অনলাইন ডেস্ক
রাশিয়ার সঙ্গে আরও একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের নিকট প্রতিবেশী দেশ মিয়ানমার। দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে এবার রাশিয়ার সহায়তায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে দেশটি। এ লক্ষ্যেই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। গত বুধবার মিয়ানমার ও রাশিয়ার উচ্চ পর্যায়ের নেতৃত্ব এই চুক্তিতে স্বাক্ষর করেন। থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিগত কয়েক বছর ধরেই দেশের বিদ্যুৎ চাহিদা মেটা ব্যর্থ হচ্ছে মিয়ানমারের সরকার। এবার সেই সংকট মেটাতে রাশিয়ার দ্বারস্থ হলো দেশটি। গত বুধবার রাশিয়ার জ্বালানি সপ্তাহে উপলক্ষে দেশটির রাষ্ট্রায়ত্ত পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম ও মিয়ানমারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে রাশিয়ার পক্ষ থেকে স্বাক্ষর করে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সেই লিখাচেভ ও মিয়ানমারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ড. ময়ো থেইন কিয়াও।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পাশাপাশি রাশিয়ার কাছ থেকে মিয়ানমারের জ্বালানি সংকট কাটাতে মরিয়া দেশটির জান্তা সরকার। এ লক্ষ্যে একই সময়ে দেশটির তিনটি পৃথক মন্ত্রণালয়—জ্বালানি, বিদ্যুৎ ও বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের ৩ মন্ত্রী রাশিয়া সফর করছেন।
মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে চুক্তিটি এ বছর স্বাক্ষরিত হলেও এর শুরু হয়েছিল আরও এক বছর আগে। গত বছর অর্থাৎ ২০২২ সালের জুলাইয়ে মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং রাশিয়া সফরকালে রোসাটমের মহাপরিচালক লিখাচেভের সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলাপ করেন। পরে সে সময় একটি প্রাথমিক চুক্তিপত্রও স্বাক্ষরিত হয়।
দুই মাস পরে অর্থাৎ ২০২২ সালের সেপ্টেম্বরে মিয়ানমারের জান্তা সরকার ও রোসটম যৌথভাবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের একটি রোডম্যাপ প্রস্তুত করে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জান্তা সরকার রাশিয়ার সহায়তায় মিয়ানমারের প্রথম পারমাণবিক প্রযুক্তি কেন্দ্র চালু করে ইয়াঙ্গুনে।
সেই প্রযুক্তি কেন্দ্র উদ্বোধনের দিনে জান্তাপ্রধান ও রোসাটমের মহাপরিচালক শান্তিপূর্ণ উদ্দেশ্য পরমাণু প্রযুক্তিকে স্বাস্থ্য, কৃষি ও অন্যান্য উৎপাদন কাজে ব্যবহারের বিষয়ে একমত হন।
এদিকে বিদ্যুৎকেন্দ্রের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা মিয়ানমারের পারমাণবিক প্রযুক্তি ওপর স্নাতকদের সঙ্গে রোসাটমের কর্মকর্তারা গত আগস্টে ইয়াঙ্গুনে বৈঠক করেন। এ ছাড়া রাশিয়ার ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটিও গত সপ্তাহে ইয়াঙ্গুন টেকনোলজিকাল ইউনিভার্সিটি, ইয়াঙ্গুন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এবং কিয়ুকসে টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
মানবাধিকার সংগঠনগুলো বলেছে, পারমাণবিক প্রযুক্তিতে মিয়ানমারের সরকারকে বিশ্বাস করা যায় না।
রাশিয়ার সঙ্গে আরও একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের নিকট প্রতিবেশী দেশ মিয়ানমার। দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে এবার রাশিয়ার সহায়তায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে দেশটি। এ লক্ষ্যেই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। গত বুধবার মিয়ানমার ও রাশিয়ার উচ্চ পর্যায়ের নেতৃত্ব এই চুক্তিতে স্বাক্ষর করেন। থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিগত কয়েক বছর ধরেই দেশের বিদ্যুৎ চাহিদা মেটা ব্যর্থ হচ্ছে মিয়ানমারের সরকার। এবার সেই সংকট মেটাতে রাশিয়ার দ্বারস্থ হলো দেশটি। গত বুধবার রাশিয়ার জ্বালানি সপ্তাহে উপলক্ষে দেশটির রাষ্ট্রায়ত্ত পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম ও মিয়ানমারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে রাশিয়ার পক্ষ থেকে স্বাক্ষর করে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সেই লিখাচেভ ও মিয়ানমারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ড. ময়ো থেইন কিয়াও।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পাশাপাশি রাশিয়ার কাছ থেকে মিয়ানমারের জ্বালানি সংকট কাটাতে মরিয়া দেশটির জান্তা সরকার। এ লক্ষ্যে একই সময়ে দেশটির তিনটি পৃথক মন্ত্রণালয়—জ্বালানি, বিদ্যুৎ ও বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের ৩ মন্ত্রী রাশিয়া সফর করছেন।
মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে চুক্তিটি এ বছর স্বাক্ষরিত হলেও এর শুরু হয়েছিল আরও এক বছর আগে। গত বছর অর্থাৎ ২০২২ সালের জুলাইয়ে মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং রাশিয়া সফরকালে রোসাটমের মহাপরিচালক লিখাচেভের সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলাপ করেন। পরে সে সময় একটি প্রাথমিক চুক্তিপত্রও স্বাক্ষরিত হয়।
দুই মাস পরে অর্থাৎ ২০২২ সালের সেপ্টেম্বরে মিয়ানমারের জান্তা সরকার ও রোসটম যৌথভাবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের একটি রোডম্যাপ প্রস্তুত করে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জান্তা সরকার রাশিয়ার সহায়তায় মিয়ানমারের প্রথম পারমাণবিক প্রযুক্তি কেন্দ্র চালু করে ইয়াঙ্গুনে।
সেই প্রযুক্তি কেন্দ্র উদ্বোধনের দিনে জান্তাপ্রধান ও রোসাটমের মহাপরিচালক শান্তিপূর্ণ উদ্দেশ্য পরমাণু প্রযুক্তিকে স্বাস্থ্য, কৃষি ও অন্যান্য উৎপাদন কাজে ব্যবহারের বিষয়ে একমত হন।
এদিকে বিদ্যুৎকেন্দ্রের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা মিয়ানমারের পারমাণবিক প্রযুক্তি ওপর স্নাতকদের সঙ্গে রোসাটমের কর্মকর্তারা গত আগস্টে ইয়াঙ্গুনে বৈঠক করেন। এ ছাড়া রাশিয়ার ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটিও গত সপ্তাহে ইয়াঙ্গুন টেকনোলজিকাল ইউনিভার্সিটি, ইয়াঙ্গুন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এবং কিয়ুকসে টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
মানবাধিকার সংগঠনগুলো বলেছে, পারমাণবিক প্রযুক্তিতে মিয়ানমারের সরকারকে বিশ্বাস করা যায় না।
অস্ট্রেলিয়ায় হ্যারিসন ‘সোনালি বাহুর অধিকারী মানুষ’ হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর রক্তে বিরল একটি অ্যান্টিবডি (অ্যান্টি-ডি) ছিল। এই অ্যান্টিবডি এমন ওষুধ তৈরিতে ব্যবহৃত হতো, যা গর্ভবতী মায়েদের শরীরে প্রয়োগ করা হয়। মূলত যেসব মায়ের রক্ত অনাগত শিশুর রক্তের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তাঁদের শরীরেই এই ওষুধটি দেওয়া
২ ঘণ্টা আগেএখন পর্যন্ত প্রায় অর্ধশত প্রতারিত নারীর তথ্য পেয়েছে দ্য গার্ডিয়ান। যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে শঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগীদের বয়ান ও স্বাধীনভাবে তদন্তের পর এই ইস্যু নিয়ে গত বৃহস্পতিবার থেকে অনুসন্ধানী প্রতিবেদনের সিরিজ ‘স্পাই কপস’ প্রচার শুরু করেছে ব্রিটিশ গণমাধ্যমটি। আর এরপরই এ নিয়ে শুরু হয়
২ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘নাৎসি’ আখ্যা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, ইহুদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম ক্রাসনায়া জভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন লাভরভ। জেলেনস্কি রুশ সংস্কৃতিকে সম্মান করেন না বলে
৩ ঘণ্টা আগেগাজা ইস্যুতে আবারও জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আরব দেশগুলো। আগামীকাল মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত হবে বৈঠক। আলোচনা হবে, যুদ্ধবিরতি, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের হুমকি, মার্কিন প্রেসিডেন্টের গাজা দখল সংক্রান্ত হুমকিসহ ফিলিস্তিনের সার্বিক ইস্যু নিয়েই।
৩ ঘণ্টা আগে