অনলাইন ডেস্ক
করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মধ্যে বড়দিনকে কেন্দ্র করে কঠোর লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস। আজ থেকে শুরু হওয়া এই লকডাউন অন্তত ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে। ‘অনিবার্য’ উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট এ সিদ্ধান্ত নিয়েছেন।
কঠোর লকডাউন চলাকালে অপ্রয়োজনীয় দোকান, বার, জিম, সেলুন এবং অন্যান্য জনসমাগমের স্থান বন্ধ থাকবে। সচরাচর ১৩ বছরের বেশি বয়সী দুজন; ২৪ থেকে ২৬ ডিসেম্বর এবং নববর্ষের আগের দিন ও নববর্ষের দিন চারজনকে দাওয়াত দেওয়া হবে। এক দিনে এর বেশি অতিথিকে কোনো পরিবারে আসার অনুমতি দেওয়া যাবে না। অন্ত্যেষ্টিক্রিয়া, সাপ্তাহিক বাজারের মুদি পণ্য বিক্রি এবং পেশাদার ক্রীড়া ম্যাচ ছাড়া অন্য সব অনুষ্ঠান বন্ধ থাকবে। রেস্তোরাঁ থেকে খাবার বাসায় নিয়ে যাওয়া যাবে। স্কুল বন্ধ থাকবে কমপক্ষে ৯ জানুয়ারি পর্যন্ত।
ওমিক্রন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইউরোপের দেশগুলোতে বিধিনিষেধ আরও কঠোর হচ্ছে। নেদারল্যান্ডসের লকডাউন উপলক্ষে দেওয়া ধারাগুলো ওমিক্রন রোধে এখন পর্যন্ত ঘোষণা করা সবচেয়ে কঠোর বিধি বলেও জানা যাচ্ছে।
প্রধানমন্ত্রী রুট গতকাল শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি আজ বিষণ্ন মেজাজে এখানে দাঁড়িয়ে আছি। যাঁরা আমাকে দেখছেন তাঁরাও হয়তো এমনই অনুভব করবেন।’ কঠোর লকডাউন ঘোষণা বিষয়ে তিনি বলেন, ‘এক বাক্যে সংক্ষেপে বলতে গেলে, নেদারল্যান্ডস আগামীকাল থেকে লকডাউনে ফিরে যাবে।
প্রসঙ্গত, ডাচ ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথের তথ্য অনুসারে এখন পর্যন্ত দেশটির ২৯ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২০ হাজারের বেশি মানুষ। এই আক্রান্ত ও মৃত্যুর পেছনে ওমিক্রন খুব বেশি দায়ী না হলেও ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়িয়ে পড়ায় বেশি শঙ্কা সৃষ্টি হয়েছে। তাই সংক্রমণ গুরুতর আকার ধারণ করা থেকে বাঁচতে ক্রিসমাসের ঠিক এক সপ্তাহ আগে মার্ক রুট এ সিদ্ধান্ত দিলেন।
করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মধ্যে বড়দিনকে কেন্দ্র করে কঠোর লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস। আজ থেকে শুরু হওয়া এই লকডাউন অন্তত ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে। ‘অনিবার্য’ উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট এ সিদ্ধান্ত নিয়েছেন।
কঠোর লকডাউন চলাকালে অপ্রয়োজনীয় দোকান, বার, জিম, সেলুন এবং অন্যান্য জনসমাগমের স্থান বন্ধ থাকবে। সচরাচর ১৩ বছরের বেশি বয়সী দুজন; ২৪ থেকে ২৬ ডিসেম্বর এবং নববর্ষের আগের দিন ও নববর্ষের দিন চারজনকে দাওয়াত দেওয়া হবে। এক দিনে এর বেশি অতিথিকে কোনো পরিবারে আসার অনুমতি দেওয়া যাবে না। অন্ত্যেষ্টিক্রিয়া, সাপ্তাহিক বাজারের মুদি পণ্য বিক্রি এবং পেশাদার ক্রীড়া ম্যাচ ছাড়া অন্য সব অনুষ্ঠান বন্ধ থাকবে। রেস্তোরাঁ থেকে খাবার বাসায় নিয়ে যাওয়া যাবে। স্কুল বন্ধ থাকবে কমপক্ষে ৯ জানুয়ারি পর্যন্ত।
ওমিক্রন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইউরোপের দেশগুলোতে বিধিনিষেধ আরও কঠোর হচ্ছে। নেদারল্যান্ডসের লকডাউন উপলক্ষে দেওয়া ধারাগুলো ওমিক্রন রোধে এখন পর্যন্ত ঘোষণা করা সবচেয়ে কঠোর বিধি বলেও জানা যাচ্ছে।
প্রধানমন্ত্রী রুট গতকাল শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি আজ বিষণ্ন মেজাজে এখানে দাঁড়িয়ে আছি। যাঁরা আমাকে দেখছেন তাঁরাও হয়তো এমনই অনুভব করবেন।’ কঠোর লকডাউন ঘোষণা বিষয়ে তিনি বলেন, ‘এক বাক্যে সংক্ষেপে বলতে গেলে, নেদারল্যান্ডস আগামীকাল থেকে লকডাউনে ফিরে যাবে।
প্রসঙ্গত, ডাচ ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথের তথ্য অনুসারে এখন পর্যন্ত দেশটির ২৯ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২০ হাজারের বেশি মানুষ। এই আক্রান্ত ও মৃত্যুর পেছনে ওমিক্রন খুব বেশি দায়ী না হলেও ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়িয়ে পড়ায় বেশি শঙ্কা সৃষ্টি হয়েছে। তাই সংক্রমণ গুরুতর আকার ধারণ করা থেকে বাঁচতে ক্রিসমাসের ঠিক এক সপ্তাহ আগে মার্ক রুট এ সিদ্ধান্ত দিলেন।
ভারতের দুই রাজ্য মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিছুদিন আগেই। সেই নির্বাচনের ফলাফলে দেখা গেছে, মহারাষ্ট্রে বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সই (এনডিএ) ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে ঝাড়খণ্ডে বিজেপির জোট এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত কংগ্রেস ও স্থানী ঝাড়খণ্ড জনমুক্তি
২ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ, রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে।
৪ ঘণ্টা আগেএকজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১৩ ঘণ্টা আগে