আক্রান্ত হলে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি তাইওয়ানের

অনলাইন ডেস্ক
Thumbnail image

চীনের যুদ্ধবিমান ও যুদ্ধবিমান আবারও তাইওয়ানের সীমানায় প্রবেশ করলে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে তাইপে। তাইপেতে মার্কিন রাজনীতিবিদদের সফরের প্রতিবাদে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া বাড়িয়েছে চীন। এরই মধ্যে এবার চীনকে কড়া হুঁশিয়ারি দিল তাইপে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

স্থানীয় সময় আজ বুধবার তাইওয়ানের অপারেশনস এবং পরিকল্পনা বিভাগের প্রধান মেজর জেনারেল লিন ওয়েন-হুয়াং এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি বার্তা দেন। তিনি জানান, চীনের যুদ্ধ বিমান এবং যুদ্ধজাহাজ তাইওয়ানের ভূখণ্ডে প্রবেশ করলে আত্মরক্ষা এবং ‘পাল্টা আক্রমণ’ করার অধিকার তাদের রয়েছে এবং তাঁরা সেই অধিকার প্রয়োগ করবে। 

চীনের যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ তাইওয়ানের আঞ্চলিক সীমানায় প্রবেশ করলে তাইওয়ান কীভাবে প্রতিক্রিয়া জানাবে এমন প্রশ্নের জবাবে তাইপের এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ‘তাইওয়ানের যত কাছাকাছি আক্রমণ হবে, আমাদের পাল্টা ব্যবস্থা তত শক্তিশালী হবে।’ 

তাইওয়ান নিজেদের গণতান্ত্রিকভাবে শাসিত স্বাধীন রাষ্ট্র বলে দাবি করলেও চীন বরাবরই দাবি করে এসেছে তাইওয়ান তাদেরই অংশ। প্রয়োজনে জোর প্রয়োগ করে হলেও তাইওয়ানের নিয়ন্ত্রণ নেবে তাঁরা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের ন্যান্সি পেলোসির তাইপে সফরের পর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এরপর থেকেই তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া বাড়ায় চীন।

এদিকে, আর্থিক সংকট এবং আন্তসীমান্ত ভ্রমণ নিয়ে আলোচনা করতে চীনে সফর করার কথা থাকলেও তা বাতিল করেছেন হংকংয়ের নেতা জন লি। এর পরিবর্তে ভার্চুয়াল আলোচনার কথা জানিয়েছেন তিনি। বুধবার লি জানিয়েছেন, তিনি চীনা কর্তৃপক্ষের সঙ্গে সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা করবেন। চীন এবং হংকং উভয় ভূখণ্ডে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় লির সরাসরি সফর বাতিল করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত

ভিসা জটিলতায় ভ্রমণকর হারাচ্ছে সরকার

গাজীপুরে ড. ইউনূসের গ্রামীণ ফেব্রিকসে আগুন দিয়েছে বেক্সিমকোর শ্রমিকেরা

সরকারে ছাত্র প্রতিনিধি রেখে রাজনৈতিক দল করলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে

গাড়িচালককে মারধর: কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসি সচিবের কক্ষের সামনে হট্টগোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত