অনলাইন ডেস্ক
চীনের কমিউনিস্ট পার্টির ওপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করেছেন দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং। স্থানীয় সময় আজ শনিবার বেইজিংয়ের গ্রেট হলে অনুষ্ঠিত হওয়া কংগ্রেসে একই সঙ্গে তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে নিজের তৃতীয় মেয়াদও পূর্ণ করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আজ শেষ হওয়া এই কংগ্রেসে কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্বেও বেশ পরিবর্তন এসেছে। এই কংগ্রেসে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী লি কেকিয়াংকেও সরে যেতে হয়েছে। এর মধ্য দিয়ে আগামী বছরের মার্চে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শুরু করতে গিয়ে কেকিয়াংয়ের জায়গায় অন্য কাউকে বেছে নেবেন সি। লি কেকিয়াংয়ের স্থলাভিষিক্ত হতে পারেন ওয়াং ইয়াং।
এই কংগ্রেসে পার্টিতে সি’র অবস্থান সুদৃঢ় করতে এবং তাঁর অবস্থানকে সমর্থন করতে বাধ্য করার লক্ষ্যে দলীয় সনদও পরিবর্তন করা হয়েছে। আগামী রোববার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় আগামী রোববারের বৈঠকের পরপরই সি চিন পিং দলটির সাধারণ সম্পাদক হিসেবে তাঁর অবস্থান নিশ্চিত করবেন। এবং এই দায়িত্বই তাঁকে তৃতীয় মেয়াদে চীনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেবে।
এর আগে, ২০১৮ সালে সি চিন পিং চীনের প্রেসিডেন্ট হিসেবে কোনো ব্যক্তি কেবল দুই মেয়াদে দায়িত্ব পালন করবেন এমন বিধান বিলুপ্ত করেন। যা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। এর ফলে, চীনা কমিউনিস্ট পার্টিতে সি চিন পিংকে মাও জে দংয়ের পর সবচেয়ে ক্ষমতাধর নেতায় পরিণত করেছে।
সি’র এমন অবস্থান বিষয়ে লন্ডন ইউনিভার্সিটির এসওএএস চায়না ইনস্টিটিউটের পরিচালক স্টিভ সাং বলেছেন, ‘সি’র ক্ষমতা চীনের স্বৈরশাসকদের মতোই হবে। কেউ তাঁর গতিপথ পাল্টে দেবে কিংবা কোনো পরামর্শ দেবে এমন কোনো সুযোগ থাকে না।’
চীনের কমিউনিস্ট পার্টির ওপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করেছেন দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং। স্থানীয় সময় আজ শনিবার বেইজিংয়ের গ্রেট হলে অনুষ্ঠিত হওয়া কংগ্রেসে একই সঙ্গে তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে নিজের তৃতীয় মেয়াদও পূর্ণ করেছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আজ শেষ হওয়া এই কংগ্রেসে কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্বেও বেশ পরিবর্তন এসেছে। এই কংগ্রেসে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী লি কেকিয়াংকেও সরে যেতে হয়েছে। এর মধ্য দিয়ে আগামী বছরের মার্চে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শুরু করতে গিয়ে কেকিয়াংয়ের জায়গায় অন্য কাউকে বেছে নেবেন সি। লি কেকিয়াংয়ের স্থলাভিষিক্ত হতে পারেন ওয়াং ইয়াং।
এই কংগ্রেসে পার্টিতে সি’র অবস্থান সুদৃঢ় করতে এবং তাঁর অবস্থানকে সমর্থন করতে বাধ্য করার লক্ষ্যে দলীয় সনদও পরিবর্তন করা হয়েছে। আগামী রোববার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় আগামী রোববারের বৈঠকের পরপরই সি চিন পিং দলটির সাধারণ সম্পাদক হিসেবে তাঁর অবস্থান নিশ্চিত করবেন। এবং এই দায়িত্বই তাঁকে তৃতীয় মেয়াদে চীনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেবে।
এর আগে, ২০১৮ সালে সি চিন পিং চীনের প্রেসিডেন্ট হিসেবে কোনো ব্যক্তি কেবল দুই মেয়াদে দায়িত্ব পালন করবেন এমন বিধান বিলুপ্ত করেন। যা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। এর ফলে, চীনা কমিউনিস্ট পার্টিতে সি চিন পিংকে মাও জে দংয়ের পর সবচেয়ে ক্ষমতাধর নেতায় পরিণত করেছে।
সি’র এমন অবস্থান বিষয়ে লন্ডন ইউনিভার্সিটির এসওএএস চায়না ইনস্টিটিউটের পরিচালক স্টিভ সাং বলেছেন, ‘সি’র ক্ষমতা চীনের স্বৈরশাসকদের মতোই হবে। কেউ তাঁর গতিপথ পাল্টে দেবে কিংবা কোনো পরামর্শ দেবে এমন কোনো সুযোগ থাকে না।’
ট্রাম্প জানিয়েছিলেন, নতুন প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো উন্নত করার জন্য ‘স্টারগেট’ নামে একটি নতুন কোম্পানি গঠিত হবে। সফট ব্যাংক, ওপেনএআই এবং ওরাকল-এর নেতারা ট্রাম্পের সঙ্গে এই ঘোষণায় অংশ নিয়েছিলেন।
১০ ঘণ্টা আগেভারতের মহারাষ্ট্রে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। যাত্রীরা একটি ট্রেনে আগুন লাগার গুজবে আতঙ্কিত হয়ে নেমে আসার পর পাশের লাইনে আসা আরেকটি ট্রেনের ধাক্কায় তারা প্রাণ হারান
১১ ঘণ্টা আগেবিবিসি জানিয়েছে, গত সোমবার দিল্লির পাতিয়ালা হাউস আদালত পুলিশকে চিত্রকর্ম দুটি বাজেয়াপ্ত করার অনুমতি দিয়েছিলেন। পুলিশের অভিযোগে বলা হয়, একটি আর্ট গ্যালারিতে প্রদর্শিত চিত্রকর্ম দুটি হিন্দু দেবতাদের নগ্ন রূপে চিত্রিত করেছে। বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে বৈচিত্র্য, ন্যায়সংগত সুযোগ এবং অন্তর্ভুক্তি (ডিইআইএ) কার্যক্রম বন্ধে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আজ বুধবার সন্ধ্যার মধ্যে ডিইআইএ ফেডারেল কর্মীদের পেইড লিভে যেতে ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে