অনলাইন ডেস্ক
তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হয়ে রেকর্ড গড়লেন সি চিনপিং। একই সঙ্গে পরবর্তী পাঁচ বছরের জন্য ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতৃত্বে থাকছেন তিনি। দলের প্রধান নির্বাচিত হয়েই নতুন কমিটির শীর্ষ নেতৃত্বে ব্যাপক বদলের ঘোষণা দেন সি। নিজের অনুগতদের নতুন পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য করেন।
বিবিসির খবরে জানা যায়, রোববার (২৩ অক্টোবর) বেইজিংয়ে গ্রেট হল অব পিপলসে চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) ২০তম কেন্দ্রীয় কমিটির অধিবেশনে সিকে দলের জেনারেল সেক্রেটারি নির্বাচিত করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন সি। অধিবেশনে সিসিপির সাত সদস্যের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়। সি চিনপিং ছাড়াও লি কিয়াং, শাও লেজি, ওয়াং হানিং, কাই কি, ডিং শুয়েশিয়াং এবং লি সি এই কার্যনির্বাহী কমটিতে রয়েছেন। লি কিয়াং প্রিমিয়ার, অর্থাৎ দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
রাজধানী বেইজিংয়ে গত ১৬ অক্টোবর শুরু হয় দেশটির কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেস। এক সপ্তাহব্যাপী চলা এবারের কংগ্রেসে দলের উচ্চপর্যায়ের সদস্যরা যোগদান করেন।
এর আগে ২০১৮ সালে চীনের প্রেসিডেন্ট হিসেবে কোনো ব্যক্তি কেবল দুই মেয়াদে দায়িত্ব পালন করবেন এমন বিধান বিলুপ্ত করেন সি চিনপিং, যা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে তাঁকে। চীনের নেতা মাও সে তুংয়ের পর সি চিনপিংকেই দেশটির সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে বিবেচনা করা হয়। তাঁর পর থেকে আর কোনো নেতা পরপর তিনবার চীনের শীর্ষ পদে বসেননি। সেই রেকর্ড বর্তমানে ভাঙলেন চিনপিং।
তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হয়ে রেকর্ড গড়লেন সি চিনপিং। একই সঙ্গে পরবর্তী পাঁচ বছরের জন্য ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতৃত্বে থাকছেন তিনি। দলের প্রধান নির্বাচিত হয়েই নতুন কমিটির শীর্ষ নেতৃত্বে ব্যাপক বদলের ঘোষণা দেন সি। নিজের অনুগতদের নতুন পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য করেন।
বিবিসির খবরে জানা যায়, রোববার (২৩ অক্টোবর) বেইজিংয়ে গ্রেট হল অব পিপলসে চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) ২০তম কেন্দ্রীয় কমিটির অধিবেশনে সিকে দলের জেনারেল সেক্রেটারি নির্বাচিত করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন সি। অধিবেশনে সিসিপির সাত সদস্যের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়। সি চিনপিং ছাড়াও লি কিয়াং, শাও লেজি, ওয়াং হানিং, কাই কি, ডিং শুয়েশিয়াং এবং লি সি এই কার্যনির্বাহী কমটিতে রয়েছেন। লি কিয়াং প্রিমিয়ার, অর্থাৎ দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
রাজধানী বেইজিংয়ে গত ১৬ অক্টোবর শুরু হয় দেশটির কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেস। এক সপ্তাহব্যাপী চলা এবারের কংগ্রেসে দলের উচ্চপর্যায়ের সদস্যরা যোগদান করেন।
এর আগে ২০১৮ সালে চীনের প্রেসিডেন্ট হিসেবে কোনো ব্যক্তি কেবল দুই মেয়াদে দায়িত্ব পালন করবেন এমন বিধান বিলুপ্ত করেন সি চিনপিং, যা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে তাঁকে। চীনের নেতা মাও সে তুংয়ের পর সি চিনপিংকেই দেশটির সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে বিবেচনা করা হয়। তাঁর পর থেকে আর কোনো নেতা পরপর তিনবার চীনের শীর্ষ পদে বসেননি। সেই রেকর্ড বর্তমানে ভাঙলেন চিনপিং।
ট্রাম্প জানিয়েছিলেন, নতুন প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো উন্নত করার জন্য ‘স্টারগেট’ নামে একটি নতুন কোম্পানি গঠিত হবে। সফট ব্যাংক, ওপেনএআই এবং ওরাকল-এর নেতারা ট্রাম্পের সঙ্গে এই ঘোষণায় অংশ নিয়েছিলেন।
১১ ঘণ্টা আগেভারতের মহারাষ্ট্রে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। যাত্রীরা একটি ট্রেনে আগুন লাগার গুজবে আতঙ্কিত হয়ে নেমে আসার পর পাশের লাইনে আসা আরেকটি ট্রেনের ধাক্কায় তারা প্রাণ হারান
১১ ঘণ্টা আগেবিবিসি জানিয়েছে, গত সোমবার দিল্লির পাতিয়ালা হাউস আদালত পুলিশকে চিত্রকর্ম দুটি বাজেয়াপ্ত করার অনুমতি দিয়েছিলেন। পুলিশের অভিযোগে বলা হয়, একটি আর্ট গ্যালারিতে প্রদর্শিত চিত্রকর্ম দুটি হিন্দু দেবতাদের নগ্ন রূপে চিত্রিত করেছে। বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে বৈচিত্র্য, ন্যায়সংগত সুযোগ এবং অন্তর্ভুক্তি (ডিইআইএ) কার্যক্রম বন্ধে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আজ বুধবার সন্ধ্যার মধ্যে ডিইআইএ ফেডারেল কর্মীদের পেইড লিভে যেতে ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে