ডয়চে ভেলে
ইউরোপীয় ইউনিয়নে ২০২২ সালে আশ্রয় চেয়ে আবেদন করেছে অন্তত ১০ লাখ মানুষ ৷ আবেদনকারীদের বেশির ভাগই সিরিয়া, আফগানিস্তান, তুরস্ক, ভেনেজুয়েলা ও কলম্বিয়ার নাগরিক। একক দেশ হিসেবে সবচেয়ে বেশি আশ্রয়ের আবেদন জমা পড়েছে জার্মানিতে। গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের আশ্রয়বিষয়ক সংস্থা (ইইউএএ) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২২ সালে মোট ৯ লাখ ৯৬ হাজার আবেদন জমা পড়েছে, যা তার আগের বছর, অর্থাৎ ২০২১ সালের তুলনায় অন্তত ৫৩ শতাংশ বেশি।
তারা জানিয়েছে, সর্বোচ্চ ২ লাখ ৪৪ হাজার আশ্রয়ের আবেদন জমা পড়েছে জার্মানিতে। এর পরেই রয়েছে ফ্রান্স। সেখানে জমা পড়েছে ১ লাখ ৫৬ হাজার আবেদন। তৃতীয় স্থানে থাকা স্পেনে জমা পড়েছে ১ লাখ ১৮ হাজার আশ্রয়ের আবেদন। আর চতুর্থ স্থানে থাকা অস্ট্রিয়ায় জমা হয়েছে ১ লাখ ৯ হাজার আবেদন এবং পঞ্চম স্থানে থাকা ইটালিতে জমা হওয়া আবেদনের সংখ্যা ৮৪ হাজার। অন্তত ৭০ শতাংশ আবেদনকারী এই দেশগুলোতেই আশ্রয় চেয়ে আবেদন করেছে।
আশ্রয় চেয়ে আবেদন করা ব্যক্তিদের মধ্যে অন্তত ৪২ হাজার অভিভাবকহীন শিশু রয়েছে। এই সংখ্যা ২০১৬ সালের অভিবাসন বিপর্যয়ের পর সর্বোচ্চ৷
ইইউএএ জানিয়েছে, সংঘাত, সংঘর্ষ, জলবায়ু বিপর্যয়, ভূরাজনৈতিক অস্থিরতা, ক্ষুধা আর দারিদ্র্যের কারণে উন্নত জীবনের আশায় অসংখ্য মানুষ অনিয়মিত অভিবাসনের পথ বেছে নিয়েছে৷
করোনা মহামারির বাধা দূর হওয়ার পর ইউরোপে অনিয়মিত অভিবাসীর সংখ্যা বেড়ে গেলেও ২০১৫ সালের অভিবাসন সংকটের সময়কে এখনো ছাপিয়ে যায়নি ৷ পরিসংখ্যান বলছে, সিরিয়া গৃহযুদ্ধের সময়, অর্থাৎ ২০১৫ সালে ইউরোপে আশ্রয় চেয়েছিল ১৪ লাখ মানুষ, আর ২০১৬ সালে এই সংখ্যা ছিল ১৩ লাখ৷
অভিবাসনসংকটে ইউরোপীয় ইউনিয়ন
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর ওই দেশ থেকে আসা মানুষের বিশেষ অস্থায়ী সুরক্ষা মর্যাদা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ৷ বর্তমানে প্রায় ৪০ লাখ ইউক্রেনীয় নাগরিক আশ্রয় নিয়েছে ইউরোপে৷ তবে আশ্রয় চেয়ে আবেদন করা ব্যক্তিদের তালিকায় কোনো ইউক্রেনীয়কে অন্তর্ভুক্ত করেনি ইইউএএ৷
সংস্থাটি বলছে, ‘বিপুলসংখ্যক আশ্রয়প্রার্থীর কারণে আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত জায়গা না থাকায় আবাসন নিয়ে চাপের মুখে পড়েছে জোটের অনেকগুলো সদস্য রাষ্ট্র৷’
অভিন্ন অভিবাসননীতি চায় ইউরোপীয় ইউনিয়ন
পোল্যান্ড ও হাঙ্গেরির তীব্র বিরোধিতার মুখেও অভিন্ন অভিবাসননীতি নিয়ে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন ৷ বছরের পর বছর ধরে ঝুলে থাকা ইউরোপের অভিন্ন অভিবাসন ও আশ্রয়নীতি গত ৮ জুন আলোর মুখ দেখেছে ৷ ওই দিন লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় ৷
এখন ইউরোপীয় পার্লামেন্টের সঙ্গে আলোচনার মাধ্যমে আইন অনুমোদন করে সেই বোঝাপড়া কার্যকর করার কথা ভাবছেন সংশ্লিষ্টরা ৷ আগামী বছর ইইউ পার্লামেন্ট নির্বাচনের আগে, অর্থাৎ এ বছরের শেষ নাগাদ হলেও আইনটি পাস করার দিকে মনোযোগী ইউরোপীয় নেতারা৷
তবে অভিন্ন এই নীতি কার্যকর হলে বিপদে পড়তে পারে বাংলাদেশ, আলজেরিয়া, মরক্কো, তিউনিশিয়া, সেনেগাল ও পাকিস্তান থেকে আসা আশ্রয়প্রার্থীরা ৷ কারণ, নতুন নিয়মে আশ্রয় আবেদনগুলো ইইউর বহিঃসীমান্তেই নাকচ হতে পারে ৷ আবার যারা ইউরোপের মূল ভূখণ্ডে ঢুকতে পারবে, তাদেরও অন্য দেশে স্থানান্তরিত করা যাবে৷
এই নীতি বাস্তবায়িত হলে ইউরোপীয় ইউনিয়নের আশ্রয়প্রার্থীদের বোঝা সব দেশ মিলে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে ৷ জোটভুক্ত যে দেশ শরণার্থীদের আশ্রয় দিতে অনীহা দেখাবে, সেই দেশকে অভিবাসীপ্রতি ২০ হাজার ইউরো দিতে হবে ৷ আর এই ইস্যুতে আপত্তি জানিয়ে আসছে পোল্যান্ড ও হাঙ্গেরি৷
ইউরোপীয় ইউনিয়নে ২০২২ সালে আশ্রয় চেয়ে আবেদন করেছে অন্তত ১০ লাখ মানুষ ৷ আবেদনকারীদের বেশির ভাগই সিরিয়া, আফগানিস্তান, তুরস্ক, ভেনেজুয়েলা ও কলম্বিয়ার নাগরিক। একক দেশ হিসেবে সবচেয়ে বেশি আশ্রয়ের আবেদন জমা পড়েছে জার্মানিতে। গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের আশ্রয়বিষয়ক সংস্থা (ইইউএএ) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২২ সালে মোট ৯ লাখ ৯৬ হাজার আবেদন জমা পড়েছে, যা তার আগের বছর, অর্থাৎ ২০২১ সালের তুলনায় অন্তত ৫৩ শতাংশ বেশি।
তারা জানিয়েছে, সর্বোচ্চ ২ লাখ ৪৪ হাজার আশ্রয়ের আবেদন জমা পড়েছে জার্মানিতে। এর পরেই রয়েছে ফ্রান্স। সেখানে জমা পড়েছে ১ লাখ ৫৬ হাজার আবেদন। তৃতীয় স্থানে থাকা স্পেনে জমা পড়েছে ১ লাখ ১৮ হাজার আশ্রয়ের আবেদন। আর চতুর্থ স্থানে থাকা অস্ট্রিয়ায় জমা হয়েছে ১ লাখ ৯ হাজার আবেদন এবং পঞ্চম স্থানে থাকা ইটালিতে জমা হওয়া আবেদনের সংখ্যা ৮৪ হাজার। অন্তত ৭০ শতাংশ আবেদনকারী এই দেশগুলোতেই আশ্রয় চেয়ে আবেদন করেছে।
আশ্রয় চেয়ে আবেদন করা ব্যক্তিদের মধ্যে অন্তত ৪২ হাজার অভিভাবকহীন শিশু রয়েছে। এই সংখ্যা ২০১৬ সালের অভিবাসন বিপর্যয়ের পর সর্বোচ্চ৷
ইইউএএ জানিয়েছে, সংঘাত, সংঘর্ষ, জলবায়ু বিপর্যয়, ভূরাজনৈতিক অস্থিরতা, ক্ষুধা আর দারিদ্র্যের কারণে উন্নত জীবনের আশায় অসংখ্য মানুষ অনিয়মিত অভিবাসনের পথ বেছে নিয়েছে৷
করোনা মহামারির বাধা দূর হওয়ার পর ইউরোপে অনিয়মিত অভিবাসীর সংখ্যা বেড়ে গেলেও ২০১৫ সালের অভিবাসন সংকটের সময়কে এখনো ছাপিয়ে যায়নি ৷ পরিসংখ্যান বলছে, সিরিয়া গৃহযুদ্ধের সময়, অর্থাৎ ২০১৫ সালে ইউরোপে আশ্রয় চেয়েছিল ১৪ লাখ মানুষ, আর ২০১৬ সালে এই সংখ্যা ছিল ১৩ লাখ৷
অভিবাসনসংকটে ইউরোপীয় ইউনিয়ন
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর ওই দেশ থেকে আসা মানুষের বিশেষ অস্থায়ী সুরক্ষা মর্যাদা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ৷ বর্তমানে প্রায় ৪০ লাখ ইউক্রেনীয় নাগরিক আশ্রয় নিয়েছে ইউরোপে৷ তবে আশ্রয় চেয়ে আবেদন করা ব্যক্তিদের তালিকায় কোনো ইউক্রেনীয়কে অন্তর্ভুক্ত করেনি ইইউএএ৷
সংস্থাটি বলছে, ‘বিপুলসংখ্যক আশ্রয়প্রার্থীর কারণে আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত জায়গা না থাকায় আবাসন নিয়ে চাপের মুখে পড়েছে জোটের অনেকগুলো সদস্য রাষ্ট্র৷’
অভিন্ন অভিবাসননীতি চায় ইউরোপীয় ইউনিয়ন
পোল্যান্ড ও হাঙ্গেরির তীব্র বিরোধিতার মুখেও অভিন্ন অভিবাসননীতি নিয়ে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন ৷ বছরের পর বছর ধরে ঝুলে থাকা ইউরোপের অভিন্ন অভিবাসন ও আশ্রয়নীতি গত ৮ জুন আলোর মুখ দেখেছে ৷ ওই দিন লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় ৷
এখন ইউরোপীয় পার্লামেন্টের সঙ্গে আলোচনার মাধ্যমে আইন অনুমোদন করে সেই বোঝাপড়া কার্যকর করার কথা ভাবছেন সংশ্লিষ্টরা ৷ আগামী বছর ইইউ পার্লামেন্ট নির্বাচনের আগে, অর্থাৎ এ বছরের শেষ নাগাদ হলেও আইনটি পাস করার দিকে মনোযোগী ইউরোপীয় নেতারা৷
তবে অভিন্ন এই নীতি কার্যকর হলে বিপদে পড়তে পারে বাংলাদেশ, আলজেরিয়া, মরক্কো, তিউনিশিয়া, সেনেগাল ও পাকিস্তান থেকে আসা আশ্রয়প্রার্থীরা ৷ কারণ, নতুন নিয়মে আশ্রয় আবেদনগুলো ইইউর বহিঃসীমান্তেই নাকচ হতে পারে ৷ আবার যারা ইউরোপের মূল ভূখণ্ডে ঢুকতে পারবে, তাদেরও অন্য দেশে স্থানান্তরিত করা যাবে৷
এই নীতি বাস্তবায়িত হলে ইউরোপীয় ইউনিয়নের আশ্রয়প্রার্থীদের বোঝা সব দেশ মিলে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে ৷ জোটভুক্ত যে দেশ শরণার্থীদের আশ্রয় দিতে অনীহা দেখাবে, সেই দেশকে অভিবাসীপ্রতি ২০ হাজার ইউরো দিতে হবে ৷ আর এই ইস্যুতে আপত্তি জানিয়ে আসছে পোল্যান্ড ও হাঙ্গেরি৷
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৭ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৭ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৮ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৯ ঘণ্টা আগে