অনলাইন ডেস্ক
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভূরাজনীতি ও বাণিজ্য বিরোধ এখন তুঙ্গে। এর মধ্যে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎকার করলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার তাঁদের সাক্ষাৎ হয়। প্রেসিডেন্ট সি বিল গেটসকে ‘প্রথম আমেরিকান বন্ধু’ যে এ বছর বেইজিংয়ে এসে দেখা করেছে বলে উল্লেখ করেছেন।
তবে এটাও সত্যি যে, ডোনাল্ড ট্রাম্পের আমল থেকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চরমে পৌঁছালেও করোনা লকডাউন তুলে নেওয়ার পর ব্যবসায়িক কারণে বেশ কয়েকজন হাইপ্রোফাইল ব্যবসায়ী বেইজিং সফর। এর মধ্যে সর্বশেষ ব্যক্তি হলেন বিল গেটস।
এদিকে চলতি সপ্তাহের শেষ নাগাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনেরও চীন সফর করার কথা রয়েছে।
চীনা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট সি বিল গেটসকে বলেছেন, আমি প্রায়শই বলি যে, চীন-মার্কিন সম্পর্কের ভিত্তি জনগণ। আমরা সব সময় আমেরিকান জনগণের দিকে তাকিয়ে থাকি এবং আশা করি যে, দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে।’
সাম্প্রতিক বছরগুলোতে কোনো বিদেশি ব্যবসায়িক ব্যক্তিত্বের সঙ্গে প্রেসিডেন্ট সির এটাই প্রথম বৈঠক। ২০২০ সালে করোনা মহামারিতে লকডাউন দেওয়ার পর থেকে বিদেশ ভ্রমণ করেননি সি। প্রেসিডেন্ট সি এবং বিল গেটস সর্বশেষ সাক্ষাৎ হয় ২০১৫ সালে।
চলতি বছর টেসলার মালিক ইলন মাস্ক, জেপি মরগানের জেমি ডিমন এবং অ্যাপলের টিম কুক চীন সফর করেছেন। তবে তাঁরা চীনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও প্রেসিডেন্ট সির সঙ্গে সাক্ষাৎ করেননি।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-চেয়ারম্যান হিসেবে বিল গেটস চীন ভ্রমণ করছেন। ২০২০ সালে গেটস বিশ্বব্যাপী স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা এই ফাউন্ডেশনে পূর্ণকালীন সময় দিতে মাইক্রোসফটের পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করেন। ১২ বছর আগে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়েন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ২০১৯ সালের পর প্রথম চীন সফরকারী মার্কিন মন্ত্রী হিসেবে সপ্তাহের শেষ নাগাদ বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের মধ্যে এই সফরে সম্পর্কে তেমন কোনো অগ্রগতি হবে বলে আশা করছেন না পর্যবেক্ষকেরা।
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভূরাজনীতি ও বাণিজ্য বিরোধ এখন তুঙ্গে। এর মধ্যে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎকার করলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার তাঁদের সাক্ষাৎ হয়। প্রেসিডেন্ট সি বিল গেটসকে ‘প্রথম আমেরিকান বন্ধু’ যে এ বছর বেইজিংয়ে এসে দেখা করেছে বলে উল্লেখ করেছেন।
তবে এটাও সত্যি যে, ডোনাল্ড ট্রাম্পের আমল থেকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চরমে পৌঁছালেও করোনা লকডাউন তুলে নেওয়ার পর ব্যবসায়িক কারণে বেশ কয়েকজন হাইপ্রোফাইল ব্যবসায়ী বেইজিং সফর। এর মধ্যে সর্বশেষ ব্যক্তি হলেন বিল গেটস।
এদিকে চলতি সপ্তাহের শেষ নাগাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনেরও চীন সফর করার কথা রয়েছে।
চীনা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট সি বিল গেটসকে বলেছেন, আমি প্রায়শই বলি যে, চীন-মার্কিন সম্পর্কের ভিত্তি জনগণ। আমরা সব সময় আমেরিকান জনগণের দিকে তাকিয়ে থাকি এবং আশা করি যে, দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে।’
সাম্প্রতিক বছরগুলোতে কোনো বিদেশি ব্যবসায়িক ব্যক্তিত্বের সঙ্গে প্রেসিডেন্ট সির এটাই প্রথম বৈঠক। ২০২০ সালে করোনা মহামারিতে লকডাউন দেওয়ার পর থেকে বিদেশ ভ্রমণ করেননি সি। প্রেসিডেন্ট সি এবং বিল গেটস সর্বশেষ সাক্ষাৎ হয় ২০১৫ সালে।
চলতি বছর টেসলার মালিক ইলন মাস্ক, জেপি মরগানের জেমি ডিমন এবং অ্যাপলের টিম কুক চীন সফর করেছেন। তবে তাঁরা চীনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও প্রেসিডেন্ট সির সঙ্গে সাক্ষাৎ করেননি।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-চেয়ারম্যান হিসেবে বিল গেটস চীন ভ্রমণ করছেন। ২০২০ সালে গেটস বিশ্বব্যাপী স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা এই ফাউন্ডেশনে পূর্ণকালীন সময় দিতে মাইক্রোসফটের পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করেন। ১২ বছর আগে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়েন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ২০১৯ সালের পর প্রথম চীন সফরকারী মার্কিন মন্ত্রী হিসেবে সপ্তাহের শেষ নাগাদ বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের মধ্যে এই সফরে সম্পর্কে তেমন কোনো অগ্রগতি হবে বলে আশা করছেন না পর্যবেক্ষকেরা।
নিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
৮ মিনিট আগেলাওসের পর্যটন শহর ভাং ভিয়েং-এ সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় আরও একজন অস্ট্রেলীয় তরুণীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিষাক্ত অ্যালকোহল সেবনে সেখানে ছয় বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
৩৯ মিনিট আগেদখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা রায়ান বর্গওয়ার্ট। সম্প্রতি এই কায়াকার নিজের ডুবে যাওয়ার নাটক সাজিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রায়ান বর্তমানে পূর্ব ইউরোপের কোথাও জীবিত আছেন।
২ ঘণ্টা আগে