ফিরে এসেছে করোনা, উহানের সব বাসিন্দাকে পরীক্ষা করাবে চীন

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৩: ৪৯
Thumbnail image

এক বছরের বেশি সময় পর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে আবারও করোনা রোগী পাওয়া গেছে। এ কারণে শহরটির সব বাসিন্দার করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উহানে স্থানীয়ভাবে সংক্রমিত সাতজন করোনা রোগী পাওয়া গেছে। এ শহরটিতে ২০১৯ সালের শেষের দিকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

 ডেলটা ভ্যারিয়েন্টের কারণে চীনে করোনা রোগীর সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। দেশটিতে গত ১০ দিনে ৩০০ জনের মতো করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় চীনে ৯০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। জানা গেছে, নতুন শনাক্ত হওয়া করোনা রোগীদের ৬১ জনই স্থানীয়ভাবে সংক্রমিত।

চীনের ১৫টি প্রদেশে করোনা ছড়িয়ে পড়েছে। সেসব জায়গায় করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউন ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে চীনে এখন পর্যন্ত ৯৩ হাজার ১০৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪ হাজার ৬৩৬ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত