অনলাইন ডেস্ক
রাশিয়ার ভূখণ্ডে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার পর ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের প্রতি নতুন হুঁশিয়ারি দিয়েছে মস্কো। বলেছে, ইউক্রেন দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার তাদের ভূখণ্ডে আঘাত হানার মাধ্যমে ‘পশ্চিমা বিশ্ব আরোপিত যুদ্ধের নতুন পর্যায়’ সূচনা করেছে। মস্কো জানিয়েছে, তারা এই হামলার ‘উপযুক্ত প্রতিক্রিয়া’ জানাবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি রুশ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন। ওয়াশিংটন ইউক্রেনকে তাদের সরবরাহ করা দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমতি দেওয়ার কয়েক দিন পর এই ঘটনা ঘটল।
মস্কো জানিয়েছে, ইউক্রেন মোট ৬টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে পাঁচটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র স্থাপনার আংশিক ক্ষতি করেছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল মঙ্গলবার ব্রাজিলে জি-২০ সম্মেলনে বলেন, ‘এটি স্পষ্ট যে তারা (ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো) উত্তেজনা আরও বাড়াতে চায়। আমরা এটিকে পশ্চিমা যুদ্ধের নতুন এক পর্যায় হিসেবে দেখছি। আমরা এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেব।’
লাভরভ ওয়াশিংটনকে অভিযুক্ত করে বলেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র পরিচালনায় সহায়তা করছে।’ রাশিয়ার দীর্ঘদিনের দাবি, এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের মাধ্যমে পরিচালিত হয় এবং এতে মার্কিন স্যাটেলাইটের সহায়তা প্রয়োজন।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন, তাঁর দেশ দীর্ঘ পাল্লার আক্রমণ চালানোর জন্য বিভিন্ন অংশীদারের সমর্থন পেতে কাজ করছে। ব্রায়ানস্ক অঞ্চলে হামলা প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন এখন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র এবং নিজেদের দীর্ঘ পাল্লার অস্ত্র উভয়ই ব্যবহার করছে। আমাদের যা কিছু আছে, তা পুরোপুরি ব্যবহার করব।’
রাশিয়া দাবি করলেও এই হামলার বিষয়ে ইউক্রেনের সামরিক বাহিনী সরাসরি এখনো কোনো তথ্য জানায়নি। তবে, এক ইউক্রেনীয় ও একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইউক্রেন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
রাশিয়ার ভূখণ্ডে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার পর ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের প্রতি নতুন হুঁশিয়ারি দিয়েছে মস্কো। বলেছে, ইউক্রেন দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার তাদের ভূখণ্ডে আঘাত হানার মাধ্যমে ‘পশ্চিমা বিশ্ব আরোপিত যুদ্ধের নতুন পর্যায়’ সূচনা করেছে। মস্কো জানিয়েছে, তারা এই হামলার ‘উপযুক্ত প্রতিক্রিয়া’ জানাবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি রুশ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন। ওয়াশিংটন ইউক্রেনকে তাদের সরবরাহ করা দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমতি দেওয়ার কয়েক দিন পর এই ঘটনা ঘটল।
মস্কো জানিয়েছে, ইউক্রেন মোট ৬টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে পাঁচটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র স্থাপনার আংশিক ক্ষতি করেছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল মঙ্গলবার ব্রাজিলে জি-২০ সম্মেলনে বলেন, ‘এটি স্পষ্ট যে তারা (ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো) উত্তেজনা আরও বাড়াতে চায়। আমরা এটিকে পশ্চিমা যুদ্ধের নতুন এক পর্যায় হিসেবে দেখছি। আমরা এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেব।’
লাভরভ ওয়াশিংটনকে অভিযুক্ত করে বলেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র পরিচালনায় সহায়তা করছে।’ রাশিয়ার দীর্ঘদিনের দাবি, এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের মাধ্যমে পরিচালিত হয় এবং এতে মার্কিন স্যাটেলাইটের সহায়তা প্রয়োজন।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন, তাঁর দেশ দীর্ঘ পাল্লার আক্রমণ চালানোর জন্য বিভিন্ন অংশীদারের সমর্থন পেতে কাজ করছে। ব্রায়ানস্ক অঞ্চলে হামলা প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন এখন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র এবং নিজেদের দীর্ঘ পাল্লার অস্ত্র উভয়ই ব্যবহার করছে। আমাদের যা কিছু আছে, তা পুরোপুরি ব্যবহার করব।’
রাশিয়া দাবি করলেও এই হামলার বিষয়ে ইউক্রেনের সামরিক বাহিনী সরাসরি এখনো কোনো তথ্য জানায়নি। তবে, এক ইউক্রেনীয় ও একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইউক্রেন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
২৩ মিনিট আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
১ ঘণ্টা আগেআগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
৩ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে আগামীকাল রোববার থেকে যুদ্ধবিরতি হতে যাচ্ছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুযায়ী তিন ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। আজ শনিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তি অনুমোদিত হওয়ার পর ইসরায়েলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে তাঁরা
৩ ঘণ্টা আগে