Ajker Patrika

আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর তালেবানের দখলে

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ আগস্ট ২০২১, ০৫: ০৪
আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর তালেবানের দখলে

মাত্র এক সপ্তাহে ১১টি প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তানের ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে এ পর্যন্ত ১১টি তালেবানের নিয়ন্ত্রণে গেছে। 

সর্বশেষ বৃহস্পতিবার (১২ আগস্ট) আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাত এবং আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত শহর গজনি দখলে নিয়েছে তালেবান। 

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার তালেবান যোদ্ধারা আফগানিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশের রাজধানী ঐতিহাসিক শহর হেরাত দখলে নিয়েছে। তালেবান শহরের কেন্দ্রস্থলে অবস্থান নিয়েছে। 

গজনির প্রাদেশিক কাউন্সিলের প্রধান নাসির আহমাদ ফাকিরি বলেন, তালেবান শহরের গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিয়েছে। সরকারি অফিস, পুলিশ হেডকোয়ার্টার এবং কারাগারও দখলে নিয়েছে তালেবান সদস্যরা।  

তালেবান নিয়ন্ত্রিত প্রাদেশিক রাজধানীগুলো হলো-ফাইজাবাদ, ফারাহ, সার-ই-পল, পল-ই-খুমরি, শেবারঘান, আইবাক, কুন্দুজ, তালুকান, জারাঞ্জ, গজনি এবং হেরাত। 

এর আগে গত বুধবার মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন,  আফগানিস্তানের রাজধানী কাবুলকে ৩০ দিনে বিচ্ছিন্ন এবং ৯০ দিনের মধ্যে দখলে নিতে পারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তালেবান। 
 
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তালেবানরা যেভাবে দেশজুড়ে প্রভাব বিস্তার করতে শুরু করেছে তাতে কাবুল কত দিন টিকে থাকতে পারে সেই বিষয়ে নতুন করে পর্যালোচনা করেছে যুক্তরাষ্ট্র। 

উল্লেখ্য, আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানের বিরুদ্ধে আফগান নেতাদের লড়াই করার জন্য আহ্বান জানিয়েছেন।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলাচ্ছে বিসিএসের সিলেবাস

আত্মীয়দেরই শুধু চেনেন প্রকৌশলী রাশেদুল

জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় মদদ: ৯ শিক্ষক বরখাস্ত, উপাচার্যের পেনশন বাতিল

বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র

সংখ্যালঘু নিয়ে মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানাল সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত