অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস যখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন তাঁর ব্যক্তিগত ফোনটি হ্যাক করেছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে কাজ করা সন্দেহভাজন গোয়েন্দারা। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দারা ফোন হ্যাক করার মাধ্যমে সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী ও ট্রাসের ঘনিষ্ঠ বন্ধু কোয়াসি কোয়ার্টেংয়ের সঙ্গে আদান-প্রদান করা ব্যক্তিগত কথাবার্তা ও আন্তর্জাতিক বিষয়ে বিভিন্ন ‘গোপন আলোচনা’ জানতে পেরেছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, এক বছরের সমপরিমাণ বার্তা গোয়েন্দারা ডাউনলোড করেছিলেন।
এ দিকে ব্যক্তিগত নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকার করেছেন ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র। তবে তিনি বলেছেন, ‘সাইবার হুমকি মোকাবিলার জন্য ব্রিটিশ সরকারের কাছে শক্তিশালী ব্যবস্থা রয়েছে। এতে মন্ত্রীদের জন্য নিয়মিত নিরাপত্তা ব্রিফিং এবং তাদের ব্যক্তিগত ডেটা রক্ষা করার পাশাপাশি সাইবার হুমকি প্রশমিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।’
ডেইলি মেইল বলেছে, যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য প্রার্থীদের প্রচারণার সময় লিজ ট্রাসের ফোন হ্যাক হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। কনজারভেটিভ পার্টির ওই নেতৃত্বের প্রচারণার মধ্য দিয়েই লিজ ট্রাস প্রধানমন্ত্রী হয়েছিলেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার ৪৫ দিন পর এ মাসেই পদত্যাগের ঘোষণা দেন লিজ ট্রাস। এরপর ট্রাস গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন এবং ঋষি সুনাক তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস যখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন তাঁর ব্যক্তিগত ফোনটি হ্যাক করেছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে কাজ করা সন্দেহভাজন গোয়েন্দারা। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দারা ফোন হ্যাক করার মাধ্যমে সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী ও ট্রাসের ঘনিষ্ঠ বন্ধু কোয়াসি কোয়ার্টেংয়ের সঙ্গে আদান-প্রদান করা ব্যক্তিগত কথাবার্তা ও আন্তর্জাতিক বিষয়ে বিভিন্ন ‘গোপন আলোচনা’ জানতে পেরেছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, এক বছরের সমপরিমাণ বার্তা গোয়েন্দারা ডাউনলোড করেছিলেন।
এ দিকে ব্যক্তিগত নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকার করেছেন ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র। তবে তিনি বলেছেন, ‘সাইবার হুমকি মোকাবিলার জন্য ব্রিটিশ সরকারের কাছে শক্তিশালী ব্যবস্থা রয়েছে। এতে মন্ত্রীদের জন্য নিয়মিত নিরাপত্তা ব্রিফিং এবং তাদের ব্যক্তিগত ডেটা রক্ষা করার পাশাপাশি সাইবার হুমকি প্রশমিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।’
ডেইলি মেইল বলেছে, যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য প্রার্থীদের প্রচারণার সময় লিজ ট্রাসের ফোন হ্যাক হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। কনজারভেটিভ পার্টির ওই নেতৃত্বের প্রচারণার মধ্য দিয়েই লিজ ট্রাস প্রধানমন্ত্রী হয়েছিলেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার ৪৫ দিন পর এ মাসেই পদত্যাগের ঘোষণা দেন লিজ ট্রাস। এরপর ট্রাস গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন এবং ঋষি সুনাক তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন।
দীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
১ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের শীর্ষ মুখগুলোকে বেছে নিতে শুরু করেন। সর্বশেষ কৃষিমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ব্রুক রোলিন্সকে। অর্থাৎ ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের আগে ১৫ সদস্য নিয়ে ট্রাম্প তাঁর মন্ত্রিসভা জন্য চূড়ান্ত করে ফেলেছেন।
২ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর সমর্থকেরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড় জমায়াতের প্রস্তুতি নিয়েছে। তবে এই মিছিল ঠেকাতে মরিয়া এখন দেশটির ক্ষমতাসীন সরকার। এ জন্য ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগেতীব্র ঝড়ের মধ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে লন্ডনে বিমান অবতরণ করে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌদি পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের এক পাইলট। সোমবার গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেনে আঘাত হানা শক্তিশালী স্টর্ম বার্ট ঝড়ে ভারী তুষার ও বৃষ্টিপাত এবং প্রবল বাতাসের সৃষ্টি হয়েছিল। এই ঝড় যোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের বিশৃঙ্খল
৫ ঘণ্টা আগে