চীনে টানেলের ভেতরে যাত্রীবাহী বাস বিধ্বস্ত, নিহত ১৪

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ১২: ১০
আপডেট : ২০ মার্চ ২০২৪, ১২: ৩২

চীনের উত্তরাঞ্চলে শানজি প্রদেশে টানেলের ভেতরে যাত্রীবাহী বাস বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনায় আরও ৩৭ জন আহত হয়েছে বলে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে প্রকাশ করা হয়।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, ৫১ জন যাত্রী নিয়ে বাসটি টানেলের ভেতরের দেওয়ালে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। 

স্থানীয় সময় বেলা ২টা ৩৭ মিনিটের দিকে হুবেই এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে এবং আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত করছেন। 

কড়া নিরাপত্তার অভাবে চীনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত বছরের ফেব্রুয়ারিতে মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে একটি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এর এক মাস আগে পূর্বাঞ্চলীয় জিয়াংজি প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ২০ জন আহত হয়।

এ ছাড়া গতকাল মঙ্গলবার পৃথক ঘটনায় চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের তাইঝৌ শহরের একটি ভোকেশনাল স্কুলে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দিলে তিনজন নিহত ও ১৬ জন আহত হয়। স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত