অনলাইন ডেস্ক
নানা যৌথ উদ্যোগের মাধ্যমে সম্পর্ক সমৃদ্ধ করে চলেছে সৌদি আরব ও চীন। এবার চলচ্চিত্রশিল্পেও একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে দেশগুলো। চীনা চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক বোনা ফিল্ম গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে সৌদি চলচ্চিত্র কমিশন।
গতকাল শুক্রবার সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
চুক্তিতে উভয় দেশে সৌদি চলচ্চিত্র বিতরণ, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও যৌথ চলচ্চিত্র প্রযোজনা তহবিল গঠনের বিষয়ে সহযোগিতার কথা বলা হয়েছে।
চীন সফরকালে সৌদি সংস্কৃতিমন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহর উপস্থিতিতে ফিল্ম কমিশনের সিইও আবদুল্লাহ আল ইয়াফ এবং বোনা ফিল্ম গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার নিকোলাস কিউ যৌথভাবে স্মারকলিপিতে স্বাক্ষর করেন।
তেলনির্ভর অর্থনীতিকে বৈচিত্র্যময় করার প্রচেষ্টার অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবের বিনোদনশিল্পকে প্রসারিত করা হয়েছে। প্রায় চার দশকের মধ্যে প্রথমবারের মতো ২০১৮ সালের এপ্রিলে সিনেমা হল খুলে দেয় সৌদি আরব।
সৌদি-চীন সম্পর্ক জোরদারের আরেকটি পদক্ষেপ হিসেবে গত বৃহস্পতিবার দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতার জন্য প্রিন্স মোহাম্মদ বিন সালমান পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেন প্রিন্স বদর বিন আবদুল্লাহ। বেইজিং বিশ্ববিদ্যালয়ের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরির শাখায় উভয় পক্ষের কর্মকর্তা ও চীনা শিক্ষাবিদদের উপস্থিতিতে এই পুরস্কার উন্মোচন করা হয়।
২০২২ সালের ডিসেম্বরে চীনা প্রেসিডেন্ট সি চিনপিং সৌদি আরবে একটি যুগান্তকারী সফর করেন। এই সফরে তিনি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন। সফরকালে সি বলেন, উপসাগরীয় দেশগুলোতে চীনা ভাষা শেখানোর অসংখ্য সুযোগ দেবে চীন।
২০২০ সালে সৌদি শিক্ষা কর্তৃপক্ষ দুই দেশের মধ্যে সংযোগ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে আটটি উচ্চবিদ্যালয়ে চীনা ভাষা শেখানো শুরু করে। একই বছরের শুরুর দিকে, চীন সফর করেছিলেন সৌদি ক্রাউন প্রিন্স। এই সফরের সময় কিংডমের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রমে চীনা ভাষা প্রবর্তনের পরিকল্পনা নিয়ে কাজ করতে সম্মত হয় দুই দেশ।
নানা যৌথ উদ্যোগের মাধ্যমে সম্পর্ক সমৃদ্ধ করে চলেছে সৌদি আরব ও চীন। এবার চলচ্চিত্রশিল্পেও একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে দেশগুলো। চীনা চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক বোনা ফিল্ম গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে সৌদি চলচ্চিত্র কমিশন।
গতকাল শুক্রবার সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
চুক্তিতে উভয় দেশে সৌদি চলচ্চিত্র বিতরণ, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও যৌথ চলচ্চিত্র প্রযোজনা তহবিল গঠনের বিষয়ে সহযোগিতার কথা বলা হয়েছে।
চীন সফরকালে সৌদি সংস্কৃতিমন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহর উপস্থিতিতে ফিল্ম কমিশনের সিইও আবদুল্লাহ আল ইয়াফ এবং বোনা ফিল্ম গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার নিকোলাস কিউ যৌথভাবে স্মারকলিপিতে স্বাক্ষর করেন।
তেলনির্ভর অর্থনীতিকে বৈচিত্র্যময় করার প্রচেষ্টার অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবের বিনোদনশিল্পকে প্রসারিত করা হয়েছে। প্রায় চার দশকের মধ্যে প্রথমবারের মতো ২০১৮ সালের এপ্রিলে সিনেমা হল খুলে দেয় সৌদি আরব।
সৌদি-চীন সম্পর্ক জোরদারের আরেকটি পদক্ষেপ হিসেবে গত বৃহস্পতিবার দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতার জন্য প্রিন্স মোহাম্মদ বিন সালমান পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেন প্রিন্স বদর বিন আবদুল্লাহ। বেইজিং বিশ্ববিদ্যালয়ের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরির শাখায় উভয় পক্ষের কর্মকর্তা ও চীনা শিক্ষাবিদদের উপস্থিতিতে এই পুরস্কার উন্মোচন করা হয়।
২০২২ সালের ডিসেম্বরে চীনা প্রেসিডেন্ট সি চিনপিং সৌদি আরবে একটি যুগান্তকারী সফর করেন। এই সফরে তিনি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন। সফরকালে সি বলেন, উপসাগরীয় দেশগুলোতে চীনা ভাষা শেখানোর অসংখ্য সুযোগ দেবে চীন।
২০২০ সালে সৌদি শিক্ষা কর্তৃপক্ষ দুই দেশের মধ্যে সংযোগ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে আটটি উচ্চবিদ্যালয়ে চীনা ভাষা শেখানো শুরু করে। একই বছরের শুরুর দিকে, চীন সফর করেছিলেন সৌদি ক্রাউন প্রিন্স। এই সফরের সময় কিংডমের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রমে চীনা ভাষা প্রবর্তনের পরিকল্পনা নিয়ে কাজ করতে সম্মত হয় দুই দেশ।
যুক্তরাষ্ট্র তো বটেই, সারা বিশ্বের মানুষ নজর রেখেছেন ওয়াশিংটন ডিসিতে। আর মাত্র কয়েক ঘণ্টা পর ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ট্রাম্পের এই দ্বিতীয় মেয়াদ নানা কারণেই আলোচনায়।
১ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আরজি কর নামের একটি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও হত্যার মামলায় সঞ্জয় রায় নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। স্থানীয় সময় আজ সোমবার পশ্চিমবঙ্গের শিয়ালদহে অবস্থিত কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের বিশেষ আদালত এই
২ ঘণ্টা আগেমহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে অবমাননার দায়ে এক পপ গায়ককে মৃত্যুদণ্ড দিয়েছেন ইরানের একটি আদালত। জনপ্রিয় ও বিতর্কিত এই পপ গায়কের নাম আমির হোসেইন মাগসুদলু ওরফে তাতালু। ইরানি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে
৩ ঘণ্টা আগেসময়টা গত বছরের অক্টোবরের কোনো এক বিকেল। গাজার বাইত লাহিয়ার একটি ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মুহূর্তেই সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একটি পরিবার। সেই হামলায় একটি পরিবারের পুরোটাই শেষ হয়ে যায়। বাবা, মা ও ভাইবোন সবাই মারা পড়ে। ধ্বংসস্তূপের মধ্যে কেবল একা বেঁচে ছিল...
৩ ঘণ্টা আগে