অনলাইন ডেস্ক
ইউক্রেনকে লক্ষ্যবস্তু করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করেছে রাশিয়া। বৃহস্পতিবার ইউক্রেনের বিমানবাহিনীর বরাত দিয়ে এই খবর দিয়েছে বিবিসি।
ইউক্রেনের বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার খুব ভোরে রাশিয়ার আস্ট্রখান অঞ্চল থেকে ওই মিসাইলটি নিক্ষেপ করা হয়েছিল। ইউক্রেনের দানিপ্রো অঞ্চলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
বিবিসি জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে এই প্রথম কোনো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রগুলো কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দিনের শুরুর ভাগের এই হামলায় রাশিয়া আইসিবিএম ছাড়াও আরও কয়েক ধরনের মিসাইল ব্যবহার করেছিল। এর মধ্যে অন্তত ৬টি কেএইচ-১০১ ক্রুজ মিসাইল গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের সেনারা।
সম্প্রতি রাশিয়ায় হামলা করতে মার্কিন নির্মিত ATACMS মিসাইল ব্যবহারের জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্র অনুমতি দিলে চলমান যুদ্ধ আরও বিধ্বংসী হয়ে ওঠে। বাইডেন প্রশাসনের অনুমতি পেয়ে ইউক্রেন ইতিমধ্যেই রাশিয়াকে লক্ষ্য করে ATACMS মিসাইল নিক্ষেপ করেছে। আইসিবিএম মিসাইল নিক্ষেপ করে এই ঘটনারই প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর আইসিবিএম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এই বিষয়ে এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘কিছুই বলার নাই।’ তিনি বিষয়টিকে সেনাবাহিনী বিষয় বলে উড়িয়ে দেন।
ইউক্রেনকে লক্ষ্যবস্তু করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করেছে রাশিয়া। বৃহস্পতিবার ইউক্রেনের বিমানবাহিনীর বরাত দিয়ে এই খবর দিয়েছে বিবিসি।
ইউক্রেনের বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার খুব ভোরে রাশিয়ার আস্ট্রখান অঞ্চল থেকে ওই মিসাইলটি নিক্ষেপ করা হয়েছিল। ইউক্রেনের দানিপ্রো অঞ্চলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
বিবিসি জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে এই প্রথম কোনো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রগুলো কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দিনের শুরুর ভাগের এই হামলায় রাশিয়া আইসিবিএম ছাড়াও আরও কয়েক ধরনের মিসাইল ব্যবহার করেছিল। এর মধ্যে অন্তত ৬টি কেএইচ-১০১ ক্রুজ মিসাইল গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের সেনারা।
সম্প্রতি রাশিয়ায় হামলা করতে মার্কিন নির্মিত ATACMS মিসাইল ব্যবহারের জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্র অনুমতি দিলে চলমান যুদ্ধ আরও বিধ্বংসী হয়ে ওঠে। বাইডেন প্রশাসনের অনুমতি পেয়ে ইউক্রেন ইতিমধ্যেই রাশিয়াকে লক্ষ্য করে ATACMS মিসাইল নিক্ষেপ করেছে। আইসিবিএম মিসাইল নিক্ষেপ করে এই ঘটনারই প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দপ্তর আইসিবিএম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এই বিষয়ে এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘কিছুই বলার নাই।’ তিনি বিষয়টিকে সেনাবাহিনী বিষয় বলে উড়িয়ে দেন।
সিরিয়ার পালমিরায় অতর্কিত এক ইসরায়েলি হামলায় ইরানের হয়ে যুদ্ধ করা অন্তত ৭১ জন সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক-তৃতীয়াংশের বেশি সদস্য প্রতিবেশী ইরাক এবং লেবাননের নাগরিক হিসেবে পরিচয় নিশ্চিত করেছে একটি পর্যবেক্ষক গোষ্ঠী।
৭ মিনিট আগেসৌদি আরবের প্রবাসী শ্রমিকদের কর্মস্থল পরিবর্তনের জন্য এখন থেকে নিয়োগকর্তার অনুমতি বাধ্যতামূলক। শ্রম আইন সংস্কারের মাধ্যমে শ্রমিকদের অধিকার সুরক্ষা ও নিয়োগকর্তার দায়িত্ব নিশ্চিত করা হয়েছে।
১ ঘণ্টা আগেশরীরের উচ্চতা দিয়ে দুজনই বিশ্ব রেকর্ড গড়েছেন। এবার গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডের ৭০ তম সংস্করণেও ‘আইকন’ হিসেবে সম্মানিত করা হয়েছে তাঁদের দুজনকে। বিশ্বখ্যাত এই দুই নারীর মধ্যে রুমেইসা গেলিগো পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নারীর স্বীকৃতি পেয়েছেন আর জ্যোতি আমগে হলেন পৃথিবীর সবচেয়ে খাটো নারী।
১ ঘণ্টা আগেইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। একই ধরনের পরোয়ানা জারি করা হয়েছে হামাস...
২ ঘণ্টা আগে