অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে যে সংকট চলছে, তা থেকে ‘প্রতিশোধের দুষ্টচক্র’ শুরু হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছে চীন। মূলত, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র পাল্টা জবাব দেওয়ার যে প্রতিজ্ঞা ব্যক্ত করেছে, সেই বিষয়কে ইঙ্গিত করেই বেইজিং এই আশঙ্কা ব্যক্ত করেছে। গতকাল মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহত ও ৩৪ জন আহত হওয়ার পর হামলায় ইরান সমর্থিত গোষ্ঠীকে জড়িয়ে মূলত তেহরানকেই দোষারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘যদিও আমরা এই হামলার তথ্য-প্রমাণ সংগ্রহ করছি, তবে আমরা জানি যে সিরিয়া ও ইরাকে সক্রিয় ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে। কোনো সন্দেহ রাখবেন না—আমরা যথাসময়ে আমাদের নিজস্ব পদ্ধতিতেই দায়ীদের জবাবদিহির আওতায় আনব।’
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বিবৃতিতে বলেছেন, ‘আমরা মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় হতাহতের বিষয়টি আমলে নিয়েছি। আমার এটিও আমলে নিয়েছি যে, ইরান বলেছে, এই হামলার সঙ্গে তারা জড়িত নয়।’
বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, ‘এই ইস্যুতে আমরা আশা করি সংশ্লিষ্ট সব পক্ষই শান্ত ও সংযত আচরণ করবে...যাতে এই অঞ্চলে বিস্তৃত সংঘাত শুরু হওয়ার মাধ্যমে প্রতিশোধের একটি দুষ্টচক্র শুরু হওয়ার আগেই ঠেকানো যায়।’ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি খুবই জটিল ও স্পর্শকাতর।’
এর আগে অবশ্য হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাডমিরাল জন কারবি গত সোমবার বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না ওয়াশিংটন। তবে তিনি এও বলেছেন, মার্কিন ঘাঁটিতে এই হামলা উসকানিমূলক। এই হামলার ব্যাপারে কোনো ভুল করা যাবে না এবং অবশ্যই এর জবাব দিতে হবে।
মধ্যপ্রাচ্যে যে সংকট চলছে, তা থেকে ‘প্রতিশোধের দুষ্টচক্র’ শুরু হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছে চীন। মূলত, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র পাল্টা জবাব দেওয়ার যে প্রতিজ্ঞা ব্যক্ত করেছে, সেই বিষয়কে ইঙ্গিত করেই বেইজিং এই আশঙ্কা ব্যক্ত করেছে। গতকাল মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহত ও ৩৪ জন আহত হওয়ার পর হামলায় ইরান সমর্থিত গোষ্ঠীকে জড়িয়ে মূলত তেহরানকেই দোষারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘যদিও আমরা এই হামলার তথ্য-প্রমাণ সংগ্রহ করছি, তবে আমরা জানি যে সিরিয়া ও ইরাকে সক্রিয় ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে। কোনো সন্দেহ রাখবেন না—আমরা যথাসময়ে আমাদের নিজস্ব পদ্ধতিতেই দায়ীদের জবাবদিহির আওতায় আনব।’
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বিবৃতিতে বলেছেন, ‘আমরা মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় হতাহতের বিষয়টি আমলে নিয়েছি। আমার এটিও আমলে নিয়েছি যে, ইরান বলেছে, এই হামলার সঙ্গে তারা জড়িত নয়।’
বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, ‘এই ইস্যুতে আমরা আশা করি সংশ্লিষ্ট সব পক্ষই শান্ত ও সংযত আচরণ করবে...যাতে এই অঞ্চলে বিস্তৃত সংঘাত শুরু হওয়ার মাধ্যমে প্রতিশোধের একটি দুষ্টচক্র শুরু হওয়ার আগেই ঠেকানো যায়।’ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি খুবই জটিল ও স্পর্শকাতর।’
এর আগে অবশ্য হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাডমিরাল জন কারবি গত সোমবার বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না ওয়াশিংটন। তবে তিনি এও বলেছেন, মার্কিন ঘাঁটিতে এই হামলা উসকানিমূলক। এই হামলার ব্যাপারে কোনো ভুল করা যাবে না এবং অবশ্যই এর জবাব দিতে হবে।
ভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
২৬ মিনিট আগেমানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
৩২ মিনিট আগেআয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
২ ঘণ্টা আগেনিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগে