অনলাইন ডেস্ক
আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যাওয়ার পরিকল্পনা করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সংশ্লিষ্ট অনেকে মনে করছেন, প্রত্যাশিত সময়ের আগেই সফর করবেন তিনি।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে চীনের মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার পরই দেশটির প্রেসিডেন্টের সফরের এ পরিকল্পনার কথা জানা যায়। রাশিয়ার প্রতি চীনের কূটনৈতিক সমর্থনের কারণে এ প্রস্তাব নিয়ে পশ্চিমাদের মাঝে অবশ্য সংশয় দেখা দিয়েছে।
রাশিয়ার বার্তা সংস্থা তাস গত ৩০ জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে, পুতিন এই বসন্তে সি চিন পিংকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এ ছাড়া ওয়াল স্ট্রিট জার্নাল গত মাসে জানিয়েছিল, এপ্রিল বা মে মাসের শুরুতে মস্কো সফর করতে পারেন সি।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেসিডেন্ট সির মস্কো সফরের সম্ভাবনা সম্পর্কে মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি। এ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি ক্রেমলিনও। ফলে সি চিন পিংয়ের সফর সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।
তবে গত মাসে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইকে মস্কো সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সে সময় সির সম্ভাব্য রাশিয়া সফরের বিষয়ে ইঙ্গিত পাওয়া যায়।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের এক বছর হয়ে গেল এরই মধ্যে। গত বছর ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর বহু হতাহতের ঘটনা ঘটেছে। তবে ইউক্রেনে রাশিয়ার হামলার কোনো নিন্দা জানায়নি চীন। এমনকি মস্কোর বিরুদ্ধে পশ্চিমা জোটের দেওয়া নিষেধাজ্ঞায়ও সায় দেয়নি বেইজিং। শুরু থেকেই শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়ে এসেছে চীন।
আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যাওয়ার পরিকল্পনা করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সংশ্লিষ্ট অনেকে মনে করছেন, প্রত্যাশিত সময়ের আগেই সফর করবেন তিনি।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে চীনের মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার পরই দেশটির প্রেসিডেন্টের সফরের এ পরিকল্পনার কথা জানা যায়। রাশিয়ার প্রতি চীনের কূটনৈতিক সমর্থনের কারণে এ প্রস্তাব নিয়ে পশ্চিমাদের মাঝে অবশ্য সংশয় দেখা দিয়েছে।
রাশিয়ার বার্তা সংস্থা তাস গত ৩০ জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে, পুতিন এই বসন্তে সি চিন পিংকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এ ছাড়া ওয়াল স্ট্রিট জার্নাল গত মাসে জানিয়েছিল, এপ্রিল বা মে মাসের শুরুতে মস্কো সফর করতে পারেন সি।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেসিডেন্ট সির মস্কো সফরের সম্ভাবনা সম্পর্কে মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি। এ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি ক্রেমলিনও। ফলে সি চিন পিংয়ের সফর সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।
তবে গত মাসে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইকে মস্কো সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সে সময় সির সম্ভাব্য রাশিয়া সফরের বিষয়ে ইঙ্গিত পাওয়া যায়।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের এক বছর হয়ে গেল এরই মধ্যে। গত বছর ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর বহু হতাহতের ঘটনা ঘটেছে। তবে ইউক্রেনে রাশিয়ার হামলার কোনো নিন্দা জানায়নি চীন। এমনকি মস্কোর বিরুদ্ধে পশ্চিমা জোটের দেওয়া নিষেধাজ্ঞায়ও সায় দেয়নি বেইজিং। শুরু থেকেই শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়ে এসেছে চীন।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৮ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৮ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৯ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
১০ ঘণ্টা আগে