Ajker Patrika

আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উ. কোরিয়া: জাপান

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৩: ২১
আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উ. কোরিয়া: জাপান

মাত্র ছয় দিনের ব্যবধানে আবারও মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ মঙ্গলবার সকালে দেশটি এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এদিকে পিয়ংইয়ংয়ের নিক্ষিপ্ত এই ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক মিসাইল হতে পারে বলে জানিয়েছে জাপান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এদিকে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে উত্তর কোরিয়ার মিসাইল ছোড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এর আগে গত বুধবার বছরের প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা হিসেবে  নিজের পূর্ব উপকূলে হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া। এক সপ্তাহের মধ্যেই মঙ্গলবার দেশটি দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল।

গত বছরও দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত