অনলাইন ডেস্ক
১৯৯৭ সালে চীনের শ্যানডং প্রদেশ থেকে অপহৃত হয় গুয়ো গ্যাংটাংয়ের ছেলে। এরপর গুয়ো ছেলেকে খুঁজতে ছেলের ছবিসংবলিত ব্যানার নিয়ে মোটরসাইকেলে চড়ে চীনের ২০টি প্রদেশের পাঁচ লাখ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। এ সময় কখনো ব্রিজের নিচে ঘুমিয়েছেন গুয়ো। কখনো আবার রাস্তায় ডাকাতদের সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁকে। টাকা শেষ হয়ে গেলে ভিক্ষাও করেছেন তিনি। অবশেষে ২৪ বছর পর সন্তানকে ফিরে পেয়েছেন ৫১ বছর বয়সী গুয়ো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
গুয়ো জানান, ছেলেকে খুঁজতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডের হার ভেঙে গেছে। ২৪ বছরে গুয়োর ১০টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ডিএনএ টেস্টের মাধ্যমে পুলিশ ওই ছেলের পরিচয় নিশ্চিত হতে পেরেছে। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়, শ্যানডং প্রদেশের পার্শ্ববর্তী হেনান প্রদেশে গুয়োর ছেলের সন্ধান মিলেছে। চলতি সপ্তাহের শেষেই তাঁদের সাক্ষাৎ হবে।
এ নিয়ে গুয়ো সাংবাদিকদের বলেন, ‘আমি সন্তানকে খুঁজে পেয়েছি। এখন থেকে সবই সুখকর হবে।’
জানা গেছে, সন্তানকে খুঁজতে খুঁজতে চীনের নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করা বিভিন্ন সংস্থার সদস্য হয়েছেন গুয়ো। এ পর্যন্ত সাতজন বাবা-মায়ের কাছে অপহৃত সন্তানদের ফিরিয়ে দিয়েছেন তিনি।
গুয়োর ঘটনায় অনুপ্রাণিত হয়ে ২০১৫ সালে একটি সিনেমাও তৈরি হয়েছিল। ওই সিনেমায় অভিনয় করেন হংকংয়ের সুপারস্টার অ্যান্ডি লাউ।
শিশু অপহরণের ঘটনা চীনে একটি বড় সমস্যা। চীন সরকারের তথ্য অনুযায়ী, চীনে প্রতিবছর ২০ হাজারের বেশি শিশু অপহৃত হয়। এদের মধ্যে বেশির ভাগকে বিক্রি করে দেওয়া হয়।
১৯৯৭ সালে চীনের শ্যানডং প্রদেশ থেকে অপহৃত হয় গুয়ো গ্যাংটাংয়ের ছেলে। এরপর গুয়ো ছেলেকে খুঁজতে ছেলের ছবিসংবলিত ব্যানার নিয়ে মোটরসাইকেলে চড়ে চীনের ২০টি প্রদেশের পাঁচ লাখ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। এ সময় কখনো ব্রিজের নিচে ঘুমিয়েছেন গুয়ো। কখনো আবার রাস্তায় ডাকাতদের সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁকে। টাকা শেষ হয়ে গেলে ভিক্ষাও করেছেন তিনি। অবশেষে ২৪ বছর পর সন্তানকে ফিরে পেয়েছেন ৫১ বছর বয়সী গুয়ো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
গুয়ো জানান, ছেলেকে খুঁজতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডের হার ভেঙে গেছে। ২৪ বছরে গুয়োর ১০টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ডিএনএ টেস্টের মাধ্যমে পুলিশ ওই ছেলের পরিচয় নিশ্চিত হতে পেরেছে। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়, শ্যানডং প্রদেশের পার্শ্ববর্তী হেনান প্রদেশে গুয়োর ছেলের সন্ধান মিলেছে। চলতি সপ্তাহের শেষেই তাঁদের সাক্ষাৎ হবে।
এ নিয়ে গুয়ো সাংবাদিকদের বলেন, ‘আমি সন্তানকে খুঁজে পেয়েছি। এখন থেকে সবই সুখকর হবে।’
জানা গেছে, সন্তানকে খুঁজতে খুঁজতে চীনের নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করা বিভিন্ন সংস্থার সদস্য হয়েছেন গুয়ো। এ পর্যন্ত সাতজন বাবা-মায়ের কাছে অপহৃত সন্তানদের ফিরিয়ে দিয়েছেন তিনি।
গুয়োর ঘটনায় অনুপ্রাণিত হয়ে ২০১৫ সালে একটি সিনেমাও তৈরি হয়েছিল। ওই সিনেমায় অভিনয় করেন হংকংয়ের সুপারস্টার অ্যান্ডি লাউ।
শিশু অপহরণের ঘটনা চীনে একটি বড় সমস্যা। চীন সরকারের তথ্য অনুযায়ী, চীনে প্রতিবছর ২০ হাজারের বেশি শিশু অপহৃত হয়। এদের মধ্যে বেশির ভাগকে বিক্রি করে দেওয়া হয়।
আরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
১ ঘণ্টা আগেমধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইসরায়েল, লেবানন, সিরিয়া ও ইরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনায় পাইলটদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে সতর্ক করেছে ফ্লাইট অপারেশনস গ্রুপ। সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যের আকাশে যাত্রীবাহী বিমান চলাচল এখন আগের যেকোনো সময়ের তুলনায় নিরাপদ। তবে আন্তর্জাতিক...
১ ঘণ্টা আগেলেবাননের উদীয়মান নারী ফুটবলার সেলিন হায়দার। কয়েকদিন আগেই জাতীয় নারী ফুটবল দলে ডাক পেয়েছিলেন তিনি। তার স্বপ্ন ছিল আসন্ন ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে লেবাননের জার্সি গায়ে মাঠে নামার। কিন্তু সেই স্বপ্ন এখন অনেক দূরে। ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়ে এখন কোমায় মৃত্যুর সঙ্গে লড়ছেন সেলিন।
১ ঘণ্টা আগেভারতের আলোচিত গান্ধী পরিবারের অন্যতম উত্তরাধিকার প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। এই প্রথম তিনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর জীবনের প্রথম নির্বাচনেই বাজিমাত করতে যাচ্ছেন তিনি। ভাই রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়ানাদ আসনে এখন পর্যন্ত ৩ লাখ ৯০ হাজার ভোটে এগিয়ে আছেন প্রিয়াঙ্কা
২ ঘণ্টা আগে