অনলাইন ডেস্ক
আফগানিস্তানে তালেবান সরকার প্রথমবারের মতো কোনো বিদেশি সংস্থার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করল। দেশের উত্তরাঞ্চলে তেলকূপ খননের জন্য একটি চীনা সংস্থার সঙ্গে চুক্তি করেছে।
২০২১ সালে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারকে হটিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান সরকার প্রথম খনি থেকে জ্বালানি তেল উত্তোলনের জন্য বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি করল। ২৫ বছর মেয়াদি এই চুক্তি শুধু তালেবানের জন্যই উল্লেখযোগ্য নয়, এ অঞ্চলে চীনের অর্থনৈতিক সম্পৃক্ততা ও প্রভাব বিস্তারের একটি বড় নিদর্শন হিসেবেও দেখা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার তালেবান কর্মকর্তারা বলেছেন, আফগান নিরাপত্তা বাহিনীর নজরে এখন ইসলামিক স্টেট গ্রুপের জঙ্গিরা। এরা এখন চীনা ব্যবসায়ীদের তাদের আক্রমণে লক্ষ্যে পরিণত করেছে। সম্প্রতি চীনাদের ব্যবহৃত একটি হোটেলে এ লক্ষ্যেই তারা হামলা করেছিল। নিরাপত্তা বাহিনীর অভিযানে এ পর্যন্ত আট আইএস জঙ্গি নিহত এবং আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তালেবান সরকার।
গত ডিসেম্বরে কাবুলের লংগান হোটেলে হামলায় অন্তত তিনজন নিহত এবং পাঁচ চীনা নাগরিকসহ আরও ১৮ জন আহত হন।
তেল উত্তোলন চুক্তিতে জিনজিয়াং সেন্ট্রাল এশিয়া পেট্রোলিয়াম অ্যান্ড গ্যাস কোম্পানি (সিএপিইআইসি) আমু দরিয়া অববাহিকায় তেলকূপ খনন করবে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এমনটাই জানিয়েছেন।
আফগানিস্তানে চীনের রাষ্ট্রদূত ওয়াং ইউ রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমু দরিয়া তেল চুক্তি চীন ও আফগানিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।’
চীনের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিও আফগানিস্তানের পূর্বে একটি তামার খনি পরিচালনার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
আফগানিস্তানের মাটির নিচে প্রাকৃতিক গ্যাস, তামা এবং বিরল মৃত্তিকাসহ এক লাখ কোটি ডলারেরও বেশি মূল্যমানের প্রাকৃতিক সম্পদ রয়েছে বলে ধারণা করা হয়। কয়েক দশকের যুদ্ধপরিস্থিতির কারণে এসব মূল্যবান সম্পদের মজুত কোনো কাজেই আসেনি।
বেইজিং আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান প্রশাসনকে স্বীকৃতি দেয়নি। তবে দেশটিতে বেশ আগে থেকেই উল্লেখযোগ্য পরিমাণ চীনা স্বার্থ রয়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) জন্যও গুরুত্বপূর্ণ অঞ্চলের কেন্দ্রে রয়েছে আফগানিস্তান।
২০১৩ সালে সি চিন পিং এই বেল্ট অ্যান্ড রোড প্রকল্প চালু করেন। প্রকল্পের আওতায় অর্থনৈতিক উদীয়মান দেশগুলোকে বন্দর, রাস্তাঘাট ও সেতুর মতো অবকাঠামো নির্মাণের জন্য অর্থায়ন করবে চীন।
আফগানিস্তানে তালেবান সরকার প্রথমবারের মতো কোনো বিদেশি সংস্থার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করল। দেশের উত্তরাঞ্চলে তেলকূপ খননের জন্য একটি চীনা সংস্থার সঙ্গে চুক্তি করেছে।
২০২১ সালে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারকে হটিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান সরকার প্রথম খনি থেকে জ্বালানি তেল উত্তোলনের জন্য বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি করল। ২৫ বছর মেয়াদি এই চুক্তি শুধু তালেবানের জন্যই উল্লেখযোগ্য নয়, এ অঞ্চলে চীনের অর্থনৈতিক সম্পৃক্ততা ও প্রভাব বিস্তারের একটি বড় নিদর্শন হিসেবেও দেখা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার তালেবান কর্মকর্তারা বলেছেন, আফগান নিরাপত্তা বাহিনীর নজরে এখন ইসলামিক স্টেট গ্রুপের জঙ্গিরা। এরা এখন চীনা ব্যবসায়ীদের তাদের আক্রমণে লক্ষ্যে পরিণত করেছে। সম্প্রতি চীনাদের ব্যবহৃত একটি হোটেলে এ লক্ষ্যেই তারা হামলা করেছিল। নিরাপত্তা বাহিনীর অভিযানে এ পর্যন্ত আট আইএস জঙ্গি নিহত এবং আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তালেবান সরকার।
গত ডিসেম্বরে কাবুলের লংগান হোটেলে হামলায় অন্তত তিনজন নিহত এবং পাঁচ চীনা নাগরিকসহ আরও ১৮ জন আহত হন।
তেল উত্তোলন চুক্তিতে জিনজিয়াং সেন্ট্রাল এশিয়া পেট্রোলিয়াম অ্যান্ড গ্যাস কোম্পানি (সিএপিইআইসি) আমু দরিয়া অববাহিকায় তেলকূপ খনন করবে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এমনটাই জানিয়েছেন।
আফগানিস্তানে চীনের রাষ্ট্রদূত ওয়াং ইউ রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমু দরিয়া তেল চুক্তি চীন ও আফগানিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।’
চীনের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিও আফগানিস্তানের পূর্বে একটি তামার খনি পরিচালনার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
আফগানিস্তানের মাটির নিচে প্রাকৃতিক গ্যাস, তামা এবং বিরল মৃত্তিকাসহ এক লাখ কোটি ডলারেরও বেশি মূল্যমানের প্রাকৃতিক সম্পদ রয়েছে বলে ধারণা করা হয়। কয়েক দশকের যুদ্ধপরিস্থিতির কারণে এসব মূল্যবান সম্পদের মজুত কোনো কাজেই আসেনি।
বেইজিং আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান প্রশাসনকে স্বীকৃতি দেয়নি। তবে দেশটিতে বেশ আগে থেকেই উল্লেখযোগ্য পরিমাণ চীনা স্বার্থ রয়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) জন্যও গুরুত্বপূর্ণ অঞ্চলের কেন্দ্রে রয়েছে আফগানিস্তান।
২০১৩ সালে সি চিন পিং এই বেল্ট অ্যান্ড রোড প্রকল্প চালু করেন। প্রকল্পের আওতায় অর্থনৈতিক উদীয়মান দেশগুলোকে বন্দর, রাস্তাঘাট ও সেতুর মতো অবকাঠামো নির্মাণের জন্য অর্থায়ন করবে চীন।
ট্রাম্প জানিয়েছিলেন, নতুন প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো উন্নত করার জন্য ‘স্টারগেট’ নামে একটি নতুন কোম্পানি গঠিত হবে। সফট ব্যাংক, ওপেনএআই এবং ওরাকল-এর নেতারা ট্রাম্পের সঙ্গে এই ঘোষণায় অংশ নিয়েছিলেন।
৪ ঘণ্টা আগেভারতের মহারাষ্ট্রে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। যাত্রীরা একটি ট্রেনে আগুন লাগার গুজবে আতঙ্কিত হয়ে নেমে আসার পর পাশের লাইনে আসা আরেকটি ট্রেনের ধাক্কায় তারা প্রাণ হারান
৫ ঘণ্টা আগেবিবিসি জানিয়েছে, গত সোমবার দিল্লির পাতিয়ালা হাউস আদালত পুলিশকে চিত্রকর্ম দুটি বাজেয়াপ্ত করার অনুমতি দিয়েছিলেন। পুলিশের অভিযোগে বলা হয়, একটি আর্ট গ্যালারিতে প্রদর্শিত চিত্রকর্ম দুটি হিন্দু দেবতাদের নগ্ন রূপে চিত্রিত করেছে। বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে বৈচিত্র্য, ন্যায়সংগত সুযোগ এবং অন্তর্ভুক্তি (ডিইআইএ) কার্যক্রম বন্ধে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আজ বুধবার সন্ধ্যার মধ্যে ডিইআইএ ফেডারেল কর্মীদের পেইড লিভে যেতে ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে