আজকের পত্রিকা ডেস্ক
ডাইনোসরের সম্পূর্ণ নতুন দুটি প্রজাতির নমুনা পাওয়া গেছে চীনে। আয়তনের দিক থেকে সেই প্রজাতির ডাইনোসরগুলো ছিল প্রায় নীল তিমির সমান। বিজ্ঞানীদের ধারণা, ১২ থেকে ১৩ কোটি বছর আগে ডাইনোসরের এই প্রজাতিগুলো পৃথিবীতে বিচরণ করত।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াং থেকেই ডাইনোসরের জীবাশ্মগুলো পাওয়া গেছে। সম্প্রতি ‘সায়েন্টিফিক রিপোর্টস’ জার্নালে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন গবেষকেরা। নমুনাগুলো পরীক্ষা করে চীনা একাডেমি অব সায়েন্সের বিজ্ঞানীরা দেখতে পান, এগুলো ডাইনোসরের সম্পূর্ণ নতুন দুটি প্রজাতি। ইতিপূর্বে এই প্রজাতির ডাইনোসরের নমুনা পৃথিবীর আর কোথাও পাওয়া যায়নি। পরে দুটি প্রজাতির মধ্যে একটির নামকরণ করা হয়, সিলুটাইটান সিনেসিস বা সিলু। যার অর্থ হলো সিল্ক রোড। অন্যটির দেওয়া হয়, হামিটাইটান জিনজিয়াংগেনসিস। অর্থাৎ যেখানে নমুনাটি পাওয়া গিয়েছিল সেই এলাকার নামের সঙ্গে মিলিয়ে এর নামকরণ করা হয়।
বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, সিলু প্রজাতির ডাইনোসরগুলোর একেকটি ২০ মিটারেরও বেশি লম্বা হতো এবং হামিটাইটান প্রজাতির ডাইনোসরগুলো হতো ১৭ মিটারের কাছাকাছি। সমুদ্রে যেসব নীল তিমি বসবাস করে সেগুলোর একেকটি ২৩ থেকে ৩০ মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে।
গবেষণায় বেরিয়ে এসেছে আবিষ্কার হওয়া প্রজাতিগুলো ডাইনোসরের সওরোপড গোত্রের ছিল। এ ধরনের ডাইনোসরের ঘাড় অনেক দীর্ঘ হয়। আর এরা সাধারণত উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করত।
গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন, এশিয়ার মধ্যে এ ধরনের মেরুদণ্ডী ডাইনোসরের অস্তিত্ব খুঁজে পাওয়া সম্পূর্ণ নতুন ঘটনা। এর আগে গত এপ্রিলে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিংয়ে উড়তে পারত এমন ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছিল। এ ছাড়া গত বছর ডাইনোসর বিশেষজ্ঞরা চীন থেকেই আরও একটি ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পেয়েছিলেন। ধারণা করা হয়, সেই ডাইনোসরটি সাড়ে ১২ কোটি বছর আগে পৃথিবীতে বেঁচে ছিল।
ডাইনোসরের সম্পূর্ণ নতুন দুটি প্রজাতির নমুনা পাওয়া গেছে চীনে। আয়তনের দিক থেকে সেই প্রজাতির ডাইনোসরগুলো ছিল প্রায় নীল তিমির সমান। বিজ্ঞানীদের ধারণা, ১২ থেকে ১৩ কোটি বছর আগে ডাইনোসরের এই প্রজাতিগুলো পৃথিবীতে বিচরণ করত।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াং থেকেই ডাইনোসরের জীবাশ্মগুলো পাওয়া গেছে। সম্প্রতি ‘সায়েন্টিফিক রিপোর্টস’ জার্নালে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন গবেষকেরা। নমুনাগুলো পরীক্ষা করে চীনা একাডেমি অব সায়েন্সের বিজ্ঞানীরা দেখতে পান, এগুলো ডাইনোসরের সম্পূর্ণ নতুন দুটি প্রজাতি। ইতিপূর্বে এই প্রজাতির ডাইনোসরের নমুনা পৃথিবীর আর কোথাও পাওয়া যায়নি। পরে দুটি প্রজাতির মধ্যে একটির নামকরণ করা হয়, সিলুটাইটান সিনেসিস বা সিলু। যার অর্থ হলো সিল্ক রোড। অন্যটির দেওয়া হয়, হামিটাইটান জিনজিয়াংগেনসিস। অর্থাৎ যেখানে নমুনাটি পাওয়া গিয়েছিল সেই এলাকার নামের সঙ্গে মিলিয়ে এর নামকরণ করা হয়।
বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, সিলু প্রজাতির ডাইনোসরগুলোর একেকটি ২০ মিটারেরও বেশি লম্বা হতো এবং হামিটাইটান প্রজাতির ডাইনোসরগুলো হতো ১৭ মিটারের কাছাকাছি। সমুদ্রে যেসব নীল তিমি বসবাস করে সেগুলোর একেকটি ২৩ থেকে ৩০ মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে।
গবেষণায় বেরিয়ে এসেছে আবিষ্কার হওয়া প্রজাতিগুলো ডাইনোসরের সওরোপড গোত্রের ছিল। এ ধরনের ডাইনোসরের ঘাড় অনেক দীর্ঘ হয়। আর এরা সাধারণত উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করত।
গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন, এশিয়ার মধ্যে এ ধরনের মেরুদণ্ডী ডাইনোসরের অস্তিত্ব খুঁজে পাওয়া সম্পূর্ণ নতুন ঘটনা। এর আগে গত এপ্রিলে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিংয়ে উড়তে পারত এমন ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছিল। এ ছাড়া গত বছর ডাইনোসর বিশেষজ্ঞরা চীন থেকেই আরও একটি ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পেয়েছিলেন। ধারণা করা হয়, সেই ডাইনোসরটি সাড়ে ১২ কোটি বছর আগে পৃথিবীতে বেঁচে ছিল।
বাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩ থেকে ৫ হাজার যোদ্ধা সংগ্রহের ব্যাপকতার প্রতিবেদন প্রকাশ করেছে। এ ছাড়া, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের ব্যর্থ আলোচনা, জান্তার পক্ষ থেকে রোহিঙ্গা যোদ্ধাদের অর্থ এবং নাগরিকত্বের প্রস্তাব এবং বিদ্রোহীদের সঙ্গে কিছু বাংলাদেশি কর্মকর্তার...
৩৬ মিনিট আগেযে রাঁধে, সে চুলও বাঁধে—এই প্রবাদের এক অনন্য উদাহরণ ভোপালের রাজকন্যা আবিদা সুলতান। তিনি ছোট বেলা থেকেই ছিলেন একেবারেই ভিন্নধর্মী এক রাজকন্যা। তিনি ছোট চুল রাখতেন, বাঘ শিকার করতেন এবং দুর্দান্ত পোলো খেলতেন। মাত্র ৯ বছর বয়স থেকেই নিজেই রোলস রয়েস গাড়ি চালাতেন, ওড়াতেন বিমানও। তলোয়ারবাজিতেও ছিলে দুর্দান্
২ ঘণ্টা আগেপূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
৩ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা জভি কোগানকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে অভিযুক্তদের কোনো পরিচয় বা হত্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
৩ ঘণ্টা আগে