অনলাইন ডেস্ক
রাশিয়ার কুরস্ক অঞ্চলে বেশ অগ্রগতি লাভ করেছে ইউক্রেনীয় বাহিনী। এবার অঞ্চলটিতে তৃতীয় আরেকটি সেতু উড়িয়ে দিয়েছে তারা। একই সঙ্গে তারা দাবি করেছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি বাফার জোন প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কিয়েভের দাবি নিশ্চিত করেছে মস্কো। রাশিয়ার একটি তদন্ত কমিটি আজ সোমবার জানিয়েছে, কুরস্কের মধ্য দিয়ে প্রবাহিত সেইম নদীর ওপরে অবস্থিত সেতুটি ইউক্রেনীয় বাহিনী উড়িয়ে দিয়েছে। এ নিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে তৃতীয় সেতু উড়িয়ে দিল ইউক্রেন।
এদিকে, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সীমান্ত বরাবর একটি ‘বাফার জোন’ দরকার। কুরস্কে তৃতীয় সেতু উড়িয়ে দেওয়ার ঘটনায় ঘণ্টা খানিক পর জেলেনস্কি এই মন্তব্য করেন।
জেলেনস্কি বলেন, ‘এটি (বাফার জোন প্রতিষ্ঠা) এখন সামগ্রিকভাবে আমাদের আত্মরক্ষামূলক অপারেশনের প্রাথমিক কাজ। আমরা চাই, যতটা সম্ভব রাশিয়ার আক্রমণের সম্ভাবনাকে ঠেকিয়ে দিয়ে সর্বোচ্চ পরিমাণে পাল্টা আক্রমণ পরিচালনা করতে। যাতে করে আগ্রাসী (দেশটির কুরস্ক) অঞ্চলে একটি বাফার জোন তৈরি করা যায়।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটিই রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে গভীর এবং সবচেয়ে উল্লেখযোগ্য অনুপ্রবেশ। মূলত ২০২২ সালে রুশ বাহিনী ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেন প্রায় দুই সপ্তাহ ধরে রাশিয়ার ভূখণ্ডে এই হামলা চালিয়ে যাচ্ছে।
ইউক্রেনীয় বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওলেশুক রাশিয়ার দ্বিতীয় সেতুতে হামলার ফুটেজসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে বলেছেন, ‘আরও একটি সেতু ধ্বংস করা হয়েছে।’ এর আগে, চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেন রাশিয়ার গ্লুশকোভো শহরের কাছে সেইম নদীর ওপর আরেকটি সেতু ধ্বংস করে। এই সেতুটি সৈন্য সরবরাহের জন্য ব্যবহার করছিল রাশিয়া।
রাশিয়ার কুরস্ক অঞ্চলে বেশ অগ্রগতি লাভ করেছে ইউক্রেনীয় বাহিনী। এবার অঞ্চলটিতে তৃতীয় আরেকটি সেতু উড়িয়ে দিয়েছে তারা। একই সঙ্গে তারা দাবি করেছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি বাফার জোন প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কিয়েভের দাবি নিশ্চিত করেছে মস্কো। রাশিয়ার একটি তদন্ত কমিটি আজ সোমবার জানিয়েছে, কুরস্কের মধ্য দিয়ে প্রবাহিত সেইম নদীর ওপরে অবস্থিত সেতুটি ইউক্রেনীয় বাহিনী উড়িয়ে দিয়েছে। এ নিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে তৃতীয় সেতু উড়িয়ে দিল ইউক্রেন।
এদিকে, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সীমান্ত বরাবর একটি ‘বাফার জোন’ দরকার। কুরস্কে তৃতীয় সেতু উড়িয়ে দেওয়ার ঘটনায় ঘণ্টা খানিক পর জেলেনস্কি এই মন্তব্য করেন।
জেলেনস্কি বলেন, ‘এটি (বাফার জোন প্রতিষ্ঠা) এখন সামগ্রিকভাবে আমাদের আত্মরক্ষামূলক অপারেশনের প্রাথমিক কাজ। আমরা চাই, যতটা সম্ভব রাশিয়ার আক্রমণের সম্ভাবনাকে ঠেকিয়ে দিয়ে সর্বোচ্চ পরিমাণে পাল্টা আক্রমণ পরিচালনা করতে। যাতে করে আগ্রাসী (দেশটির কুরস্ক) অঞ্চলে একটি বাফার জোন তৈরি করা যায়।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটিই রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে গভীর এবং সবচেয়ে উল্লেখযোগ্য অনুপ্রবেশ। মূলত ২০২২ সালে রুশ বাহিনী ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেন প্রায় দুই সপ্তাহ ধরে রাশিয়ার ভূখণ্ডে এই হামলা চালিয়ে যাচ্ছে।
ইউক্রেনীয় বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওলেশুক রাশিয়ার দ্বিতীয় সেতুতে হামলার ফুটেজসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে বলেছেন, ‘আরও একটি সেতু ধ্বংস করা হয়েছে।’ এর আগে, চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেন রাশিয়ার গ্লুশকোভো শহরের কাছে সেইম নদীর ওপর আরেকটি সেতু ধ্বংস করে। এই সেতুটি সৈন্য সরবরাহের জন্য ব্যবহার করছিল রাশিয়া।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে উদ্যোগী হয়েছেন ইউরোপের নেতারা। এই লক্ষ্যে আজ রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করেন।
৩ ঘণ্টা আগে‘প্রেসিডেন্ট অ্যাট ওয়ার’ নামে নতুন একটি বই প্রকাশিত হয়েছে। এই বইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কীভাবে একাধিক মার্কিন প্রেসিডেন্টের জীবন ও শাসনকে প্রভাবিত করেছিল, তা বিশদভাবে তুলে ধরা হয়েছে। এ ছাড়া বইটিতে জন এফ কেনেডির প্রেমজীবনের একটি বিতর্কিত অধ্যায় তুলে ধরেছেন লেখক স্টিভেন এম গিলন। ইনগা আরভাদ নামে একজন
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, দেশটির দক্ষিণ সীমান্তে আরও প্রায় ৩ হাজার সেনা মোতায়েন করা হবে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের নর্দার্ন কমান্ড (নর্থকম) এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিতীয় স্ট্রাইকার ব্রিগেড কমব্যাট টিম (এসবিসিটি) থেকে প্রায় ২ হাজার ৪০০ সেনা এবং তৃতীয় কমব্যাট এভিয়েশন ব্রিগেড থেকে ৫০০
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও বোস্টনে শত শত মানুষ ইউক্রেনের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমে আসে। ভারমন্টের ওয়েটসফিল্ড শহরেও সমবেত হয়েছিলেন বিক্ষোভকারীরা। সেখানে ভাইস-প্রেসিডেন্ট ভ্যান্স তাঁর পরিবার নিয়ে স্কি অবকাশযাপনে গিয়েছিলেন।
৬ ঘণ্টা আগে