অনলাইন ডেস্ক
চীনের মধ্যাঞ্চলের প্রদেশ হুবেইয়ের ইঝউ শহরের একটি প্রধান সড়কের বাইরেই গড়ে উঠেছে ২৬ তলার সুরম্য অ্যাপার্টমেন্ট ভবন। বাণিজ্যিক ঢঙে গড়ে তোলা ওই ভবন দেখে প্রথমে মনে হতে পারে সেটি কোনো অফিস বিল্ডিং। কিন্তু আদতে ভবনটি গড়ে তোলা হয়েছে শূকরের খামার হিসেবে ব্যবহারের জন্য।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুসারে, ২৬ তলার ওই ভবনকে ধারণা করা হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে বড়’ শূকরের খামার, যেখান থেকে প্রতিবছর ১২ লাখ শূকর সরবরাহ করা সম্ভব হবে দেশটির বাজার, যা দেশটিতে মাংসের চাহিদা পূরণে ভূমিকা রাখবে।
হুবেই ঝংক্সিন কাইওয়েই মডার্ন ফার্মিং নামের একটি প্রতিষ্ঠান নতুন এই আকাশচুম্বী খামারে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে চলতি বছরের অক্টোবরে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন পর্যন্ত তাঁরা সেখানে ৩ হাজার ৭০০ শূকর লালন-পালন শুরু করেছে। শূকর বাজারজাতকরণের ক্ষেত্রে ঝংক্সিন কাইওয়েই একটি নবাগত প্রতিষ্ঠান। এর আগে প্রতিষ্ঠানটি সিমেন্ট উৎপাদনকারী হিসেবে পরিচিত ছিল।
ঝংক্সিন কাইওয়েই অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে দেওয়া বিবৃতি অনুসারে, শূকরের খামারটিতে দুটি ভবন রয়েছে। দুই ভবনে ৮ লাখ বর্গমিটার জায়গা রয়েছে, যেখানে একসঙ্গে সাড়ে ৬ লাখ শূকর লালন-পালন করা যাবে। ৪০০ কোটি ইউয়ান ব্যয়ে নির্মিত ওই খামারে গ্যাসের সংযোগ ছাড়াও তাপমাত্রা ও বায়ু চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে একটি মাত্র বোতামের সাহায্যে একসঙ্গে ৩০ হাজার শূকরকে খাবার খাওয়ানো সম্ভব।
চীনের মধ্যাঞ্চলের প্রদেশ হুবেইয়ের ইঝউ শহরের একটি প্রধান সড়কের বাইরেই গড়ে উঠেছে ২৬ তলার সুরম্য অ্যাপার্টমেন্ট ভবন। বাণিজ্যিক ঢঙে গড়ে তোলা ওই ভবন দেখে প্রথমে মনে হতে পারে সেটি কোনো অফিস বিল্ডিং। কিন্তু আদতে ভবনটি গড়ে তোলা হয়েছে শূকরের খামার হিসেবে ব্যবহারের জন্য।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুসারে, ২৬ তলার ওই ভবনকে ধারণা করা হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে বড়’ শূকরের খামার, যেখান থেকে প্রতিবছর ১২ লাখ শূকর সরবরাহ করা সম্ভব হবে দেশটির বাজার, যা দেশটিতে মাংসের চাহিদা পূরণে ভূমিকা রাখবে।
হুবেই ঝংক্সিন কাইওয়েই মডার্ন ফার্মিং নামের একটি প্রতিষ্ঠান নতুন এই আকাশচুম্বী খামারে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে চলতি বছরের অক্টোবরে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন পর্যন্ত তাঁরা সেখানে ৩ হাজার ৭০০ শূকর লালন-পালন শুরু করেছে। শূকর বাজারজাতকরণের ক্ষেত্রে ঝংক্সিন কাইওয়েই একটি নবাগত প্রতিষ্ঠান। এর আগে প্রতিষ্ঠানটি সিমেন্ট উৎপাদনকারী হিসেবে পরিচিত ছিল।
ঝংক্সিন কাইওয়েই অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে দেওয়া বিবৃতি অনুসারে, শূকরের খামারটিতে দুটি ভবন রয়েছে। দুই ভবনে ৮ লাখ বর্গমিটার জায়গা রয়েছে, যেখানে একসঙ্গে সাড়ে ৬ লাখ শূকর লালন-পালন করা যাবে। ৪০০ কোটি ইউয়ান ব্যয়ে নির্মিত ওই খামারে গ্যাসের সংযোগ ছাড়াও তাপমাত্রা ও বায়ু চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে একটি মাত্র বোতামের সাহায্যে একসঙ্গে ৩০ হাজার শূকরকে খাবার খাওয়ানো সম্ভব।
ট্রাম্প জানিয়েছিলেন, নতুন প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো উন্নত করার জন্য ‘স্টারগেট’ নামে একটি নতুন কোম্পানি গঠিত হবে। সফট ব্যাংক, ওপেনএআই এবং ওরাকল-এর নেতারা ট্রাম্পের সঙ্গে এই ঘোষণায় অংশ নিয়েছিলেন।
৭ ঘণ্টা আগেভারতের মহারাষ্ট্রে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। যাত্রীরা একটি ট্রেনে আগুন লাগার গুজবে আতঙ্কিত হয়ে নেমে আসার পর পাশের লাইনে আসা আরেকটি ট্রেনের ধাক্কায় তারা প্রাণ হারান
৮ ঘণ্টা আগেবিবিসি জানিয়েছে, গত সোমবার দিল্লির পাতিয়ালা হাউস আদালত পুলিশকে চিত্রকর্ম দুটি বাজেয়াপ্ত করার অনুমতি দিয়েছিলেন। পুলিশের অভিযোগে বলা হয়, একটি আর্ট গ্যালারিতে প্রদর্শিত চিত্রকর্ম দুটি হিন্দু দেবতাদের নগ্ন রূপে চিত্রিত করেছে। বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে বৈচিত্র্য, ন্যায়সংগত সুযোগ এবং অন্তর্ভুক্তি (ডিইআইএ) কার্যক্রম বন্ধে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আজ বুধবার সন্ধ্যার মধ্যে ডিইআইএ ফেডারেল কর্মীদের পেইড লিভে যেতে ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে