদিও এখ
৫ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেড় ঘণ্টার এক ফোনালাপে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিন পর আজ বুধবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেছেন। ট্রাম্প ও জেলেনস্কির এই ফোনালাপ স্থায়ী হয়েছে প্রায় এক ঘণ্টা।
৫ ঘণ্টা আগে২০১৬ সালে প্রথম এই সংলাপের আয়োজন করে ভারত। এবার দশম বছরে পদার্পণ করা রাইসিনা ডায়ালগ ইতিমধ্যে ভূরাজনীতি ও ভূ-অর্থনীতি বিষয়ে ভারতের প্রধান সম্মেলন হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। এটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত একটি বহুপক্ষীয় সম্মেলন।
৬ ঘণ্টা আগে