শীতকালীন অলিম্পিক নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে চীনের নিন্দা 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৫: ০০
Thumbnail image

চীনের বেইজিংয়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে শীতকালীন অলিম্পিক। এই আয়োজনে অ্যাথলেট পাঠালেও কূটনীতিক পাঠাবে না যুক্তরাষ্ট্র। মার্কিন এমন সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে চীন। আজ মঙ্গলবার চীনের পক্ষ থেকে এই নিন্দা জানানো হয়। 

এ নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, মিথ্যা ও গুজবের ওপর ভিত্তি করে আদর্শগত কুসংস্কার থেকে বেইজিং শীতকালীন অলিম্পিকে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। এটি তাদের অশুভ উদ্দেশ্যকে প্রকাশ করে।

এর আগে গতকাল সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, চীন রেকর্ড পরিমাণে মানবাধিকার লঙ্ঘন করায় কোনো কূটনৈতিক প্রতিনিধি পাঠাবে না যুক্তরাষ্ট্র। তবে বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা অংশ নেবেন।

আগামী ৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হবে শীতকালীন অলিম্পিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত