যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে টিকার ডোজ পূর্ণ করাদের ডেলটা সংক্রমণ বাড়ছে

অনলাইন ডেস্ক
Thumbnail image

টিকার দুই ডোজ নিয়েও করোনার ডেলটা ধরনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের কয়েক শ মানুষ হাসপাতালে ভর্তি। শুক্রবার ব্রিটিশ বিজ্ঞানীরা এই তথ্য জানিয়েছেন। এদিকে, উচ্চ সংক্রমণশীল ডেলটা ধরনের কারণে যুক্তরাষ্ট্রেও সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত ২ আগস্টের পর থেকে দেশটিতে প্রতিদিনই লক্ষাধিক নতুন রোগী শনাক্ত হচ্ছে। 

শুক্রবার মহামারি সম্পর্কে সতর্কতা জারি করে পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচএ) বলেছে, এটা আগেই জানা গিয়েছিল যে–করোনার টিকা নেননি এবং নিয়েছেন উভয়েই ডেলটা ধরনে আক্রান্ত হওয়ার সমান ঝুঁকিতে রয়েছেন। 

এক পরিসংখ্যানের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায় ইংল্যান্ডে ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৪৬৭ জনের মধ্যে ৫৫.১ শতাংশ ছিলেন টিকা না নেওয়া মানুষ। আর ৩৪.৯ শতাংশ বা ৫১২ জন ছিলেন দুই ডোজ টিকা নিয়েছেন এমন ব্যক্তি। তারা মূলত অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজার–বায়োএনটেকের তৈরি টিকা গ্রহণ করেছিলেন। যুক্তরাজ্যের প্রায় ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এরই মধ্যে করোনার দুই ডোজ টিকা নিয়েছেন। 

পিএইচএ বলছে, টিকা নেওয়া মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টিকা নেওয়া ব্যক্তিদের করোনায় আক্রান্তের হারও। এদিকে, ডেলটা ধরন ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রেও প্রতিনিয়ত সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। আগের সপ্তাহের তুলনায় গত সাত দিনে দেশটিতে সংক্রমণের হার বেড়েছে অন্তত ৪০ শতাংশ। পরিসংখ্যানে দেখা গেছে, ফেব্রুয়ারির পর গত পাঁচ দিন ধরেই যুক্তরাষ্ট্রে লক্ষাধিক নতুন রোগী শনাক্ত হচ্ছেন। 

আরেকটি ব্যাপার হল–গত বছরের গ্রীষ্মে যখন দেশটির একজন ব্যক্তিও টিকা নেননি, সেই সময়ের তুলনায় চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার বেশি। গতকাল হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে জানানো হয়, দেশটিতে দুই ডোজ টিকা নেওয়া মানুষের সংখ্যা ৫০ শতাংশ ছাড়িয়েছে। 

গত সাত দিনের হিসেবে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যাও বেড়ে গেছে। ডেলটা ধরনের সংক্রমণকে সুনামির সঙ্গে তুলনা করেছে দেশটির মিসিসিপি অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত