অনলাইন ডেস্ক
জার্মানি থেকে অভিবাসীদের গণহারে বের করে দিতে চাওয়ায় কট্টর ডানপন্থী রাজনৈতিক দল অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছে লাখ লাখ মানুষ। গতকাল শনিবার জার্মানির বড় ও ছোট শহর মিলিয়ে শতাধিক স্থানে হয়েছে এসব বিক্ষোভ। জার্মান গণমাধ্যম জানিয়েছে, গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে এসব জমায়েতে এএফডিকে উপহাস করে ‘ফ্যাসিজম কোনো বিকল্প নয়’ লেখা ব্যানার প্রদর্শন করা হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
এএফডি সদস্যরা সম্প্রতি কট্টর ডানপন্থী কয়েকজন রাজনৈতিক কর্মীর সঙ্গে বৈঠক করে জার্মানি থেকে বিদেশি অভিবাসীদের গণহারে বের করে দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন বলে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরই অভিবাসী বিরোধী এই পরিকল্পনার বিরুদ্ধে জার্মানি জুড়ে শুরু হয় বিক্ষোভ।
পুলিশ জানিয়েছে, গতকাল জার্মানির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ফ্রাঙ্কফুর্টে মিছিলে যোগ দেয় প্রায় ৩৫ হাজার মানুষ। ‘গণতন্ত্র রক্ষা করুন—এএফডির বিরুদ্ধে ফ্রাঙ্কফুর্ট’ লেখা ব্যানার নিয়ে তাঁরা বিক্ষোভে অংশ নেন।
উত্তরের শহর হ্যানোভারেও বিক্ষোভকারীর সংখ্যা অনেকটা একই রকম ছিল। ‘নাৎসি তাড়াও’-এর মতো পোস্টারও তাঁরা বহন করেন। এ ছাড়া ডর্টমুন্ডেও জড়ো হয়েছিলেন প্রায় ৩০ হাজার বিক্ষোভকারী। গত সপ্তাহ থেকে চলা বিক্ষোভের ধারাবাহিকতায় ব্রাউনশউইগ, আরফুর্ট, ক্যাসেলসহ অনেক ছোট শহরেও গতকাল বিক্ষোভ হয়েছে।
জার্মানির এআরডি পাবলিক টেলিভিশনের মতে, শনিবার জার্মানি জুড়ে বিক্ষোভে অংশ নিয়েছেন ২ লাখেরও বেশি মানুষ। গত রোববার বার্লিনে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে শুরু করে গতকাল পর্যন্ত জার্মানির অন্তত শতাধিক স্থানে এএফডির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। রাজনীতিবিদ, চার্চ থেকে শুরু করে বুন্দেসলিগার (জার্মানির প্রিমিয়ার লিগ ফুটবল) কোচরাও জনগণের সমর্থনে এএফডির বিরুদ্ধে অবস্থান জানিয়েছেন।
জার্মানির অনুসন্ধানী সংবাদমাধ্যম কারেকটিভ গত ১০ জানুয়ারি এক প্রতিবেদনে বলে, এএফডির সদস্যরা জার্মানদের মূল স্রোতের সঙ্গে যারা মিশে যেতে পারেনি এমন মানুষ এবং অভিবাসীদের জার্মানি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। সেই বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন অস্ট্রিয়ার আইডেন্টিটারিয়ান মুভমেন্টের নেতা মার্টিন সেলনার। ‘গ্রেট রিপ্লেসমেন্ট’ নামক এক ষড়যন্ত্রতত্ত্বের সমর্থক তিনি—যে তত্ত্ব দাবি করে যে, অশ্বেতাঙ্গ অভিবাসীরা ইউরোপ থেকে শ্বেতাঙ্গ মানুষদের বের করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।
পূর্ব জার্মানিতে তিনটি বৃহৎ আঞ্চলিক নির্বাচনের মাত্র মাসখানেক বাকি থাকতে এসেছে এএফডির এই বৈঠকের খবর। সারা দেশের জরিপে জনপ্রিয়তায় এএফডির অবস্থান দ্বিতীয়। আর পূর্ব ইউরোপে রয়েছে কট্টর ডানপন্থী দলটির শক্ত ঘাঁটি। এই বৈঠকের খবরে তাই চাঞ্চল্য ছড়িয়েছে পুরো জার্মানিতে।
তবে চ্যান্সেলর ওলাফ শলজসহ নেতৃস্থানীয় রাজনীতিবিদেরা সমর্থন জানিয়েছেন অভিবাসনবিরোধীদের বিক্ষোভে। জার্মান চ্যান্সেলর বলেন, ‘অভিবাসী বা নাগরিকদের বের করে দেওয়ার যেকোনো পরিকল্পনাই গণতন্ত্র ও আমাদের সবার বিরুদ্ধে আঘাত।’ গণতান্ত্রিক জার্মানির জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি।
জার্মান ব্যবসায়ীরাও অভিবাসনবিরোধী অবস্থানের ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন। সিমেন্স এনার্জির তত্ত্বাবধায়ক বোর্ডের চেয়ারম্যান জো কায়সার বলেন, ‘যদি রিপোর্টে আসা সবকিছুই সত্য হয়, তবে তা একেবারেই ঘৃণ্য।’
চিপ প্রস্তুতকারক কোম্পানি ইনফিনিওন এবং রাসায়নিক প্রস্তুতকারক ইভোনিকসহ জার্মান সংস্থাগুলোর নেতারা এ সপ্তাহের শুরুতে ইস্যুটিতে তাদের উদ্বেগ প্রকাশ করেছিলেন।
জার্মানি থেকে অভিবাসীদের গণহারে বের করে দিতে চাওয়ায় কট্টর ডানপন্থী রাজনৈতিক দল অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছে লাখ লাখ মানুষ। গতকাল শনিবার জার্মানির বড় ও ছোট শহর মিলিয়ে শতাধিক স্থানে হয়েছে এসব বিক্ষোভ। জার্মান গণমাধ্যম জানিয়েছে, গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে এসব জমায়েতে এএফডিকে উপহাস করে ‘ফ্যাসিজম কোনো বিকল্প নয়’ লেখা ব্যানার প্রদর্শন করা হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
এএফডি সদস্যরা সম্প্রতি কট্টর ডানপন্থী কয়েকজন রাজনৈতিক কর্মীর সঙ্গে বৈঠক করে জার্মানি থেকে বিদেশি অভিবাসীদের গণহারে বের করে দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন বলে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরই অভিবাসী বিরোধী এই পরিকল্পনার বিরুদ্ধে জার্মানি জুড়ে শুরু হয় বিক্ষোভ।
পুলিশ জানিয়েছে, গতকাল জার্মানির অর্থনৈতিক প্রাণকেন্দ্র ফ্রাঙ্কফুর্টে মিছিলে যোগ দেয় প্রায় ৩৫ হাজার মানুষ। ‘গণতন্ত্র রক্ষা করুন—এএফডির বিরুদ্ধে ফ্রাঙ্কফুর্ট’ লেখা ব্যানার নিয়ে তাঁরা বিক্ষোভে অংশ নেন।
উত্তরের শহর হ্যানোভারেও বিক্ষোভকারীর সংখ্যা অনেকটা একই রকম ছিল। ‘নাৎসি তাড়াও’-এর মতো পোস্টারও তাঁরা বহন করেন। এ ছাড়া ডর্টমুন্ডেও জড়ো হয়েছিলেন প্রায় ৩০ হাজার বিক্ষোভকারী। গত সপ্তাহ থেকে চলা বিক্ষোভের ধারাবাহিকতায় ব্রাউনশউইগ, আরফুর্ট, ক্যাসেলসহ অনেক ছোট শহরেও গতকাল বিক্ষোভ হয়েছে।
জার্মানির এআরডি পাবলিক টেলিভিশনের মতে, শনিবার জার্মানি জুড়ে বিক্ষোভে অংশ নিয়েছেন ২ লাখেরও বেশি মানুষ। গত রোববার বার্লিনে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে শুরু করে গতকাল পর্যন্ত জার্মানির অন্তত শতাধিক স্থানে এএফডির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। রাজনীতিবিদ, চার্চ থেকে শুরু করে বুন্দেসলিগার (জার্মানির প্রিমিয়ার লিগ ফুটবল) কোচরাও জনগণের সমর্থনে এএফডির বিরুদ্ধে অবস্থান জানিয়েছেন।
জার্মানির অনুসন্ধানী সংবাদমাধ্যম কারেকটিভ গত ১০ জানুয়ারি এক প্রতিবেদনে বলে, এএফডির সদস্যরা জার্মানদের মূল স্রোতের সঙ্গে যারা মিশে যেতে পারেনি এমন মানুষ এবং অভিবাসীদের জার্মানি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। সেই বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন অস্ট্রিয়ার আইডেন্টিটারিয়ান মুভমেন্টের নেতা মার্টিন সেলনার। ‘গ্রেট রিপ্লেসমেন্ট’ নামক এক ষড়যন্ত্রতত্ত্বের সমর্থক তিনি—যে তত্ত্ব দাবি করে যে, অশ্বেতাঙ্গ অভিবাসীরা ইউরোপ থেকে শ্বেতাঙ্গ মানুষদের বের করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।
পূর্ব জার্মানিতে তিনটি বৃহৎ আঞ্চলিক নির্বাচনের মাত্র মাসখানেক বাকি থাকতে এসেছে এএফডির এই বৈঠকের খবর। সারা দেশের জরিপে জনপ্রিয়তায় এএফডির অবস্থান দ্বিতীয়। আর পূর্ব ইউরোপে রয়েছে কট্টর ডানপন্থী দলটির শক্ত ঘাঁটি। এই বৈঠকের খবরে তাই চাঞ্চল্য ছড়িয়েছে পুরো জার্মানিতে।
তবে চ্যান্সেলর ওলাফ শলজসহ নেতৃস্থানীয় রাজনীতিবিদেরা সমর্থন জানিয়েছেন অভিবাসনবিরোধীদের বিক্ষোভে। জার্মান চ্যান্সেলর বলেন, ‘অভিবাসী বা নাগরিকদের বের করে দেওয়ার যেকোনো পরিকল্পনাই গণতন্ত্র ও আমাদের সবার বিরুদ্ধে আঘাত।’ গণতান্ত্রিক জার্মানির জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি।
জার্মান ব্যবসায়ীরাও অভিবাসনবিরোধী অবস্থানের ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন। সিমেন্স এনার্জির তত্ত্বাবধায়ক বোর্ডের চেয়ারম্যান জো কায়সার বলেন, ‘যদি রিপোর্টে আসা সবকিছুই সত্য হয়, তবে তা একেবারেই ঘৃণ্য।’
চিপ প্রস্তুতকারক কোম্পানি ইনফিনিওন এবং রাসায়নিক প্রস্তুতকারক ইভোনিকসহ জার্মান সংস্থাগুলোর নেতারা এ সপ্তাহের শুরুতে ইস্যুটিতে তাদের উদ্বেগ প্রকাশ করেছিলেন।
সদ্য সমাপ্ত মহাকুম্ভের সাফল্যের গল্প শুনিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্য বিধানসভায় দেওয়া এক ভাষণে তিনি জানিয়েছেন, একজন নৌকার মালিক ও তাঁর পরিবার মেলার ৪৫ দিনে ৩০ কোটি রুপি আয় করেছে। মুখ্যমন্ত্রীর মতে, এই নৌকার মালিকের ১৩০টি নৌকা ছিল; যার প্রতিটি থেকে তিনি মেলার সময় গড়ে ২৩ লাখ
১০ মিনিট আগেপ্রতি বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ১ কোটিরও বেশি ফলখেকো বাদুড় আফ্রিকার বিভিন্ন স্থান থেকে উড়ে এসে জাম্বিয়ার কাসাঙ্কা ন্যাশনাল পার্কে জড়ো হয়। বাৎসরিক এই ঘটনাটিকে বিশ্বের অন্যতম বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর অভিবাসন হিসেবে চিহ্নিত করা হয়। এই পার্কটি বিস্তীর্ণ মিয়োম্বো বনভূমির অংশ।
৪০ মিনিট আগেইউক্রেনে গোয়েন্দা সহায়তা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য দেন।
১ ঘণ্টা আগেরাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যৎ আলোচনাগুলোতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছে ক্রেমলিন। আজ বুধবার ক্রেমলিন সূত্রে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গত মাসে সৌদি আরবে অনুষ্ঠিত দুই দেশের মধ্যকার প্রাথমিক আলোচনায়ও বিষয়টি ‘আলোচিত হয়েছে’ বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে