Ajker Patrika

ন্যাটো-রাশিয়া সংঘাতের বিষয়ে পরিকল্পনা আছে যুক্তরাষ্ট্রের: লাভরভ

অনলাইন ডেস্ক
ন্যাটো-রাশিয়া সংঘাতের বিষয়ে পরিকল্পনা আছে যুক্তরাষ্ট্রের: লাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ন্যাটো ও রাশিয়ার মধ্যে সংঘাতের কথা বলছেন। তার মানে, এই বিষয়ে তাদের একটি পরিকল্পনা আছে। তুরস্কের আনতালিয়ায় একটি কূটনৈতিক কনফারেন্সে গতকাল শুক্রবার লাভরভ এ কথা বলেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ইউক্রেনীয় সৈন্যদের হারিয়েই থামবে না রাশিয়া। আর তাই তিনি, ইউরোপের ন্যাটো সদস্য দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। 

লয়েড অস্টিন এ সময় ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশগুলোকে নির্দেশ করে বলেন, ‘আপনারা যদি একটি বাল্টিক রাষ্ট্র হন, তবে সত্যিই আপনাদের চিন্তিত হওয়া উচিত যে (রাশিয়ার) পরবর্তী টার্গেট আপনারা কি না এবং সত্যি বলতে, যদি ইউক্রেনের পতন হয়, সে ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে, ন্যাটোর সঙ্গে রাশিয়ার লড়াই অবশ্যম্ভাবী।’ 

লয়েড অস্টিনের এই মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ‘তাঁর এই বিবৃতির অর্থ হলো—ইউক্রেন যদি হেরে যায় তাহলে ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যাবে। মূলত, অনিচ্ছাকৃত এই বক্তব্যের মাধ্যমে তিনি ফাঁস করে দিয়েছেন যে, তাদের মনে এ ধরনের পরিকল্পনা আছে।’ 

লাভরভ আরও বলেন, ‘এর আগে, সবাই বলাবলি করছিল যে, আমরা ইউক্রেনকে হারতে দিতে পারি না। কারণ, পুতিন কেবল এটি দখল করেই ক্ষান্ত হবেন না তিনি বাল্টিক রাষ্ট্রগুলো, পোল্যান্ড ও ফিনল্যান্ডের দিকেও হাত বাড়াবেন। কিন্তু অস্টিনের বক্তব্যের—যা মূলত একটি দ্ব্যর্থহীন বিবৃতি—মাধ্যমে এটি দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে যে, এটি তাদের কাছে আরও একটি বিকল্প।’ 

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিন্তু আমাদের এমন কোনো পরিকল্পনা নেই, আমরা এমন পরিকল্পনা করতেও চাই না। কিন্তু মার্কিনিদের এমন পরিকল্পনা আছে।’ এ সময় তিনি অভিযোগ করেন, বর্তমানে ইউরোপ যুক্তরাষ্ট্রের নীতির বলির পাঠা। যুক্তরাষ্ট্রই ন্যাটোকে ইউক্রেনে টেনে আনছে। 

মার্কিন নীতির কারণে ইউক্রেন যুদ্ধের ব্যয় ইউরোপের ঘাড়ে চেপে বসেছে উল্লেখ করে লাভরভ বলেন, ‘সব ধরনের বড় ব্যয়গুলো ইউরোপের কাঁধে চেপে বসেছে। এতে সাধারণ জনগণের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, জ্বালানির মূল্য বেড়েছে কয়েকগুণ। যদি মার্কিনিরা নর্ড স্ট্রিম পাইপলাইন উড়িয়ে না দিত তাহলে এই খরচ বাড়ত না।’ 

লাভরভ আরও বলেন, ইউক্রেনে যে পরিস্থিতি তা মূলত যুক্তরাষ্ট্রেরই সৃষ্টি। এর উদ্দেশ্য হলো—ইউরোপীয় ইউনিয়ন যেন কখনোই শক্তিশালী হয়ে মার্কিন অর্থনীতির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে না পারে। তিনি আরও বলেন, ‘এবং এই লক্ষ্য অর্জিত হয়েছে। ইউরোপ এখন আর যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী নয়। সেখানকার প্রধান প্রধান ব্যবসা ও উৎপাদন শিল্প যুক্তরাষ্ট্রের চলে যাচ্ছে। কিন্তু যখন জ্বালানি সস্তা ছিল তখন এই পরিস্থিতি ভিন্ন ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত