অনলাইন ডেস্ক
মিয়ানমারে মহাকাশ প্রযুক্তিশিল্প গড়ে তুলতে চান দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। আর তা বাস্তবায়ন করতে দ্বারস্থ হয়েছেন রাশিয়ার। গত রোববার মিন অং হ্লাইং রাশিয়ার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান রসকসমসের উপ-মহাপরিচালক সের্গেই ভ্যালেন্তিনোভিচের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা রাশিয়া ও মিয়ানমারের মধ্যে মহাকাশ প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা বলেন।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের ইয়াঙ্গুনে অনুষ্ঠিত বৈঠকে মিন অং হ্লাইং ও সের্গেই ভ্যালেন্তিনোভিচ ছাড়াও আরও উপস্থিত ছিলেন মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের যুগ্ম-সচিব ইয়ে উইন ও এবং মন্ত্রী নৌবাহিনীর প্রধান মো. অং। সামরিক সহযোগিতা জোরদারে অবদান রাখায় এই দুজন চলতি বছরের মার্চে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পদক লাভ করেন।
জান্তা নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো জানিয়েছে, উভয় পক্ষ মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বৃদ্ধি, মহাকাশ প্রযুক্তি বিষয়ে উচ্চতর শিক্ষার জন্য মিয়ানমারের শিক্ষার্থীদের রাশিয়ায় পাঠানো এবং মানবসম্পদ উন্নয়নে রাশিয়ার সহায়তা নিয়ে আলোচনা করেছে।
উল্লেখ্য, রাশিয়া ২০২১ সালে মিয়ানমারে অভ্যুত্থানের অনেক আগে থেকেই দেশটির সামরিক কর্মকর্তাদের উন্নত প্রশিক্ষণ দিয়ে আসছে। অভ্যুত্থানের পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক দ্রুত অস্ত্র বাণিজ্যের বাইরেও বহুমাত্রিক অংশীদারত্বের দিকে প্রসারিত হয়।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার সঙ্গে আরও একটি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের নিকট প্রতিবেশী দেশ মিয়ানমার। দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে রাশিয়ার সহায়তায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
মিয়ানমারে মহাকাশ প্রযুক্তিশিল্প গড়ে তুলতে চান দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। আর তা বাস্তবায়ন করতে দ্বারস্থ হয়েছেন রাশিয়ার। গত রোববার মিন অং হ্লাইং রাশিয়ার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান রসকসমসের উপ-মহাপরিচালক সের্গেই ভ্যালেন্তিনোভিচের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা রাশিয়া ও মিয়ানমারের মধ্যে মহাকাশ প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা বলেন।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের ইয়াঙ্গুনে অনুষ্ঠিত বৈঠকে মিন অং হ্লাইং ও সের্গেই ভ্যালেন্তিনোভিচ ছাড়াও আরও উপস্থিত ছিলেন মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের যুগ্ম-সচিব ইয়ে উইন ও এবং মন্ত্রী নৌবাহিনীর প্রধান মো. অং। সামরিক সহযোগিতা জোরদারে অবদান রাখায় এই দুজন চলতি বছরের মার্চে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পদক লাভ করেন।
জান্তা নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো জানিয়েছে, উভয় পক্ষ মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বৃদ্ধি, মহাকাশ প্রযুক্তি বিষয়ে উচ্চতর শিক্ষার জন্য মিয়ানমারের শিক্ষার্থীদের রাশিয়ায় পাঠানো এবং মানবসম্পদ উন্নয়নে রাশিয়ার সহায়তা নিয়ে আলোচনা করেছে।
উল্লেখ্য, রাশিয়া ২০২১ সালে মিয়ানমারে অভ্যুত্থানের অনেক আগে থেকেই দেশটির সামরিক কর্মকর্তাদের উন্নত প্রশিক্ষণ দিয়ে আসছে। অভ্যুত্থানের পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক দ্রুত অস্ত্র বাণিজ্যের বাইরেও বহুমাত্রিক অংশীদারত্বের দিকে প্রসারিত হয়।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার সঙ্গে আরও একটি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের নিকট প্রতিবেশী দেশ মিয়ানমার। দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে রাশিয়ার সহায়তায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
পাকিস্তানে যাত্রীবাহী একটি বাসে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। এ ছাড়া, এই ঘটনায় আহত হয়েছে আরও ২৯ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য
২৩ মিনিট আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজা কেন্দ্রিক স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা কাতার ত্যাগ করেছেন। তবে দেশটির রাজধানী দোহায় অবস্থিত হামাসের রাজনৈতিক কার্যালয় এখনো বন্ধ হয়নি। গোষ্ঠীটির শীর্ষ নেতারা কাতার ত্যাগ করে তুরস্কে গিয়েছেন এমন গুঞ্জন শোনা গেলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তাই, এই অবস্থায় প্রশ্ন উঠে
৪১ মিনিট আগেপ্রায় এক ট্রিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিল সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত এই তহবিলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
১ ঘণ্টা আগেইপসোসের সমীক্ষায় ভারতে ডাক্তার, সেনাবাহিনীর সদস্য এবং শিক্ষক সবচেয়ে বিশ্বস্ত পেশাজীবী হিসেবে বিবেচিত। বিপরীতে, রাজনীতিবিদ, মন্ত্রী ও পুরোহিতরা আস্থার তালিকার তলানিতে।
২ ঘণ্টা আগে