অনলাইন ডেস্ক
দৈনিক করোনাভাইরাসের সংক্রমণের তথ্য দেওয়া বন্ধ করল চীন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৫ ডিসেম্বর) থেকে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা আর প্রকাশ না করার কথা জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি)। তবে কেন এ সিদ্ধান্ত নেওয়া হলো, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি এনএইচসি।
সংস্থাটি গত তিন বছরেরও বেশি সময় ধরে দেশটিতে করোনার দৈনিক শনাক্তের পরিসংখ্যান প্রকাশ করে আসছিল। এনএইচসি এক বিবৃতিতে বলেছে, গবেষণার জন্য করোনার তথ্য চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সরবরাহ করবে। তবে সিডিসি ঠিক কত দিন পরপর করোনা সংক্রান্ত তথ্য হালনাগাদ করবে তা জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, নতুন করে সংক্রমণের মাত্রা বাড়তে থাকার পর থেকে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য ছড়ানোর পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিল সংস্থাটি।
বিধিনিষেধ শিথিলের পর চীনে নতুন করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। এই পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে পর্যাপ্ত তথ্যের অভাবে সংকট বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নভেম্বরের শেষ দিকে চীনে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের রেকর্ড হতে থাকে। সংক্রমণের ধাক্কা সামাল দিতে হিমশিম খাচ্ছে চীন। হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে রোগীর চাপ। যদিও প্রতিদিন ঠিক কতজনের মৃত্যু হচ্ছে, তা জানায়নি সরকারি কর্তৃপক্ষ। ‘জিরো কোভিড নীতি’ বাতিল করতে না করতেই চীনের করোনা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
দৈনিক করোনাভাইরাসের সংক্রমণের তথ্য দেওয়া বন্ধ করল চীন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৫ ডিসেম্বর) থেকে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা আর প্রকাশ না করার কথা জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি)। তবে কেন এ সিদ্ধান্ত নেওয়া হলো, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি এনএইচসি।
সংস্থাটি গত তিন বছরেরও বেশি সময় ধরে দেশটিতে করোনার দৈনিক শনাক্তের পরিসংখ্যান প্রকাশ করে আসছিল। এনএইচসি এক বিবৃতিতে বলেছে, গবেষণার জন্য করোনার তথ্য চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সরবরাহ করবে। তবে সিডিসি ঠিক কত দিন পরপর করোনা সংক্রান্ত তথ্য হালনাগাদ করবে তা জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, নতুন করে সংক্রমণের মাত্রা বাড়তে থাকার পর থেকে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য ছড়ানোর পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিল সংস্থাটি।
বিধিনিষেধ শিথিলের পর চীনে নতুন করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। এই পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে পর্যাপ্ত তথ্যের অভাবে সংকট বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নভেম্বরের শেষ দিকে চীনে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণের রেকর্ড হতে থাকে। সংক্রমণের ধাক্কা সামাল দিতে হিমশিম খাচ্ছে চীন। হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে রোগীর চাপ। যদিও প্রতিদিন ঠিক কতজনের মৃত্যু হচ্ছে, তা জানায়নি সরকারি কর্তৃপক্ষ। ‘জিরো কোভিড নীতি’ বাতিল করতে না করতেই চীনের করোনা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ, রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে।
২৫ মিনিট আগেএকজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১০ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১০ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১১ ঘণ্টা আগে