Ajker Patrika

তাইওয়ানের আকাশে সবচেয়ে বড় যুদ্ধবিমানের মহড়া দিল চীন

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ জুন ২০২১, ০৬: ৩৭
তাইওয়ানের আকাশে সবচেয়ে বড় যুদ্ধবিমানের মহড়া দিল চীন

ঢাকা: তাইওয়ানে রেকর্ডসংখ্যক যুদ্ধবিমান নিয়ে প্রবেশ করেছে চীন। দেশটির আকাশে মহড়া দিয়েছে ২৮টি চীনা উড়োজাহাজ। এর মধ্যে যুদ্ধবিমান ও পারমাণবিক বোমাবাহী উড়োজাহাজও ছিল। 

মঙ্গলবার (১৫ জুন) বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (এডিআইজেড) চীনের এ বিমানগুলো প্রবেশ করে। বিমানগুলো প্রতাস দ্বীপ ও দেশটির দক্ষিণাঞ্চলে মহড়া দেয়। তাইওয়ান সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়টার্সকে জানায়, চীনা সামরিক উড়োজাহাজকে সতর্ক করতে তারাও যুদ্ধবিমান পাঠায়। জাহাজগুলো পর্যবেক্ষণের জন্য মিসাইল সিস্টেমও চালু করে। পর্যবেক্ষণে দেখা যায় এ বহরে ১৪টি জে-১৬, ৬টি জে-১১ যুদ্ধবিমান ছাড়াও ৪টি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এইচ-৬ বোম্বার ছিল। ছিল সাবমেরিন বিধ্বংসী ও সতর্কবার্তা দেওয়ার উড়োজাহাজও।

গত বেশ কয়েক মাস ধরেই চীনের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করছে তাইওয়ান। সম্প্রতি জি-৭ সম্মেলনে তাইওয়ান এই ইস্যুতে চীনকে তিরস্কার করার পরও একই ধরনের ঘটনা ঘটল। তবে এ নিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

প্রসঙ্গত, এর আগে গত ১২ এপ্রিল তাইওয়ানের দক্ষিণাঞ্চলের প্রতাস দ্বীপে চীনের ২৫টি উড়োজাহাজ অনুপ্রবেশ করে। চীন তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশ হিসেবে বিবেচনা করে। তবে গণতান্ত্রিক তাইওয়ান নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র মনে করে। তাইওয়ানের দাবিকে বরাবরই সমর্থন দেয় মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত