অনলাইন ডেস্ক
পঞ্চায়েত ভোটের প্রার্থীর দেওয়া ভেজাল মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন অসুস্থ হয়েছেন। এ ঘটনায় হাসপাতালে ভর্তি হওয়া কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার শহরের ফুলগড় ও শিবগড় নামের দুটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন রাজু, আম্রপাল, ভোলা, মনোজ ও কাকা।
পিটিআইয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
পাথরি থানার স্টেশন হাউস কর্মকর্তা জানান, ফুলগড় ও শিবগড় গ্রামে নির্বাচন স্থগিত করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনক গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ হিসেবে ভেজাল মদপানের বিষয়টি পাওয়া যায়নি। রাজ্য সরকার বিষয়টি নিয়ে আদালতে প্রমাণের জন্য তদন্তের নির্দেশ দিয়েছে।
অন্যদিকে হরিদ্বারের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) যোগেন্দ্র যাদব জানিয়েছেন, ভেজাল মদপানে ফুলগড় গ্রামের রাজু, আম্রপাল ও ভোলা এবং শিবগড় গ্রামের মনোজ ও কাকার মৃত্যু হয়। এতে আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএসপি জানান, মদের গুণমান খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর কারণ অতিরিক্ত মদ্যপান কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
যাদব আরও জানান, পঞ্চায়েত নির্বাচনের একজন প্রার্থী গ্রামবাসীদের মধ্যে মদ বিতরণ করেছিলেন। তাঁকে শনাক্ত করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাথরি থানার এসএইচও রবীন্দ্র সিংকে বরখাস্ত করা হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে তদন্ত করবেন হরিদ্বারের সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট পুরম সিং রানা। এ বিষয়ে ১৫ দিনের মধ্যে তিনি একটি প্রতিবেদন জমা দেবেন।
উল্লেখ্য, ২০১৯ সালে হরিদ্বারের পাঁচটি গ্রামে ভেজাল মদ খেয়ে ৪০ জনের মৃত্যু হয়।
পঞ্চায়েত ভোটের প্রার্থীর দেওয়া ভেজাল মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন অসুস্থ হয়েছেন। এ ঘটনায় হাসপাতালে ভর্তি হওয়া কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার শহরের ফুলগড় ও শিবগড় নামের দুটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন রাজু, আম্রপাল, ভোলা, মনোজ ও কাকা।
পিটিআইয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
পাথরি থানার স্টেশন হাউস কর্মকর্তা জানান, ফুলগড় ও শিবগড় গ্রামে নির্বাচন স্থগিত করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনক গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ হিসেবে ভেজাল মদপানের বিষয়টি পাওয়া যায়নি। রাজ্য সরকার বিষয়টি নিয়ে আদালতে প্রমাণের জন্য তদন্তের নির্দেশ দিয়েছে।
অন্যদিকে হরিদ্বারের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) যোগেন্দ্র যাদব জানিয়েছেন, ভেজাল মদপানে ফুলগড় গ্রামের রাজু, আম্রপাল ও ভোলা এবং শিবগড় গ্রামের মনোজ ও কাকার মৃত্যু হয়। এতে আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএসপি জানান, মদের গুণমান খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর কারণ অতিরিক্ত মদ্যপান কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
যাদব আরও জানান, পঞ্চায়েত নির্বাচনের একজন প্রার্থী গ্রামবাসীদের মধ্যে মদ বিতরণ করেছিলেন। তাঁকে শনাক্ত করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাথরি থানার এসএইচও রবীন্দ্র সিংকে বরখাস্ত করা হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে তদন্ত করবেন হরিদ্বারের সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট পুরম সিং রানা। এ বিষয়ে ১৫ দিনের মধ্যে তিনি একটি প্রতিবেদন জমা দেবেন।
উল্লেখ্য, ২০১৯ সালে হরিদ্বারের পাঁচটি গ্রামে ভেজাল মদ খেয়ে ৪০ জনের মৃত্যু হয়।
ভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৫ মিনিট আগেমানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
১১ মিনিট আগেআয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
২ ঘণ্টা আগেনিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
২ ঘণ্টা আগে