অনলাইন ডেস্ক
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, ‘পরিবর্তিত ও অস্থির এই সময়ে চীন ও জার্মানির মধ্যে বৃহত্তর সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।’ স্থানীয় সময় আজ শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে সি চিন পিংয়ের সঙ্গে জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজের সাক্ষাতের সময় সি এই আহ্বান জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে করোনা মহামারির পর এই প্রথম বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর কোনো নেতা চীন সফর করলেন। বিশ্লেষকেরা ধারণা করছেন, শুলজের এই সফরের মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে চীনের সম্পর্কের বরফ গলা শুরু হতে পারে। ধারণা করা হচ্ছে, এ দুই নেতা ইউক্রেন-রাশিয়া সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অর্থনীতি নিয়ে আলোচনা করবেন।
সি চিন পিং বলেছেন, ‘বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি খুবই জটিল এবং অস্থির। বিশ্বের প্রভাবশালী ও বৃহৎ দেশ হিসেবে এই পরিবর্তিত ও অস্থির সময়ে চীন ও জার্মানির একত্রে কাজ করা উচিত। তার চেয়েও বড় কথা হলো, এটি আমাদের করতেই হবে, যাতে বিশ্বশান্তি ও উন্নয়ন আমরা এগিয়ে নিতে পারি।’
এদিকে ওলাফ শুলজ সি চিন পিংকে বলেছেন, ‘এটি খুবই ইতিবাচক বিষয় যে, আমরা এই সংকটের সময়েও পরস্পরের সঙ্গে মিলিত হয়েছি।’ তিনি আরও বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার হামলা বর্তমান বিশ্বব্যবস্থাকে সমস্যার মুখে ফেলেছে।’
শুলজ আরও জানিয়েছেন, তিনি এবং সি ইউরোপ ও চীনের পরস্পর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৈশ্বিক ক্ষুধা এবং চীন-জার্মানির অর্থনৈতিক সম্পর্ক আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেসব নিয়ে আলোচনা করবেন।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, ‘পরিবর্তিত ও অস্থির এই সময়ে চীন ও জার্মানির মধ্যে বৃহত্তর সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।’ স্থানীয় সময় আজ শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে সি চিন পিংয়ের সঙ্গে জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজের সাক্ষাতের সময় সি এই আহ্বান জানান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে করোনা মহামারির পর এই প্রথম বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর কোনো নেতা চীন সফর করলেন। বিশ্লেষকেরা ধারণা করছেন, শুলজের এই সফরের মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে চীনের সম্পর্কের বরফ গলা শুরু হতে পারে। ধারণা করা হচ্ছে, এ দুই নেতা ইউক্রেন-রাশিয়া সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অর্থনীতি নিয়ে আলোচনা করবেন।
সি চিন পিং বলেছেন, ‘বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি খুবই জটিল এবং অস্থির। বিশ্বের প্রভাবশালী ও বৃহৎ দেশ হিসেবে এই পরিবর্তিত ও অস্থির সময়ে চীন ও জার্মানির একত্রে কাজ করা উচিত। তার চেয়েও বড় কথা হলো, এটি আমাদের করতেই হবে, যাতে বিশ্বশান্তি ও উন্নয়ন আমরা এগিয়ে নিতে পারি।’
এদিকে ওলাফ শুলজ সি চিন পিংকে বলেছেন, ‘এটি খুবই ইতিবাচক বিষয় যে, আমরা এই সংকটের সময়েও পরস্পরের সঙ্গে মিলিত হয়েছি।’ তিনি আরও বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার হামলা বর্তমান বিশ্বব্যবস্থাকে সমস্যার মুখে ফেলেছে।’
শুলজ আরও জানিয়েছেন, তিনি এবং সি ইউরোপ ও চীনের পরস্পর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৈশ্বিক ক্ষুধা এবং চীন-জার্মানির অর্থনৈতিক সম্পর্ক আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেসব নিয়ে আলোচনা করবেন।
ট্রাম্প জানিয়েছিলেন, নতুন প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো উন্নত করার জন্য ‘স্টারগেট’ নামে একটি নতুন কোম্পানি গঠিত হবে। সফট ব্যাংক, ওপেনএআই এবং ওরাকল-এর নেতারা ট্রাম্পের সঙ্গে এই ঘোষণায় অংশ নিয়েছিলেন।
১১ ঘণ্টা আগেভারতের মহারাষ্ট্রে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। যাত্রীরা একটি ট্রেনে আগুন লাগার গুজবে আতঙ্কিত হয়ে নেমে আসার পর পাশের লাইনে আসা আরেকটি ট্রেনের ধাক্কায় তারা প্রাণ হারান
১১ ঘণ্টা আগেবিবিসি জানিয়েছে, গত সোমবার দিল্লির পাতিয়ালা হাউস আদালত পুলিশকে চিত্রকর্ম দুটি বাজেয়াপ্ত করার অনুমতি দিয়েছিলেন। পুলিশের অভিযোগে বলা হয়, একটি আর্ট গ্যালারিতে প্রদর্শিত চিত্রকর্ম দুটি হিন্দু দেবতাদের নগ্ন রূপে চিত্রিত করেছে। বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে বৈচিত্র্য, ন্যায়সংগত সুযোগ এবং অন্তর্ভুক্তি (ডিইআইএ) কার্যক্রম বন্ধে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আজ বুধবার সন্ধ্যার মধ্যে ডিইআইএ ফেডারেল কর্মীদের পেইড লিভে যেতে ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে